ফিনিক্স পাখি ;ভস্মীভূত থেকে পুর্নজম্ম।
Jadil Mri
আবার ফিনিক্স পাখি মূলত গ্রিক শব্দ,ফিনিক্স শব্দের অর্থ হচ্ছে"রক্তলাল"।বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ফিনিক্স পাখি বিভিন্ন নামে পরিচিতি পেলেও ফিনিক্স পাখির যে মূল আইডিয়া বা রুপকথা বা পৌরাণিক সেটা একি,সেটা আমরা পৌরাণিক কাহিনী পড়লেই দেখতে পাবো ।
ফিনিক্স পাখিকে সৌভাগ্যের চাবিকাঠি ধরা হয়।বর্তমান সময়ে তরুণ প্রজম্মের কাছে ফিনিক্স পাখি আরো জনপ্রিয়তা লাভ করে যখন জে কে রোলিং তার হ্যারি পটার সিরিজে ফিনিক্স পাখির কথা উল্লেখ্য করেন।
ফিনিক্স পাখি ;ভস্মীভূত থেকে পুর্নজম্ম।
পৌরাণিক কাহিনী থেকে আমরা অনেক কিছুই জানতে পারি।কাহিনী গুলো হয়, হয়তো সত্য আবার হয়তো মিথ্যা।সেই পৌরাণিক উৎস থেকেই আমরা জানতে পারি ফিনিক্স পাখির কথা।খুব ছোটবেলায় ফিনিক্স পাখি নিয়ে একটি লেখা পড়েছিলাম এবং বক্তার কথা শুনেছিলাম।খুব আগ্রহ নিয়ে ফিনিক্স পাখির কথা শুনেছিলাম বলে আমার এত ভালো লেগেছিল যে আমি খুব আবেগী হয়ে পড়েছিলাম,আমার চিন্তায় ঘুরপাক খেতে লাগলো। আমিও যদি ফিনিক্স পাখির মতো হতে পারতাম, তাহলে আমি আজীবন পৃথিবীতে থাকতে পারতাম।আমার কোন দিন মৃত্যু হতো না।আমি বার বার জম্মগ্রহন করতাম আমি পৃথিবীর শেষ পর্যন্ত থাকতাম, যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংশ না হয়।
আজকে হঠাৎ করেই ফিনিক্স পাখির কথা মনে পড়লো।আমি আবার ছোটবেলায় চলে গেলাম, আমি ছোট বেলায় যেমনটা ভেবেছিলাম আমি ফিনিক্স পাখি হবো। আজকেও তেমনি ভাবে খুব ইচ্ছে করছে আমি ফিনিক্স পাখি হবো।আ-হা! যদি হতে পারতাম!যতদিন পর্যন্ত মৃত্যুর স্বাদ নেওয়ার ইচ্ছা হতো না ততদিন বেঁচে থাকতাম আমার ভালোবাসার পৃথিবীতে। মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়াতাম পৃথিবীর প্রতিটি জায়গায়,প্রতিটি কোণায়। সব জায়গা আমার দখলে থাকতো আমি বিচরণ করে বেড়াতাম, মনের সুখে।জীবনটা অন্য রকম হতো যেখানে যেখানে অসহ্যের জায়গা থাকতো মানে যেখানে সুখ থাকতো না সবকিছু ধ্বংশ করে দিতাম।শুধু চাইতাম পৃথিবীতে যেন শান্তি থাকে, শুধু শান্তি যেন সুখ।
অনেকে নাম পর্যন্ত শুনে নাই বা ফিনিক্স পাখির সম্পর্কে জানে না।তার জন্য ছোট করে ধারণা দিতে চাই।
আমরা পৌরাণিক কাহিনী থেকে ফিনিক্স পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো।ফিনিক্স পাখি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে, যেখানে কিনা বিভিন্ন নামে কিছু ধরণ পরিবর্তন হয়েছে।
আমরা পৌরাণিক কাহিনী থেকে ফিনিক্স পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো।ফিনিক্স পাখি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে, যেখানে কিনা বিভিন্ন নামে কিছু ধরণ পরিবর্তন হয়েছে।
প্রাচীন মিসরে বেনু পাখিই ছিল মূলত ফিনিক্স পাখি।অনেকে বলতো বা ধারণা করতো এই পাখি হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে।"বেনু"শব্দের অর্থ হচ্ছে" সুন্দর করে বেড়িয়ে আসা"।মিসরীয় পৌরাণিকে আমরা পাবো ফিনিক্স পাখির জম্ম মূলত মিসরীয় দেবতা অসাইরিসের হ্দয় থেকে। আবার পারস্যের ফিনিক্স পাখির নাম ছিল হুমা।"হুমা" শব্দের অর্থ হচ্ছে"বেহেশতের পাখি"।যেকিনা দুই সত্তার অধিকারী ছিল মানে অর্ধেক ছিল নারী আর অর্ধেক ছিল পুরুষ।চীন দেশে ফিনিক্স পাখি পরিচিত ছিল ফেংহুয়াং নামে।রামায়ণ পুস্তকেও ফিনিক্স পাখির কথা জানা যায়, যার নাম ছিল "গরুদ"পাখি।
আবার ফিনিক্স পাখি মূলত গ্রিক শব্দ,ফিনিক্স শব্দের অর্থ হচ্ছে"রক্তলাল"।বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ফিনিক্স পাখি বিভিন্ন নামে পরিচিতি পেলেও ফিনিক্স পাখির যে মূল আইডিয়া বা রুপকথা বা পৌরাণিক সেটা একি,সেটা আমরা পৌরাণিক কাহিনী পড়লেই দেখতে পাবো ।
ফিনিক্স পাখিকে সৌভাগ্যের চাবিকাঠি ধরা হয়।বর্তমান সময়ে তরুণ প্রজম্মের কাছে ফিনিক্স পাখি আরো জনপ্রিয়তা লাভ করে যখন জে কে রোলিং তার হ্যারি পটার সিরিজে ফিনিক্স পাখির কথা উল্লেখ্য করেন।
ফিনিক্স পাখি যখন বুঝতো তার সময় ফুরিয়ে এসেছে তখন নিজেকে আগুনে পুড়িয়ে পেলতো যখন ভস্মীভূত হতো মানে যখন ছাই হয়ে যেতো, সেই ছাই থেকে নতুন করে আবার জম্ম নিতো মানে পুজম্ম লাভ করতো।নতুন করে আবার জীবন অতিবাহিত করতো।খুবই আকর্ষণীয় একটা কাহিনী,আসলে পৌরাণিক কাহিনী গুলো প্রতি আমি বার বার প্রেমে পরে যায়।কারন পৌরাণিক কাহিনী মাঝে মাঝে সত্যি মনে হয়।
আমার মনে বার বার প্রশ্ন ঘুরপাক খাই,ফিনিক্স পাখি কি একটাই ছিল?যদি আরো থেকে থাকে তাহলে বাচ্চা জম্মো দিতো কিভাবে?এই প্রশ্নের উত্তর খুঁজছি,কিন্তুু পাই নাই।
No comments