গারো পরিবারগুলোর জন্য ত্রাণ অতি জরুরি প্রয়োজন!


গারো পরিবারগুলোর জন্য ত্রাণ অতি জরুরি প্রয়োজন!





গারো পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী  অতি জরুরি প্রয়োজন হয়ে পড়েছে।আপনাদের অবগতির জন্য জানানো প্রয়োজন যে অতি সম্প্রতি একটি অনলাইন নিউজে করোনাভাইরাসের কারণে গারোদের অবস্থা সম্পর্কে নিউজ করা হয়েছে। যা নিউজের লিঙ্ক নিচে দেওয়া হলো।


আমাদের মাতৃ সংগঠন বা আদিবাসী নেতৃবৃন্দ যারা আদিবাসীদের নিয়ে কাজ করেন বা কাজ করছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল অতি দ্রুত সিলেটে অবস্থানরত গারোদের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।এই সংকট মুহূর্তে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত,তাই নয় কী!হতে পারে আমরা কেউ বাইরে যেতে পারছি না বা সাহায্য করার মতো অবস্থা নেই।তবে যেটুকুই পারি, যে ভাবেই পারি, আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে,এগিয়ে আসা উচিত।
আমি বিশ্বাস করি, এই সংকট মুহূর্ত আমাদের প্রত্যেকে একে অপরের কে সাহায্য করতে হবে।আমাদের সাম্যবোধ প্রথা কে  আবার প্রতিফলন ঘটাতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব আদিবাসী গ্রামেও তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে।সে-ইজন্য সবার সহযোগীতা কাম্য।


সবাই ভালো থাকুন,সুস্থ্য থাকুন,বাড়িতেই থাকুন।

No comments

Theme images by saw. Powered by Blogger.