মা'র স্মার্টফোন!
মা'র স্মার্টফোন!
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
তরুণ লেখক এবং ব্লগার
ছবি-রাঙামাটি। |
ক'দিন ধরেই ভাবছি বাড়ি যাবো,কিন্তুু অফিস থেকে কিছুতেই ছুটি দিচ্ছেনা। মাঝে মাঝে আনমনে ভাবি,কেন যে চাকরি করলাম! তার চেয়ে বরং ব্যবসা করলেই জীবন ঢের ভালো হতো।অনেক চাপাচাপির পরে অবশেষে ছুটি মিললো।তাতে কী!যেদিন যাবো সেদিন থেকেই ভাগ্য খারাপ।যাবো যাবো এমন সময় দিনরাত বৃষ্টি নামলো,টানা তিনদিন স্থায়ী করে নিলো।নতুন করে যে ছুটি নিবো সেটাও সম্ভব ছিল না।উপায় কী!ভাবতে ভাবতে মনে জিদ চেপে বসলো।চাকরি গেলে যাক, আমি বাড়ি যাবোই!মার জন্য সব করতে পারি।কতদিন হয় মাকে দেখি না,কতবার ফোন করেছে, বলেছে- বাড়িতে আসতে হবে।আমি যাবো যাবো করে এতদিন যাওয়া হয়ে উঠেনি।এইবার মাকে আর ফেরাবোনা,আমি যাওয়ার সিদ্ধাত নিলাম।
মায়ের জন্য কিছু কিনতে হবে কিনা কিছুক্ষণ ভাবলাম ফোন দিলাম, মা বললো,"কিছু কিনতে হবে না,তুমি বাড়িতে আসো,সেটাই অনেক"।আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার জন্য স্মার্টফোন বা বাটন ফোন কিনে নিয়ে যাবো,কি বলো?"বললো,"দরকার নেই"।
মা ছাড়া পৃথিবীতে আমার আত্নীয় স্বজন তেমন বলতে কেউ নেই।তাই মা'ই সবকিছু।কতবার বলেছি ফোন কিনে দিবো,কিন্তুু কিছুতেই ফোন ব্যবহার করবে না।তার কারণ কতবার জানতে চেয়েছি, সেইভাবে প্রকাশ না করলেও বুঝেছি ফোন চালাতে ও ব্যবহার করতে মা লজ্জা পায়।মায়ের বয়স ষাট তো হবেই।তার অনেক বান্ধবী মৃত্যুবরণ করেছে আবার অনেকই আছে।তবে কাউকে স্মার্টফোন ব্যবহার করতে শুনিনি,দেখিওনি।তাই আমিও কোনদিন জোর করিনি তাকে ফোন ব্যবহার করতেই হবে।যদি সে ফোন করে বা আমি ফোন করি পাশের বাড়িতে স্মার্টফোন আছে সেইটা দিয়েই কথা বলি। মাকে বার বার বলেছি কতবার তাদের কে বিরক্ত করবে!প্রতিদিন, বারবার ফোন চাওয়া,নিজের থাকলে সুবিধানা!কে শুনে কার কথা।কতবার যে বলেছি ফোন কিনে দিবো ব্যবহার কিভাবে করতে হয় শিখিয়ে দিবো,মার জিদের সাথে আমি হার মেনে যায়।
অনেকদিন পর বাড়িতে যাচ্ছি তাই মার জন্য কিছু জিনিস কিনলাম। জানি,তার জন্য কোন কিছু কমতি রাখিনি,তার পরেও মনের খোরাক জুগাতে পাঁচমিশালি পান সাথে জর্দা আরো তার প্রিয় সিলেটের সুপারি।
বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসলো,বাড়ির বাতি জ্বালানো হয়েগেছে। মা রান্না ঘরে রান্না করছে তাই গোসল করে দেখা করতে গেলাম।গিয়ে দেখি, অ-মা!মায়ের হাতে স্মার্টফোন! জিজ্ঞাসা করলাম,"আমাকে তো কিছুই বলো নাই স্মার্টফোন কিনেছো?"।প্রতি উত্তরে বললো,"কিনেছি গত সপ্তাহে,পাশের বাড়ির ছেলে বললো মোবাইলে এখন মানুষ দেখা যায়।তোমাকেও দেখতে পারবো তাই কিনেছি।সে-ই তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো জানি না কিভাবে তোমাকে দেখবো!"আমি বললাম,"কোন সমস্যা নাই আমিই তোমাকে শিখিয়ে দিবো।"
মা'র সাথে খাওয়া দাওয়ার পরে ফোন চালানোর কায়দাকানুন শিখিয়ে দিলাম।কিভাবে ভিডিও ফোন করতে হয় তাও শিখিয়ে দিলাম।ক্লান্ত ছিলাম বিধায় তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি আমার শরীর ভিজেগেছে।বুঝতে পারলাম মা এসে পানি ঢেলেছে। শৌভন ক'টা বাজে? কেউ দশটা পর্যন্ত ঘুমাই। উঠো, নাস্তা করো,বাজারে যেতে হবে, কুৎচিয়া মাছ কিনতে হবে।
শুয়ে শুয়েই চিন্তা করছি এইটা বাস্তব নাকি সত্যি!
নিজেকে চিমতি কেটে মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার স্মার্টফোন কোথায়?মা বললো," তুই উঠবি নাকি মাইর খাবি নাকি তোর বাপকে বলবো,তুই সিগারেট খাস !"
আমি,"না,আ-হা! ও,আচ্ছা"
No comments