আমার ভালো লাগার দিন সঙ্গে বৃষ্টি
Jadil Mri
আস্তে আস্তে যখন বৃষ্টির ধার কমে যেতো আমাদের চু বিচ্চি খাওয়া বাড়তে থাকতো,আমরা অনেক মজামাস্তি করতাম।অনেকক আনন্দ হতো অনেক মজা করতাম..
যখন চু বিচ্চি খাওয়া শেষ হয়ে যেতো রাতে আমরা কেরোসিন দিয়ে বাতি জ্বালাতাম।বৃষ্টির পরে অসংখ্য জোঁনাকি দেখা দিতো,আমি জোঁনাকির সাথে খেলা করতাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম।আমি রাতে আধাঁরে বোরাং এর আশেপাশে ঘুরে বেড়াতাম।রাতের জোৎস্না আলোয় প্রকৃতি দেখতাম আর কত কিছু চিন্তা করতাম উপভোগ করতাম।
আমি বনের সবকিছু শব্দ গুলো স্থির বসে থেকে শুনতাম,আমি নতুন কিছু আবিষ্কার করতাম,আবিষ্কারে চেষ্টা করতাম,করে যেতাম।
কল্পনা শেষ...
বৃষ্টি
![]() |
বৃষ্টির দৃশ্য |
বৃষ্টি আমার ভালো লাগে
জলবায়ু পরিবর্তনে ফলে হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। মাঝে মাঝে আমার সময় মতো বৃষ্টির দেখা পায় আবার কোন দিন এমন সময় বৃষ্টি আসে, অসময়ে, মানে ভিজতে হয় বা কোন ঝামেলায় পরতে হয়।তবে এটা সত্যি সবকিছু সব সময় উপভোগ করা যায় না।আমি আবার প্রায় বৃষ্টি উপভোগ করতে পছন্দ করি।আমাদের স্যার একবার বলেছিলেন,তরুণ বয়সে বা যুবক থাকাকালীন বৃষ্টি দারুণ ভাবে উপভোগ করা যায় কিন্তুু সংসার জীবনে যখন ঢুকে যায় মানুষ, তখন বৃষ্টি বিরক্তি কারন হয়ে দাঁড়ায়।স্যারের কথা অবশ্য যুক্তিযুক্ত যেহেতু অভিজ্ঞতার আলোকে বলেছেন।সংসার জীবনে নানান ব্যস্ততা থাকে,কত চিন্তা মাথায় ঘুরপাক খায়,কত কিছু করার থাকে করতে হয়।বৃষ্টির কারনে কত কাজ বিঘ্নিত হয়,অসময়ে কাজ সম্পূর্ণ করতে হয়।তবে নানান ঝামেলা থাকে।যাই হোক, যেহেতু সেই পরিস্তিতির ধারে কাছে এখন যাই নাই, তাই বলতে পারবো না।
কই একদিন ধরে থেমে থেমে খুব বৃষ্টি হচ্ছে,আজকে রাতেও বৃষ্টি হয়েছিল আমি টের পাইনি।সকালে সুন্দর রোদ উঠেছিল দুপুরের প্রায় শেষে দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা উঁকি দিচ্ছিল।মনে মনে সন্দেহ করছিলাম, এই বুঝি বৃষ্টি এলো।সত্যি সত্যিই বৃষ্টি পরতে আরম্ভ করলো,বৃষ্টির কারনে কারেন্ট চলে গেলো।আমি ভাবছিলামম এই বৃষ্টি যদি বন জঙ্গলে উপভোগ করা যেতো আরো ভালো লাগতো।একটু কল্পনার দেশে চলে যায়...যদি এমন হতো..
ঘন জঙ্গল, অনেক কষ্টে করে বোরাং(মাচাং,গাছের উপর বাড়ি)এ পৌঁছাতাম,পাখির কিচিরমিচির শুনা যেতো।গাছগাছালি সবুজ, ঠিক এই সময়ে নতুন পাতা দেখা দিতো,নানা রং এর সুন্দর সুন্দর ফুল চারিদিকে ফুটে থাকতো। বোরাং এ বসে জুম ক্ষেতের ধান দেখতাম।হঠাৎ করে সন্ধ্যার দিকে বৃষ্টি নেমে আসতো,বোরাং থাকতো একটু বড় আকারে যেখানে নিমিষে সাত দশ জন লোক বসা যেতো।একটা বারান্দা থাকতো,যেখানে বসে বৃষ্টি দেখতাম,মাঝে মাঝে বৃষ্টি পানি ছুঁয়ে দেখতাম,বৃষ্টির পানি সংগ্রহণ করে খেতাম।যখন বৃষ্টি পড়তো আমরা সাত দশ জন বসে গল্প করতাম আড্ডা দিতাম। তখন কোন প্যারা থাকতো না।সবার হাতে চায়ের কাপ থাকতো,সামনে থাকতো চু বিচ্চি(মদ) আর দো.জগেগা(মৃুরগি মাংস)।চায়ের চুমুকে আড্ডা জমে উঠো যখন বৃষ্টি আরো মুষল ধারে পরতো, বৃষ্টি থামার কোন নাম গন্ধ থাকতো না।যখন রাত নেমে আসতো তখন বারান্দায় আগুন জ্বালাতাম।রাত নামার সাথে সাথে গানে গানে বনে কম্পিত হতো আমি আদিবাসী আমরা আদিবাসী।
আস্তে আস্তে যখন বৃষ্টির ধার কমে যেতো আমাদের চু বিচ্চি খাওয়া বাড়তে থাকতো,আমরা অনেক মজামাস্তি করতাম।অনেকক আনন্দ হতো অনেক মজা করতাম..
যখন চু বিচ্চি খাওয়া শেষ হয়ে যেতো রাতে আমরা কেরোসিন দিয়ে বাতি জ্বালাতাম।বৃষ্টির পরে অসংখ্য জোঁনাকি দেখা দিতো,আমি জোঁনাকির সাথে খেলা করতাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম।আমি রাতে আধাঁরে বোরাং এর আশেপাশে ঘুরে বেড়াতাম।রাতের জোৎস্না আলোয় প্রকৃতি দেখতাম আর কত কিছু চিন্তা করতাম উপভোগ করতাম।
আমি বনের সবকিছু শব্দ গুলো স্থির বসে থেকে শুনতাম,আমি নতুন কিছু আবিষ্কার করতাম,আবিষ্কারে চেষ্টা করতাম,করে যেতাম।
কল্পনা শেষ...
![]() |
গানের আসর |
ক্যাম্পাসে রাতের কথা.
আজকের পরিবেশ খুব ঠাণ্ডা ছিল,হালকা হালকা শীত সাথে এক কাপ চা চরম মুহূর্ত। আমি সব সময় এমন সময়ের জন্য অপেক্ষা করি যখন হঠাৎ করেই গানের আসর বসে বা নানান বিষয় নিয়ে আড্ডা জমে উঠে।যখন এই সব কোন কিছু হয় না মানুষ জন থাকে না তখন খুব খালি খালি লাগে।আমার বসার জায়গা একটাই "জোন"। জোনের সব সময় মানুষ থাকে মানে আদিবাসী থাকে, যে কোন সময়ে গেলে যখন দেখি না তখন শূণ্যতা অনুভব হয়।জোন হচ্ছে আদিবাসীদের স্বঘোষিত অফিস যেটা আদিবাসীদের নির্দিষ্ট বসার এক মাত্র জায়গা।অন্যন্য জায়গা আছে তবে স্থায়ী না।
আজকের পরিবেশ খুব ঠাণ্ডা ছিল,হালকা হালকা শীত সাথে এক কাপ চা চরম মুহূর্ত। আমি সব সময় এমন সময়ের জন্য অপেক্ষা করি যখন হঠাৎ করেই গানের আসর বসে বা নানান বিষয় নিয়ে আড্ডা জমে উঠে।যখন এই সব কোন কিছু হয় না মানুষ জন থাকে না তখন খুব খালি খালি লাগে।আমার বসার জায়গা একটাই "জোন"। জোনের সব সময় মানুষ থাকে মানে আদিবাসী থাকে, যে কোন সময়ে গেলে যখন দেখি না তখন শূণ্যতা অনুভব হয়।জোন হচ্ছে আদিবাসীদের স্বঘোষিত অফিস যেটা আদিবাসীদের নির্দিষ্ট বসার এক মাত্র জায়গা।অন্যন্য জায়গা আছে তবে স্থায়ী না।
আজকে গানের আসর দারুণ জমে গিয়েছিল, তার সাথে ডায়নার জম্মদিন ছিল।অনেকক্ষণ গানের আসর ছিল। শেষমেশ ডায়নার জম্মদিনের কেক কাটার মধ্য দিয়ে গানের আসর শেষ হয়।বেচারারে অনেক কষ্ট দিলো,ঠাণ্ডা সময়ে মাথায় ডিম ফাটানো উচিত হয় নাই।যেহেতু জম্মদিন শীত কাল কি গরম কাল একটু মজা করাই স্বাভাবিক। আমাদের ব্যাচের সবাই ছিল না হয়তো কেউ জানে না বা কারো সময় নাই।
![]() |
জম্মদিন উযাপন |
আজকের দিনটা খারাপ যায় নাই,হাসিখুশি তে গেছে।কোনন প্যারা নাই কোন চিন্তা নাই কোন কাম নাই।
আজকে বৃষ্টি আমি উপভোগ করেছি.. অনেক কিছু বলা হয় নাই, কিছু অংশ অব্যক্ত থেকে যাক।
মঙ্গলবার,৯ এপ্রিল,২০১৯.
মঙ্গলবার,৯ এপ্রিল,২০১৯.
No comments