আমার "জুমাং'খো রিম্ম'না ",ভালোবাসা!
Jadil Mri
![]() |
Jumang'kho Rim'na |
আমার "জুমাং'খো রিম্ম'না ",ভালোবাসা!
আমরা চাই আমাদের সমাজকে আমূল পরিবর্তন করতে।যদিওবা একবারে পরিবর্তন সম্ভব নয় তথাপি যতটুকু পারা যায়,করতে চেষ্টা করে যাবো।কিন্তুু পরিবর্তনে মূল শেখর হচ্ছে কোন কিছু শিখা,কোন কিছু জানা।আমি যদি কোন কিছু শিখতে না পারি তাহলে তো পরিবর্তন সম্ভব নয়।আর কোন কিছু শিখতে হলে দরকার প্রচুুর পড়াশুনা,ঘুরা, বিভিন্ন সাংস্কৃতির সাথে যুক্ত থাকা,অনুভবের জায়গাটা সৃষ্টি করা এবং প্রশিক্ষণের ক্ষেত্রটা তৈরি করা মানে যে কোন প্রশিক্ষণ নিতে প্রস্তুত থাকা।সেই জন্য যে কোন পরিস্তিতি মোকাবেলা করার জন্য চাই আগাম প্রস্তুতি।
Jumang'kho Rim'na
আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় দুই বছর ধরে পাঠ্যচক্র করছি।পাঠ্যচক্র ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা মূলক ভ্রমণ করে থাকি।যেখান থেকে কিছু না কিছু আমরা শিক্ষতে চেষ্টা করি।এছাড়াও আমরা নিজের মাতৃভাষায় ভূটিয়া গ্রামে মধুপুর উপজেলায় মাতৃভাষার একটা স্কুল চালু করেছি। আমাদের ইচ্ছা এই স্কুল সারা দেশে ছড়িয়ে দেওয়া।আমাদের আবিমার(মধুপুর) কথা যদি ধরি তাহলে প্রায় ৭০/৮০ মত স্কুল লাগবে।যদিও আমাদের কাজগুলো অনেক ছোট এবং ছোট আকারে পরিচালনা করছি। তবে বিশ্বাস করি এর কার্যক্রম আরো অনেক বড় হবে,আমাদের স্বপ্নের চেয়েও হবে আরো বিশাল।
আমার কাছে মনে হয়,একটি সংগঠনের জন্য প্রয়োজন কিছু নিবেদিত কর্মী। নেতার চাইতে দরকার কর্মী,নেতৃত্বের গুণাবলী, কিছু যুক্তিক পরিকল্পনা,কর্ম পরিবেশ,কর্মীর কাজের আগ্রহ এবং পরিশেষে দরকার বাজেট।বাজেট মানে টাকা ছাড়া কোন কিছু করা দুষ্কর হয়ে যায়।
বর্তমান সময়ে এসে মানে আজকের দিনে এসে মনে হচ্ছে"জুমাং'খো রিম্ম'না "আমাদের যে দল, সেটা যে শুরু করেছিলাম আমরা যারা শুরু থেকে ছিলাম, এখন পর্যন্ত আছি, আমি মনে করি আমরা স্বার্থ।কেন না আমাদের চাইতে আমাদের চেয়ে অনেক ছোট ছোট উদ্যোগক্তা অনেক এগিয়ে অনেক আপডেট। তাদের সাথে যদি তুলনা করতে চাই আমরা কিছুই না। তবে এটাই খুশির খবর হচ্ছে যে আমরা অল্প কিছু আর যাই করি না কেন! কিছু একটা তো করছি কিছু করার চেষ্টা তো করছি। আজ না হোক কাল না হোক আমরা আগামী দিনে সফল হবোই।যদিও আমাদের পরিকল্পনা বা চাওয়া মোটামোটি পূরর্ণ হচ্ছে। তথাপি আমি সেটা সফল বলব না কারন এখনো আমাদের অনেক কাজ বাকি।আমরা হয়তো জানি না এখনো, আসলে আমাদের কি কি ঘাটতি রয়েছে।কিন্তুু আজকে প্রশিক্ষণে এসে আমি সেটা দারণ ভাবে বুঝতে পারছি।
আমাদের কি করা দরকার, কি করতে হবে।
আমাদের কি করা দরকার, কি করতে হবে।
আমি আমার সহযোদ্ধাদের প্রত্যেক কে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা।কারন আমরা এমন একটা জায়গা বা প্লাটফর্ম তৈরি করতে পেরেছি যা আমাদের গর্ব এবং আমরা প্রশংসার দাবিদার।
সত্যিই "জুমাং'খো রিম্ম'না "অনেক সুন্দর।
কল্পনা চাইতেও সুন্দর, "জুমাং'খো রিম্ম'না "দীর্ঘ জীবি হোক।
কল্পনা চাইতেও সুন্দর, "জুমাং'খো রিম্ম'না "দীর্ঘ জীবি হোক।
প্রত্যেক সদস্যদের জানাই আবার ভালোবাসা।
No comments