"The last of the songsarek "অ্যালবাম'টি নিয়ে আমার কিছু কথা!!




"The last of the songsarek "অ্যালবাম'টি নিয়ে আমার কিছু কথা!!

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবয় ব্লগার



ছবি:"রেরে"পেজ থেকে।









"রেরে "ব্যান্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই।কেন না,এর আগের লেখা গুলোতে নিজের সব্বোর্চ দিয়ে "রেরে"ব্যান্ড সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনে জন্য চেষ্টা করেছি।হয়তো নিজের সীমাবদ্ধতার কারনে অনেক কিছুই উপস্থাপনে ব্যর্থ হয়েছি।সে যাই হোক,আজকে "রেরে "ব্যান্ডের নতুন অ্যালবাম নিয়ে কথা বলতে চাই।"



"রেরে" ব্যান্ডের পথ চলা কিন্তুু কম নয়, দশ বছর চলছে।দশ বছরের মাথায় প্রথম অ্যালবাম " The last of the songsarek ".
অ্যালবামটি'র নাম কিন্তুু অনেক অর্থ বহন করে,বুঝে নিবেন।


প্রথমেই বলে রাখি,ব্যান্ড বা গান সম্পর্কে কিংবা  "রেরে "ব্যান্ডের নিজস্ব দর্শন সম্পর্কে, আমার সীমিত জ্ঞান দিয়ে মতামত ও বিশ্লেষণের যোগ্যতা নেই বললেই চলে।সেক্ষেত্রে, সম্পূর্ণ ব্যক্তিগত ভালো লাগা বা খারাপ লাগা সাধারণ শ্রোতা হিসাবেই কিছু কথা বলতে চাই।



"রেরে"ব্যান্ডের প্রথম অ্যালবাম, "The last of the songsarek "আমাদের গারো জাতির জন্য অন্ততই গুরুত্বপূর্ণ এক অধ্যায়। কেন না, উল্লেখযোগ্য অনেক গুলোই ভালো ব্যান্ড তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, বর্তমানেও আছে। তবে,গারো ব্যান্ড গুলোর মধ্যে প্রথম অ্যালবাম বের করেছে "রেরে"ব্যান্ড। সত্যিই,আমাদের জন্য সু-খবর বটে। যদিওবা, অ্যালবাম তৈরি সহজ কাজ নয়,লিরিক লাগবে, সুর লাগবে, টাকা লাগবে, সময় লাগবে, ভালো কাজের জন্য বাছাই করতে হবে, আরো কত কি যে করতে হবে,আমি যেহেতু গানের মানুষ না, তাই বলতে পারছি না।



সাধারণ শ্রোতা হিসাবে, "রেরে"ব্যান্ডের যতগুলো গান বের হয়েছে সব গুলোই শোনার সৌভাগ্য হয়েছে,অনেক গুলো কনসার্ট উপভোগ করেছি। চাইলেই আপনারা,"RERE bandOfficial" ইউটিউব  চ্যানেলে গিয়ে নতুন অ্যালবামের  গানগুলো শুনতে পারবেন।চ্যানেলে এখন পর্যন্ত অ্যালবামের দুইটি গান রিলিজ হয়েছে এবং একটি গানের ট্রেইলার রয়েছে । এর আগেও বলেছি "রেরে" ব্যান্ড মূলত গারো ভাষায় গান করে থাকে এবং মাতৃভাষাটা'কেই  সব্বোর্চ গুরুত্ব দিয়ে থাকে।



আমি জানি না, অ্যালবামে কতগুলো গান আছে।তবে আশা করি, দুইটি গানের মতোই ইউনিক এবং ভিন্নতা থাকবে।আপাতোত যেহেতু দুইটি গান রিলিজ হয়েছে সেহেতু একটি গান নিয়েই কথা বলি,
প্রথম গানের টাইটেল "The last of the songsarek"।এই গানের মাধ্যমে" সাংসারেক" ধর্মের কথা বলা হয়েছে,আরো অনেক কিছুই বলা হয়েছে, যদি বুঝতে পারেন আরিকি!যাক গে,এই গানটি নিয়ে বিস্তর আলোচনা করা যাবে।কিন্তুু আমি   "  Do'sia/Do'buk doka" গানটি নিয়েই স্বাচ্ছন্দ্যবোধ করবো।প্রথম গানটিও ভালো হয়েছে তবে সবেচেয়ে বেশি ভালো লেগেছে, "Do'sia/Do'buk doka"।আমার যদি ভুল না হয় তাহলে এইখানে-দামা,বাঁশি, গিটার,বেস গিটার,রাং  ব্যবহৃত হয়েছে।আমি যদিও মিউজিকের এত কিছু বুঝি না তবে সাধারণ শ্রোতা হিসাবে গানের সাথে মিউজিক জোশ লেগেছে,"জাস্ট ওয়াও"।নিজস্ব বাদ্যযন্ত্র ব্যবহার করেও যে এত সুন্দর মিউজিক করা যায়, তার উদাহারণ এই গান,যা বর্তমানে অকল্পনীয় না হলেও ইচ্ছা আর টাকার সংকট রয়েছে। 



"Do'sia/Do'buk doka"..

গানটি'র দুইটি ভাগ রয়েছে, প্রথম ভাগে সংস্কৃতি, ঐহিত্য,ইতিহাস সম্পর্কে, বর্তমান তরুণদের সামনে গানের মাধ্যমে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।দ্বিতীয় ভাগে "সাংসারেক "ধর্মের রীতি অনুসারে বিয়ের আয়োজন এবং বিয়ের শুরু থেকে শেষর দিক পর্যন্ত সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে।পুরোপুরিভাবে খাপেখাপ।যতবারি শুনি গানটি খুবই ইউনিক লাগে,এতদিন পর গারো গানের মধ্যে নতুনত্ব খুঁজে পেলাম।আমাকে যদি বলা হয় গানে এমনি কি আছে, যার জন্য এত ভালো লাগা?আমি সোজা উত্তরে বলবো,সাংসারেক ধর্ম সম্পর্কে বা গারোদের  ইতিহাস বা ঐহিত্য সম্পর্কে কিঞ্চিৎ  ধারণা থাকলেই বুঝতে পারবেন,আসলে কেন আমার পছন্দের তালিকায় গানটি রয়েছে।


আমি মনে করি, ব্যবসায়িক কথা বাদ দিয়ে যদি সামগ্রিক চিন্তা করি।তাহলে, অ্যালবামে দুইটি গান সফল, কেন না এখানে রয়েছে ভিন্নতা,নতুনত্ব এবং  আধুনিক ছোঁয়া।"রেরে"ব্যান্ডের  অন্যান্য গানের জন্য অপেক্ষায় থাকলাম...



শেষ কথা...

ও, আরেকটা কথা, মিউজিক ভিডিও করে দিলে আমার মতো সাধারণ শ্রোতাদের জন্য আরো ভালো হতো বা ভালো লাগতো।আমার মনে হলো আরিকি!আমার মনের প্রশ্ন, "রেরে" ব্যান্ডের কাছে,  ব্যাখ্যা জানতে চাই,কেন মিউজিক ভিডিও করা হলো না?



"রেরে"ব্যান্ডের জন্য শুভ কামনা।



"RERE BANDOFFICIAL".YOUTUBE CHANNEL-




No comments

Theme images by saw. Powered by Blogger.