জয়নাগাছা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে।


জয়নাগাছা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে।

ছবি-ফেইসবুক 



করোনাভাইরাসের কারণে জনজীবনে নেমে এসেছে ছন্দপতন সাথে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি।তা সত্ত্বেও মানুষের নিরাপদ থাকাটা অধিক জরুরি ও সংক্রমণ যেন না হয় সাবধান থাকাই শ্রেয়। এ যেন মানুষের জন্য মস্ত বড় শাস্তি, হয়তোবা হ্যাঁ অথবা  না!

এই কঠিন সময়ে সেচ্ছাসেবী হিসাবে অনেক সংগঠন কাজ করে চলছে,কাজ করছে ব্যক্তি উদ্যোগেও।শহর থেকে গ্রাম সব জায়গাতে মানুষ জন সচেতন হচ্ছে,সচেতন করাচ্ছে,সাবধানে থাকছে।অনেক এলাকাতে নিজেদের উদ্যোগে গ্রামে গ্রামে জীবাণুনাশ স্প্রে করছে, উৎসাহীত করাচ্ছে।

তবে গারো গ্রামগুলোতে এই উদ্যোগগুলো তুলনামূলক অনেক কম।তবুও কিছু কিছু গ্রামে কাজ হচ্ছে কাজ করছে।
আজকে দেখলাম,জয়নাগাছা গ্রামবাসীর উদ্যোগে গ্রামের ১৮৫টি পরিবার ও গ্রামের দোকানগুলোতে ও যানবাহনে জীবাণুনাশ  স্প্রে করা হয়েছে।সেখানে মনিটরিং এর দায়িত্ব ছিলেন ১১ নং শোলাকুড়ি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর মাননীয় মেম্বার  Rongit Nokrek
সহ মনিটরিং দায়িত্বে ছিলেন..কাজল চিসিম
Klanto P. Nokrek, Darpon Daniel Dofo Lihon Mree Chinmoy Nokrek Nihir Snal  Eugine Mrong লিমন দালবত,দিগন্ত নকরেক, Planto Nokrek   জেভিয়ার নকরেক, Mitil Sangma।


ছবি-ফেইসবুক 



যারা কাজ করেছে বা যারা কাজ তত্বাবধান করেছে প্রত্যেকে প্রশংসার দাবীদার। এই সংকট মুহূর্তে নিজেদের জীবন ঝুঁকি রেখে যারা কাজ করছে সত্যই জাতির জন্য গর্ব।জয়নাগাছা ছাড়াও আগে সাইনামারি গ্রামে জীবাণুনাশ স্প্রে করা হয়েছে।এই কাজগুলো যেন থেমে না থাকে।এবং সবেচেয়ে বড় কথা, যেন কেউ না খেয়ে থাকে।

সবাই সুস্থ্য থাকুন,বাড়িতে থাকুন,সচেতন থাকুন।

No comments

Theme images by saw. Powered by Blogger.