ধন্যবাদ, মান্দিদের অনলাইন মার্কেট"আপসান-Apsan"
Jadil Mri
টাকা পেয়েছি
এই সপ্তাহ ধরে খুব চিন্তায় ছিলাম,কেমনে কি করবো!টাকা মেনেজ হবে কিনা,কোথা থেকে পাবো? আরো নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল।স্কুল নিয়ে আমাদের কত যে স্বপ্ন, বুঝানোটা বড়ই মুশকিল। সারাদিন মাথায় থাকতো আমাদের কাছে টাকা নাই,কি করা যায়?কারো কাছে না পেয়ে ফেইবুকে পোস্ট দিলাম কারন আমাদের টাকা দরকার ছিল।টাকা ছাড়া তো কোন কিছু করা সম্ভব নয়।পোস্ট দেওয়ার সাথে সাথে সাড়া পেলাম, আমাদের টাকা মেনেজ হয়ে গেল।আমি ভাবি নাই,এত তাড়াতাড়ি টাকা মেনেজ হয়ে যাবে।আমার বিশ্বাস ছিল যে কেউ একজন তো দিবেই।তাই বলে সাথে সাথে টাকা পাওয়ার আশা করিনি।আমি দিদির কাছে ব্যক্তিভাবে এবং"জুমাং'কো রিম্ম'না " পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
পরিষ্কার হওয়ার জন্য বলি,আমাদের বই এর টাকা মেনেজ হয়ে গিয়েছিল।কিন্তুু উদ্বোধনের সময় আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়।সেহেতু আমাদের কিছু টাকার সংকট চলছিল।আমরা কোন ভাবে মেনেজ করতে পারছিলাম না কারন আমাদের হাতে কারো কাছে আপাতোত টাকা ছিল না ।কোন উপায় না পেয়ে আমরা ফেইবুকে পোস্ট দিই।সাথে সাথে আমাদের জন্য সাহায্যেরর হাত বাড়িয়ে দেয় মান্দিদের একমাত্র ডিজিটাল ই কর্মাস সাইট অনলাইনের পণ্য কেনার মাধ্যম "আপসান-Apsan"।আমরা অত্যন্ত আন্দিত যে আমাদের সমস্ত চিন্তার অবসান ঘটলো, আপাতোত।"Apsan" এর মতো যদি সাহায্য করার মন মানসিকতা লোক পাওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের স্কুল দ্রুত প্রসার লাভ করবে।
আমাদের অনেক কিছু এখন করা বাকি।আপাতোত ছোটদের জন্য খেলনা কিনতে হবে,আমাদের অগ্রগামী পূর্বপুরুষদের ছবি বানাতে হবে,ক্লাশ রুম সাজাতে হবে আরো অনেক কিছু।"জুমাং'খো রিম্ম'না " আরো সাহায্যের আশা করে।"জুমাং'খো রিম্ম'না'র" সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
No comments