আমি একটি স্বপ্নের কথা বলতে চাই।



আমি একটি স্বপ্নের কথা বলতে চাই

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার



ট্যেকেরঘাট, সুনামগঞ্জ 




"আমি একটি স্বপ্নের কথা বলতে চাই", লাইটির কিছু অংশ সংশোধন করতে হবে।একটি'র জায়গায় হবে- অনেকগুলি।আমার স্বপ্নের সাথে আপনাদের স্বপ্নের মিল নাও থাকতে পারে।আমার স্বপ্নের সাথে এক মত হতে হবে,এমন কোন কথা নেই।শুধু মাত্র আমার স্বপ্নের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের সাথে কিছু স্বপ্ন মিলে যেতেও পারে আবার নাও মিলতে পারে।তাতে কি আসে যায়!!
স্বপ্ন তো স্বপ্নই, হয়তো বাস্তবেও ধরা দিবে।




আমার লেখার উদ্দেশ্য কাউকে জ্ঞান দেওয়া বা পরামর্শ দেওয়া নয়।শুধু মাত্র আপনাদের সাথে স্বপ্ন শেয়ার করছি মাত্র,এইটকুই।
অনেকে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারে, এত স্বপ্ন দেখে কি হবে? স্বপ্ন দেখে কি কাজটা'ই না করলো?কাজের বেলায় ১০ আনা স্বপ্নের বেলায় ৯০ আনা, এত মানুষ জন এত স্বপ্ন দেখলো, কাজ করতে চাইলো শেষ পর্যন্ত কি হলো?কি বা্ল্ল কামদা'ই না করলো!!
প্রকৃতপক্ষে, এই সব বিদ্রূপ কথা বার্তা  শুনার টাইম আমার কাছে অন্তত কম। কারন জানা আছে, যারা বিদ্রূপ করে, নিরুতসাহিত করে, টিটকারি দিতে দিতে জীবন থেঁতলে দেয়,তারা আসলে কি মহান কাজটা'ই  করছে বা করতে পেরেছে শুনি!!  কিংবা কি এমন করলো যার কারনে স্বপ্ন দেখাও বারণ?



বইপত্র পড়ে জ্ঞানী হওয়া যায়,দুই চারটা ডাইলগ মারা যায়,সাথে জ্ঞানীর তকমা ফ্রি.ফ্রি.ফ্রি....
কিন্তুু বাস্তবে?বাস্তবে কি করেছে? কিছুই না বেহুদা.....হুদাই।


যাক গে, স্বপ্নের কথায় আসি...

স্বপ্ন দেখতে বা কল্পনা করতে তো দোষ নেই,অবশ্যই নেই,সত্যি নেই,অপরাধ নেই,ক্ষতি নেই। তাহলে বলেই ফেলি...

স্বপ্ন নাম্বার( ১)
"নকমা প্রথা"

প্রথমত আমি চাইবো প্রত্যেক গারো গ্রামে বা পাহাড়ে আবার নতুন করে নকমা প্রথা শুরু হোক।আমার কাছে মনে হলো নকমা প্রথা অসুবিধার চাইতে সুবিধা'ই বেশি হবে।চাকমা রাজা দেবাশীষ রায়ের একটি কথা মনে পড়লো,প্রথাগত আইন ছাড়া আদিবাসীদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না।

হয়তো অনেকে বলবে,মন্ডলীর সভাপতি বা নকমা আছে, এনজিওর উদ্যোগে নকমা আছে, অমুক সংগঠনের সভাপতি বা নকমা আছে প্রভৃতি।আমি শুধু মাত্র দুইটি প্রশ্ন করতে চাই,(এক).ধর্ম আগে নাকি জাতি আগে? (দুই). অন্য সংগঠন বা প্রতিষ্ঠান আগে নাকি নিজের সংগঠন বা প্রথাগত  আইন আগে?


আমি মানছি, আমাদের নকমা প্রথার কিছু নিয়ম কানুন আইন পরিবর্তন বা পরিমার্জন করা দরকার।তবে সেটা ঐহিত্যগত এবং বাস্তবতার নিরিখেই করা উচিত।



স্বপ্ন নাম্বার (২)
"প্রথাগত আইন"


আগেই বলেছি, প্রথাগত আইন ছাড়া আদিবাসী গারোদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়।আমাদের প্রথাগত আইন যেমন আছে তেমনি বর্তমানেও প্রয়োগ যোগ্য, তবে কিছুটা পরিবর্তনীয়। প্রথাগত আইন সম্পর্কে ধারণা পেতে হলে কিছু বই পড়া দরকার।তাহলেই বুঝতে পারবো বাস্তবতার নিরিখে কোন জায়গায় পরিবর্তনীয় ও পরিমার্জন করতে হবে।প্রথাগত আইন যেমন সহজেই সমস্যা সামাধান করে, তেমনি অল্প সময়ে সিদ্ধাত নেওয়া যায়।এখনো তো সবকিছুতে'ই আমরা মামলা দেই।একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো প্রথাগত আইন  এখনো প্রযোজ্য কিনা।
স্বপ্ন নাম্বার (৩)
"জাতির একটি  নিজস্ব বৃহৎ সংগঠন"

আমি ব্যক্তিগত ভাবে খুবই খুশি কারণ হাজং জাতিগোষ্ঠীর একটি বৃহৎ সংগঠন রয়েছে।যার নাম"
বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন "।জানা মতে, এই সংগঠনটি বৃহৎ এবং পুরো হাজং জাতিকে উপস্থাপন করে।আমাদের যদি এমন একটি মাত্র সংগঠন থাকতো,যেখানে একক সংগঠন পুরো গারো জাতিকে উপস্থাপন করবে।


স্বপ্ন নাম্বার (৪)
"মাতৃভাষায় স্কুল এবং কোর্স (বাধ্যগত)"


মাতৃভাষা ছাড়া জাতির অস্তিত্ব টিকে থাকা কি সম্ভব? নিজেদের উদ্যোগে মাতৃভাষায় পাঠদান, স্কুল পরিচালনা তেমন কোন শক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেনি।খুব বেশি দূরে নয়, যখন হারিয়ে যাবে আমাদের মাতৃভাষা।তখন হায় হায় করে কি লাভ,এখনি যদি আত্নসচেতন না হই!!যদি প্রত্যেক গ্রামে স্কুল থাকতো এবং বাধ্যগত গারো জাতিগোষ্ঠীর প্রত্যেক সদস্য কে দুই বা তিন মাসে কোর্স করাতে পারতাম।

স্বপ্ন নাম্বার (৫)
"ভূমি রক্ষায় গুরুত্বপূর্ন সিদ্ধাত"


ভূমি ছাড়া কি আদিবাসী টিকবে? গারো আদিবাসীর অস্তিত্ব নিহিত ভূমিকে ঘিরেই।ফলে ভূমি ছাড়া তো কল্পনা করতে পারি না আমাদের অস্তিত্ব। বর্তমানে যে অবস্থা কার্যকরী ব্যবস্থা না নিলে, অচিরেই সব শেষ।গারো জাতির অস্তিত্ব অচিরেই বিলীন হবে যদি ভূমির দিকে মনোযোগ না দিই।ভূমি রক্ষায় সংগঠন গুলো যদি একজোট থাকতো।


স্বপ্ন নাম্বার (৬)
"প্রত্যেক গ্রামে নকপান্থে তৈরি"


স্বপ্ন আছে, যদি  প্রত্যেক গ্রামে নকপান্থে তৈরি করা যেতো।সেখানে শুধু মাত্র ছেলে নয় মেয়েরাও যাওয়া আসা করতে পারবে।নকপান্থে নাম পরিবর্তনীয় হতে পারে।নকপান্থে থাকবে বিভিন্ন ধরনের বই,ম্যাগাজিন এবং নিউজ পেপার।যদি করা যায় প্রাইমারি স্কুল
স্বপ্ন নাম্বার (৭)
.........
.....




ওরে বাবা, শালায় কি স্বপ্নই না দেখালো...
কি বড় বড় কথা, স্বপ্ন বাস্তবায়ন করবে,ছেমরা পুলাই স্বপ্ন দেহে, স্বপ্ন দেহাই, স্বপ্নের কি কামদাই না করবো.....!!যারা যারা ভাবছে সম্ভব নয়,তার কাছে সম্ভব নয়, যার কাছে মনে হয়েছে সত্যিই সম্ভব,আমি তার সাথে একমত, সত্যিই সম্ভব।



হ্যাঁ, স্বপ্ন তো অনেক কিন্তুু কিছু করতে পারি না।
আপনার যদি স্বপ্ন থাকে শেয়ার করতে পারেন, এমনো হতে পারে যৌথমিলে কাজ করলাম।

আমার ব্লগ পোস্টের কমেন্টেরর নিচে আপনার স্বপ্নের কথা লিখতে পারেন।


No comments

Theme images by saw. Powered by Blogger.