116K সাবক্রাইবার গারো ইউটিউব চ্যানেল!

116K সাবক্রাইবার গারো ইউটিউব চ্যানেল!




দিন যত যাচ্ছে গারোদের ইউটিউব চ্যানেল তৈরির হিড়িক তত বাড়ছে।অনেক চ্যানেল ভালো কাজ করছে আবার অনেক চ্যানেলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে।তবে আশার কথা হলো,অনেক চ্যানেল ভালো কাজ করছে।নতুন আইডিয়া নিয়ে হাজির হচ্ছে,মানুষ দেখছে।সত্যিই মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই।অনেকগুলো চ্যানেল এখন ১ লাখ সাবক্রাইবার হওয়া পথে।হয়তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে।এখন তো সবাই করোনাভাইরাসের কারণে ঘরে এবং সবাই কমবেশি ভিডিও দেখে,ইউটিউব দেখছে।


বাংলাদেশের কেউ এখন পর্যন্ত ১ লাখ সাবক্রাইবার পূর্ন না করলেও ভারতের এই পর্যন্ত দুইটি চ্যানেল পেয়েছি যারা ইতিমধ্যে ১ লাখ সাবক্রাইবার পূর্ন করেছে। ইতিমধ্যে " A'chik Kobor" চ্যানেলটিও ১ লাখ ১৬ হাজার সাবক্রাইবার পেয়েছে,হয়তো ভবিষ্যতে আরো বাড়বে।এই চ্যানেলটি যাত্রা শুরু করে ৭ ফেব্রুয়ারি ২০১৮ সালে।পথ দীর্ঘ হলেও চ্যানেলটি ভালো কাজ করছে।


যারা ইউটিউবের ভিডিও দেখেন,সবার কাছে অনুরোধ থাকবে যারা যারা ভালো কাজ করে বাংলাদেশ হোক বা ভারত পারলে সাবক্রাইব করে দিবেন।কারণ আপনার একটি সাবক্রাইব তার কাজে গতি ও উৎসাহ বৃদ্ধি করে দিবে।


No comments

Theme images by saw. Powered by Blogger.