চাকচিক্যের বাস্তবতা,হামের প্রাদুর্ভাব!



চাকচিক্যের বাস্তবতা,হামের প্রাদুর্ভাব!

জাডিল মৃ
তরুণ লেখক

JADIL MRI






যদি বলি আমরা চাকচিক্যের বাস্তবতায় আছি,সেটা বলা অবশ্যই সত্য হবে;তা নয় কী!বললে তো অনেক কিছুই বলা যায় তবে কেনইবা বলছি "চাকচিক্যের বাস্তবতা"।সেটাই এখন অতি জরুরি প্রয়োজন আলোচনার মাধ্যমে বাস্তব সত্য কথা উদঘাটন করা।কিছুদিন ধরে পার্বত্য চট্রগ্রামের খবর দেখছি,পাহাড়ের শিশুরা হাম রোগে আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে, যা সত্যিই উদ্বেগ্নজনক নিউজ।আমি ভাবছি,আমরা কতটাই এত উন্নতি করেছি,হয়েছি, হচ্ছি যে, এই সময়ে এসেও হামে আক্রান্ত হয়ে মারা যায়।আমরা মধ্যম আয়ের দেশ হতে চলেছি, আত্ননির্ভরশীল হচ্ছি,জিডিপি হার বাড়ছে,অমুক বাড়ছে সমুক বাড়ছে।তবুও আমরা দেখছি, যে রোগের টিকা আছে তা সত্ত্বেও শিশুরা মারা যাচ্ছে, তাহলে প্রশ্ন থেকেই যায়,কেমন করে? কীভাবে সম্ভব?হ্যাঁ, সম্ভব!কারণ,পাহাড়ে টিকাদান কর্মসূচি নেওয়া হয়নি,টিকা প্রদান করা হয়নি।অনেকে বলবে দুর্গম পাহাড়,তাই হয়তো! আচ্ছা, তাই?

শিশুরা যে মারা যাচ্ছে আক্রান্ত হচ্ছে এখানে অজুহাতের কারণ দেখি না,কারণ ছিল না, সবকিছুই রাষ্ট্রের ব্যর্থতা। একমত হবেন?



সারা দুনিয়া জুড়ে করোনাভাইরাসে কারণে দেশ-সহ সবকিছুই লকডাউন।পাহাড়েও তার ব্যতিক্রম নয়,সেখানেও ভাইরাসের প্রভাব পড়েছে।পাহাড়ে ভাইরাসের সাথে আরো বাড়তি যোগ হয়েছে হাম রোগের প্রাদুর্ভাব। তাহলে বুঝতেই পারছি,পাহাড়ের অবস্থা কেমন?কেমন চলছে সেখাকার চিকিৎসা ব্যবস্থা! খাবার-দাবার এর কথা বাদি দিলাম।তারা যে কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা উপলদ্ধি করতে পারবো কি?নিশ্চয় হ্যাঁ অথবা না।



তবে আশার কথা হচ্ছে সরকারি বা বেসরকারি থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে,কাজ করছে।কিন্তুু যা ক্ষতি হয়েছে তা তো হয়েছেই।এইখান থেকেই রাষ্ট্র শিক্ষা নিবে কীনা আমি জানি না।ভবিষ্যতেও যদি এমন হয় তাহলে কী বলা উচিত আমার জানা নেই। বিশ্বাস করি ভবিষ্যতে এমন হামের প্রাদুর্ভাব হবে না।প্রার্থনা করি  শিশুরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।স্বাভাবিক জীবনে ফিরে আসে এই কামনা করি।


পার্বত্য চট্রগ্রামের সাজেক,লামা,রুমা আলীকদম ও দীঘিনালা উপজেলার শিশুরা হামে আক্রান্ত। এই উপজেলাগুলোর  নাম শুনলে দু'চোখ ভরে ভেসে আসে পাহাড়,ঝর্ণা,পাহাড়ি মেয়ে,পিকনিক স্পট ও বিনোদনের জায়গা,আরো কত কী! আমরা হয়তো ভিডিও কিংবা লোকেমুখে শুনেছি সেখাকার সৌন্দর্যের কথা কিন্তুু এইটা কম শুনি  অথবা শুনি নাই যে, এত চাকচিক্যের ভেতরে লুকিয়ে আছে কতশত মানুষের যন্ত্রণা,বেদনা,কান্না ও স্বপ্ন ভঙ্গের ইতিহাস!পর্যটনের নামে সেখাকার মানুষেরা কত যে যন্ত্রণা মধ্যে আছে চোখে না দেখলে বুঝতেই পারবো না।

আমরা পর্যটনের বিজ্ঞাপন দেখেছি চাকচিক্য দেখেছি, কিন্তু লুকায়িত বাস্তবতা দেখছি কি?সে-ই জন্যই বলেছি, এই চাকচিক্যের বাস্তবতাতে, হামের প্রাদুর্ভাব।


কিছু নিউজের 

স্ক্রিনশট দেওয়া হলো..






















No comments

Theme images by saw. Powered by Blogger.