Angni A.chik School
জা'ডিল মৃ
খুব বাজে সময় পার করতে হচ্ছে, প্রথমে খুব হতাশ হয়েছিলাম,মনোবল আবার ঠিক ছিল।কাজ শুরুর আগে যেমনটা সাহায্যের আশা করেছিলাম,যাদের উপর ভরসা করতে শুরু করেছিলাম,সেই আশাটা করা আমাদের ভুল ছিল। তবুও আমরা পিছপা হয়নি,আমরা আমাদের মত করে এগিয়ে যাচ্ছি।আমরা আমাদের সমস্যার কথা জানি সংকটের কথা জানি ঝুঁকির কথা জানি তা সত্ত্বেও আমরা যে কজন আছি আমাদের মনোবল একি আছে। আমাদের প্রত্যয় নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি।নিজেকে প্রশংসা করার জন্য বলছি না আমার স্বপ্ন আমাদের স্বপ্নের কথা বলছি।
আমার স্বপ্ন ছিল, আমাদের একটা স্কুল থাকবে যেখানে ছোট বাচ্চারা নিজের মাতৃভাষায় লেখাপড়া করবে,গান করবে,কবিতা লিখবে, নাটক করবে,নাচবে,লেখক হবে, আর্ট করবে প্রভৃতি এলোমেলো কি সব ভাবতাম। আমার ভাবনার কথা আমি বন্ধুদের বলি তখন শুধু এটা আমার স্বপ্ন নয়, আমাদের স্বপ্ন হয়ে যায়।আমাদের মাঝে কিছু মর্তপার্থক্য থাকলেও সিদ্ধাত নিই আমরা" আংনি আচিক স্কুল "নামে একটি স্কুল খুলব।যদিও অনেকের কাছে পাগলামির সমান মনে হবে ব্যাপারটা , তা সত্ত্বেও আমরা পাগলামিটাই বেচে নিয়েছিলাম।
অনেকের মনে খুব ভাবনার খোরাগ জুগাবে আমাদের বিলাশবহুল স্বপ্নের জন্য,শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থাকবে,আমরা পারবো কিনা?হ্যাঁ,সেটাই আমরা চ্যালেঞ্জেরর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।আমাদের স্বপ্ন বাস্তবায়নে যদি ব্যর্থ হয় তবুও আমাদের মনের ভেতর একটা তৃপ্ত অনুভব হবে। যদি না করতাম তাহলে মনের ভেতর কুটকুটানি থাকতো, কাজটা করে যদিও ব্যর্থ হয়, মনের ভেতর সামান্যটুকু হলেও সান্ত্বনা থাকবে, আমরা চেষ্টা তো করেছিলাম।আমাদের সিদ্ধাত যদি ভুলোও হয় আমরা ভুল মাথা পেতে নিতে রাজি আছি।
সেই স্বপ্ন পূরর্ণে দীর্ঘ দিন চিন্তা করে, ভাবনা গুলো সাজিয়ে স্কুল করা জন্য সিদ্ধাত নিই।আমরা জানি না কতদূর যেতে পারব, আমরা জানি না আদৌ সম্ভব কিনা,আমরা জানি না কত দিন চালু রাখতে পারব, আমরা জানি না শেষ পর্যন্ত কতজন সাথে থাকবে, আমরা জানি না কত সমালোচনা সহ্য করতে হবে।এত সবকিছু পরেও আমরা কাজ করতে চাই, আমাদের স্বপ্নের স্কুলেরর জন্য।খুব কষ্ট হয় যখন শেষ বেলায় এসে দূরে সরে যায় কাছের মানুষজন কেমন যেন অচেনা লাগে ।মনে হয় হয়তোবা কোনদিন দেখা সাক্ষাৎ হয়নি আমাদের, আমাদের খুব অপরিচিত লাগে।প্রথম থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,তবুও আমাদের কাজ অনেক দূর এগিয়ে।আমরা যাদের কাছে বেশি আশা করেছিলাম সবকিছুর জন্য,তার চাইতে ভালো সাড়া পাচ্ছি আমাদের বন্ধু বান্ধব বিশেষ কাছের মানুষ জন, যাদের কথা ভুলে বসে ছিলাম।বিশেষ ভাবে আমি আবেগে আপ্লুত হয়ে যায়, যখন যাদের কথা স্মরণেই ছিল না তারাই আজ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
আমরা জানি আমাদের লক্ষ পৌঁছানো সম্ভব নয়,আমাদের ব্যর্থতা থাকবে সমালোচনা থাকবে ব্যর্থ পরিকল্পনা থাকবে সবকিছু সত্ত্বেও না চাইতেও ভুল করতে চাই।ভুল থেকে বিশাল কিছু শিক্ষা নিতে আমরা প্রস্তুুত।অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাইতে পারে সবকিছু প্রশ্নের উত্তর দিতে রাজি,তবে শর্ত একটাই আমাদের মত করে বলতে দিতে হবে, আমাদের কথা।
খুব সাহস পাচ্ছি এই জন্য যে, কোন বড় মুরব্বি দিদি বা ভাই এতটুকু সাহায্যের হাত না বাড়ালেও,আমাদের পরিচিত বন্ধু বান্ধব বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রত্যেক জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যাদের কে পরিকল্পনারর কথা বলেছি প্রত্যেকজন দিতে রাজি, না চাইতেও আরো বেশি কিছু দিতে প্রস্তুত। মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যমান মনে হয় এমন বন্ধু বান্ধব পেয়েছি, আসলে খুব কাজের, স্বার্থবাদী না,ভালো কাজে সব সময় পাশে থাকে(সবাই না আবার বিশেষ কিছু মানুষ থাকে) ।আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে "আপসান "আচিক ব্র্যান্ড এবং "থকবিরিম "আচিক প্রকাশনী। আশা করি আমরা একটা ভালো কাজ করতে পারব।যাদের কে এখনো বলা হয় নাই, স্মরণে ছিল না,তাদের প্রত্যেক জনকে অনুরোধ জানাব যদি সাহায্যের একান্ত ইচ্ছা থাকে,তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।আমাদের খুব সাহায্যের দরকার, আপাততো এখন পর্যন্ত।অনেক কাজ এখনো বাকি,সমস্যাগুলো এখন প্রকট,সমাধান অতি জরুরি।
এর আগে অনেকে প্রজেক্ট নিয়ে কাজ করছে মাতৃভাষা নিয়ে কিন্তুু কোনটাই দীর্ঘ স্থায়ী লাভ করেনি বা কতটুকু অগ্রসর হতে পেরেছিল তা আমি জানি না।আমরা এমন পরিকল্পনা হাতে নিয়েছি সেটা যেন প্রজেক্ট ভিত্তিক না হয়,দীর্ঘ বছর যেন সার্ভিস দিতে পারি।আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করতে চাই,যে পরিবেশে সবকিছুর মূল্যে থাকব আমরা,আমাদের জাতি,ভাষা,সংস্কৃতি, রীতিনীতি, প্রচলিত আইন,মাতৃতান্ত্রিক ব্যবস্থা,আধুনিক চিন্তার ক্ষেত্র প্রভৃতি।আমাদের কাছে বিশাল কিছু হতে যাচ্ছে, আমাদের পরিকল্পনা যদি সার্থক হয়,তাহলে আমরা পরিবর্তনের ডাক দিব,সংস্কারের ডাক দিব।
আমাদের সমস্ত কিছু স্বার্থের উর্ধ্বে রেখে আমরা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের ইচ্ছা আছে প্রত্যেক গ্রামে স্কুল বানাবো ,তাছাড়াও যদি পরিকল্পনাা মাফিক হয়, গারো জাতিগোষ্ঠী মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না আরো স্কুল করতে চাই প্রত্যেক মাতৃভাষার জন্য,প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য।
আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সব সময় পাশে আছে সাহায্য করে চলছে, উৎসাহ দিয়ে যাচ্ছে,আমার বন্ধু আপনজন প্রত্যেকে সুখে থাকুক জীবন বিকশিত হোক।
মনের ভিতর বার বার একটি বাক্য ঘুরপাক খাই,"যে মানুষ বিপদের সময় থাকবে না, পাশে দাঁড়াবে না, খুশির সময় তার দরকার নেই আমাদের"।
খুব বাজে সময় পার করতে হচ্ছে, প্রথমে খুব হতাশ হয়েছিলাম,মনোবল আবার ঠিক ছিল।কাজ শুরুর আগে যেমনটা সাহায্যের আশা করেছিলাম,যাদের উপর ভরসা করতে শুরু করেছিলাম,সেই আশাটা করা আমাদের ভুল ছিল। তবুও আমরা পিছপা হয়নি,আমরা আমাদের মত করে এগিয়ে যাচ্ছি।আমরা আমাদের সমস্যার কথা জানি সংকটের কথা জানি ঝুঁকির কথা জানি তা সত্ত্বেও আমরা যে কজন আছি আমাদের মনোবল একি আছে। আমাদের প্রত্যয় নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি।নিজেকে প্রশংসা করার জন্য বলছি না আমার স্বপ্ন আমাদের স্বপ্নের কথা বলছি।
আমার স্বপ্ন ছিল, আমাদের একটা স্কুল থাকবে যেখানে ছোট বাচ্চারা নিজের মাতৃভাষায় লেখাপড়া করবে,গান করবে,কবিতা লিখবে, নাটক করবে,নাচবে,লেখক হবে, আর্ট করবে প্রভৃতি এলোমেলো কি সব ভাবতাম। আমার ভাবনার কথা আমি বন্ধুদের বলি তখন শুধু এটা আমার স্বপ্ন নয়, আমাদের স্বপ্ন হয়ে যায়।আমাদের মাঝে কিছু মর্তপার্থক্য থাকলেও সিদ্ধাত নিই আমরা" আংনি আচিক স্কুল "নামে একটি স্কুল খুলব।যদিও অনেকের কাছে পাগলামির সমান মনে হবে ব্যাপারটা , তা সত্ত্বেও আমরা পাগলামিটাই বেচে নিয়েছিলাম।
অনেকের মনে খুব ভাবনার খোরাগ জুগাবে আমাদের বিলাশবহুল স্বপ্নের জন্য,শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থাকবে,আমরা পারবো কিনা?হ্যাঁ,সেটাই আমরা চ্যালেঞ্জেরর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।আমাদের স্বপ্ন বাস্তবায়নে যদি ব্যর্থ হয় তবুও আমাদের মনের ভেতর একটা তৃপ্ত অনুভব হবে। যদি না করতাম তাহলে মনের ভেতর কুটকুটানি থাকতো, কাজটা করে যদিও ব্যর্থ হয়, মনের ভেতর সামান্যটুকু হলেও সান্ত্বনা থাকবে, আমরা চেষ্টা তো করেছিলাম।আমাদের সিদ্ধাত যদি ভুলোও হয় আমরা ভুল মাথা পেতে নিতে রাজি আছি।
সেই স্বপ্ন পূরর্ণে দীর্ঘ দিন চিন্তা করে, ভাবনা গুলো সাজিয়ে স্কুল করা জন্য সিদ্ধাত নিই।আমরা জানি না কতদূর যেতে পারব, আমরা জানি না আদৌ সম্ভব কিনা,আমরা জানি না কত দিন চালু রাখতে পারব, আমরা জানি না শেষ পর্যন্ত কতজন সাথে থাকবে, আমরা জানি না কত সমালোচনা সহ্য করতে হবে।এত সবকিছু পরেও আমরা কাজ করতে চাই, আমাদের স্বপ্নের স্কুলেরর জন্য।খুব কষ্ট হয় যখন শেষ বেলায় এসে দূরে সরে যায় কাছের মানুষজন কেমন যেন অচেনা লাগে ।মনে হয় হয়তোবা কোনদিন দেখা সাক্ষাৎ হয়নি আমাদের, আমাদের খুব অপরিচিত লাগে।প্রথম থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,তবুও আমাদের কাজ অনেক দূর এগিয়ে।আমরা যাদের কাছে বেশি আশা করেছিলাম সবকিছুর জন্য,তার চাইতে ভালো সাড়া পাচ্ছি আমাদের বন্ধু বান্ধব বিশেষ কাছের মানুষ জন, যাদের কথা ভুলে বসে ছিলাম।বিশেষ ভাবে আমি আবেগে আপ্লুত হয়ে যায়, যখন যাদের কথা স্মরণেই ছিল না তারাই আজ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
আমরা জানি আমাদের লক্ষ পৌঁছানো সম্ভব নয়,আমাদের ব্যর্থতা থাকবে সমালোচনা থাকবে ব্যর্থ পরিকল্পনা থাকবে সবকিছু সত্ত্বেও না চাইতেও ভুল করতে চাই।ভুল থেকে বিশাল কিছু শিক্ষা নিতে আমরা প্রস্তুুত।অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাইতে পারে সবকিছু প্রশ্নের উত্তর দিতে রাজি,তবে শর্ত একটাই আমাদের মত করে বলতে দিতে হবে, আমাদের কথা।
খুব সাহস পাচ্ছি এই জন্য যে, কোন বড় মুরব্বি দিদি বা ভাই এতটুকু সাহায্যের হাত না বাড়ালেও,আমাদের পরিচিত বন্ধু বান্ধব বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রত্যেক জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যাদের কে পরিকল্পনারর কথা বলেছি প্রত্যেকজন দিতে রাজি, না চাইতেও আরো বেশি কিছু দিতে প্রস্তুত। মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যমান মনে হয় এমন বন্ধু বান্ধব পেয়েছি, আসলে খুব কাজের, স্বার্থবাদী না,ভালো কাজে সব সময় পাশে থাকে(সবাই না আবার বিশেষ কিছু মানুষ থাকে) ।আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে "আপসান "আচিক ব্র্যান্ড এবং "থকবিরিম "আচিক প্রকাশনী। আশা করি আমরা একটা ভালো কাজ করতে পারব।যাদের কে এখনো বলা হয় নাই, স্মরণে ছিল না,তাদের প্রত্যেক জনকে অনুরোধ জানাব যদি সাহায্যের একান্ত ইচ্ছা থাকে,তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।আমাদের খুব সাহায্যের দরকার, আপাততো এখন পর্যন্ত।অনেক কাজ এখনো বাকি,সমস্যাগুলো এখন প্রকট,সমাধান অতি জরুরি।
এর আগে অনেকে প্রজেক্ট নিয়ে কাজ করছে মাতৃভাষা নিয়ে কিন্তুু কোনটাই দীর্ঘ স্থায়ী লাভ করেনি বা কতটুকু অগ্রসর হতে পেরেছিল তা আমি জানি না।আমরা এমন পরিকল্পনা হাতে নিয়েছি সেটা যেন প্রজেক্ট ভিত্তিক না হয়,দীর্ঘ বছর যেন সার্ভিস দিতে পারি।আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করতে চাই,যে পরিবেশে সবকিছুর মূল্যে থাকব আমরা,আমাদের জাতি,ভাষা,সংস্কৃতি, রীতিনীতি, প্রচলিত আইন,মাতৃতান্ত্রিক ব্যবস্থা,আধুনিক চিন্তার ক্ষেত্র প্রভৃতি।আমাদের কাছে বিশাল কিছু হতে যাচ্ছে, আমাদের পরিকল্পনা যদি সার্থক হয়,তাহলে আমরা পরিবর্তনের ডাক দিব,সংস্কারের ডাক দিব।
আমাদের সমস্ত কিছু স্বার্থের উর্ধ্বে রেখে আমরা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের ইচ্ছা আছে প্রত্যেক গ্রামে স্কুল বানাবো ,তাছাড়াও যদি পরিকল্পনাা মাফিক হয়, গারো জাতিগোষ্ঠী মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না আরো স্কুল করতে চাই প্রত্যেক মাতৃভাষার জন্য,প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য।
আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সব সময় পাশে আছে সাহায্য করে চলছে, উৎসাহ দিয়ে যাচ্ছে,আমার বন্ধু আপনজন প্রত্যেকে সুখে থাকুক জীবন বিকশিত হোক।
মনের ভিতর বার বার একটি বাক্য ঘুরপাক খাই,"যে মানুষ বিপদের সময় থাকবে না, পাশে দাঁড়াবে না, খুশির সময় তার দরকার নেই আমাদের"।
No comments