হলি গ্রেইল এক রহস্যের নাম

Jadil Mri






হলি গ্রেইল এক রহস্যের নাম



হলি গ্রেইল আসলে কি তা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করে বলতে পারেনি।তবে ধারণা করা হয়, হলি গ্রেইল হলো সেই পানপাত্র যেটা দিয়ে যীশু মৃত্যুর আগে শেষ ভোজ করেছিলেন।হলি গ্রেইল নিয়ে অনেক মুভি,বই,কল্পকাহিনী, মিথ বের হয়েছে।কেউ কেউ দাবি করে হলি গ্রেইল হলো, যীশুর শেষ পানপাত্র আবার অনেকে দাবি করে হলি গ্রেইল কোন পানপাত্র নয় এটা একটা কোড যেটা কিনা ম্যারি ম্যাগদালেন নামক একজন নারী।জানা যায়,হলি গ্রেইল রক্ষার্থে অনেক গুলো গুপ্ত সংঘ তৈরি হয় যার মধ্যে আছে বিখ্যাত ফিশার কিং এবং নাইটস টেম্পলাররা।

অনেক গির্জা এবং যাদুঘর দাবি করে তাদের কাছে আসল হলি গ্রেইল রয়েছে, এখন বিশ্বাস করাটাই মুশকিল হয়ে যায়,আসলে সত্যিকারের হলি গ্রেইল কার কাছে। তবে ড্যান ব্রাউনের " দ্যা ভিঞ্চি কোড "উপন্যাসে দাবি করা হয় উল্লেখিত রোসালিন চ্যাপেলে রক্ষিত তথাকথিত হলি গ্রেইল দেখতে অনেক মানুষ এখানে ভিড় জমায়।ধারণা করা হয়, এই পানপাত্র টি খ্রিষ্টপূর্বাব্দ ২০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্বাব্দ ১০০ অব্দের মাঝামঝি সময়ে তৈরি করা হয়।হলি গ্রেইল নিয়ে অনেক মানুষের আগ্রহ রয়েছে তবে রহস্য  রহস্যময় থেকে গেছে, আসল রহস্য কেউ আজ পর্যন্ত উম্মোচন করতে পারেনি।

No comments

Theme images by saw. Powered by Blogger.