শহর
নীল সাংমা
শহর
শহরে নীরবতা এ কল্পনা মাত্র
এখানে সহস্র শব্দই জীবন
কেউ থেমে নেই ছুটছে সবাই
কেন তারা অবিরাম ছুটে যায়
কেউ ভাবে না ভাবতেও চায় না
কোথাও জড়সড় হয়ে এলেমেলো
গোধূলির প্রান্তে পৃথিবীকে দেখে
বড় অদ্ভুত রঙ যেনো চারপাশে
এখানে নেই ক্লান্তি আছে বিষণ্নতা
রাতের আধারে ঢেকে যাওয়া দীর্ঘশ্বাসে
সাদা সফেদে দেয়ালে নেই কোন প্রাণ
জানি এখানে হয়তো বৃষ্টি আসবে
পেন্সিলে আঁকা হবে স্বপ্ন
লেখা হবে কবিতা ঘামের স্পর্শে
রাস্তায় জড়সড় শত স্মৃতির মাঝে
খুজে বেড়াবো নিজের অস্তিত্বকে
সময় এখানে অলস দুপুর
মধ্যরাত এখানে অপলক সিলিং ফ্যান
জানালা এখানে বন্দীত্ব
পাখিগুলো যেন সীমাহীন স্বাধীনতা
ডুবন্ত সময় |
শহর
শহরে নীরবতা এ কল্পনা মাত্র
এখানে সহস্র শব্দই জীবন
কেউ থেমে নেই ছুটছে সবাই
কেন তারা অবিরাম ছুটে যায়
কেউ ভাবে না ভাবতেও চায় না
কোথাও জড়সড় হয়ে এলেমেলো
গোধূলির প্রান্তে পৃথিবীকে দেখে
বড় অদ্ভুত রঙ যেনো চারপাশে
এখানে নেই ক্লান্তি আছে বিষণ্নতা
রাতের আধারে ঢেকে যাওয়া দীর্ঘশ্বাসে
সাদা সফেদে দেয়ালে নেই কোন প্রাণ
জানি এখানে হয়তো বৃষ্টি আসবে
পেন্সিলে আঁকা হবে স্বপ্ন
লেখা হবে কবিতা ঘামের স্পর্শে
রাস্তায় জড়সড় শত স্মৃতির মাঝে
খুজে বেড়াবো নিজের অস্তিত্বকে
সময় এখানে অলস দুপুর
মধ্যরাত এখানে অপলক সিলিং ফ্যান
জানালা এখানে বন্দীত্ব
পাখিগুলো যেন সীমাহীন স্বাধীনতা
No comments