নতুন নতুন মান্দি গান
Jadil Mri
নতুন নতুন মান্দি গান, মান্দি গানের গীতিকার ও সুরকার তৈরী হোক এ লক্ষে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে আবারো মিউজিকাল ট্যুর হতে যাচ্ছে। মান্দি গান লিখতে সুর করতে আগ্রহী যে কেউ দলে যোগ দিতে পারেন। ১০ জনের দল নিয়ে মে মাসের ৯ ও ১০ তারিখ এবারে আমরা যাবো মধুপুরে। এবারের আয়োজনে অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর থেকেও দলে যোগ দিতে পারেন।
কপি-যাদু রিছিল।
গতবার এই গানের আয়োজনে আমি গিয়েছিলামম।তখন খুব কাছ থেকে দেখেছি গান এমনি এমনি তৈরি হয় না।আবার ইচ্ছা থাকা সত্ত্বেও গান তৈরি করা সম্ভব হয় না চাই সাধনা।গতবার অনেক গুলো গান সৃষ্টি হয়েছিল।আশা করি এই বার আরো অনেক গুণ গান সৃষ্টি হবে।কারো যদি সময় থাকে ইচ্ছা থাকে, তাহলে এই গানের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।গতবার গ্রুপের নাম ছিল "Walladam".
নিজেদের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।
Walladam |
নতুন নতুন মান্দি গান, মান্দি গানের গীতিকার ও সুরকার তৈরী হোক এ লক্ষে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে আবারো মিউজিকাল ট্যুর হতে যাচ্ছে। মান্দি গান লিখতে সুর করতে আগ্রহী যে কেউ দলে যোগ দিতে পারেন। ১০ জনের দল নিয়ে মে মাসের ৯ ও ১০ তারিখ এবারে আমরা যাবো মধুপুরে। এবারের আয়োজনে অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর থেকেও দলে যোগ দিতে পারেন।
কপি-যাদু রিছিল।
গতবার এই গানের আয়োজনে আমি গিয়েছিলামম।তখন খুব কাছ থেকে দেখেছি গান এমনি এমনি তৈরি হয় না।আবার ইচ্ছা থাকা সত্ত্বেও গান তৈরি করা সম্ভব হয় না চাই সাধনা।গতবার অনেক গুলো গান সৃষ্টি হয়েছিল।আশা করি এই বার আরো অনেক গুণ গান সৃষ্টি হবে।কারো যদি সময় থাকে ইচ্ছা থাকে, তাহলে এই গানের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।গতবার গ্রুপের নাম ছিল "Walladam".
নিজেদের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।
No comments