প্রেস বিজ্ঞপ্তি, থকবিরিম।
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশনা উৎসব
"মৃত্যুঞ্জয়ী বীর"
মহান স্বাধীনতা যুদ্ধে খ্রিষ্টান মুক্তিযোদ্ধার অবদান
গারো এবং প্রকাশনী "থকবিরিম"(বর্ণমালা) এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।অদ্য ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬:৩০ মি.২০১৯ ঢাকা ক্রেডিট অডিটোরিয়াম এ(রেভা,ফাদার চার্লস জে,ইয়াং ভবন,১৭৩/১/এ পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও-ফার্মগেট। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের কয়েক গজ দূরে)বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি,প্যারেস এর মুক্তিযোদ্ধা স্মৃতি নিয়ে লেখা গ্রন্থ"মৃত্যুঞ্জয়ী বীর"-এর প্রকাশনা উৎসব হতে যাচ্ছে।এ উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আসাদ চৌধুরী সদয় সম্মতি জানিয়েছেন। সভাপতি আসন অংলকৃত করবেন গারো জাতিসত্তার লেখক ও গবেষক থিওফিল নকরেক।
উল্লেখ্য,থকবিরিম বেশ কয়েক বছর ধরে এককভাবে গারো সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছে গত ১৭ ডিসেম্বর ২০১৮ গারো মুক্তিযোদ্ধা নকান্ত সাংমার আত্নজীবনী গ্রন্থ'আমি যুদ্ধের কথা বলছি'প্রকাশিত হয় এবং ডি মাজেন্ড চার্চে প্রকাশনা উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়।প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।
উক্ত থকবিরিম আয়োজিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে আপনার একজন সাংবাদিক এবং ক্যামেরাম্যান পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
থকবিরিম |
প্রকাশনা উৎসব
"মৃত্যুঞ্জয়ী বীর"
মহান স্বাধীনতা যুদ্ধে খ্রিষ্টান মুক্তিযোদ্ধার অবদান
গারো এবং প্রকাশনী "থকবিরিম"(বর্ণমালা) এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।অদ্য ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬:৩০ মি.২০১৯ ঢাকা ক্রেডিট অডিটোরিয়াম এ(রেভা,ফাদার চার্লস জে,ইয়াং ভবন,১৭৩/১/এ পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও-ফার্মগেট। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের কয়েক গজ দূরে)বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি,প্যারেস এর মুক্তিযোদ্ধা স্মৃতি নিয়ে লেখা গ্রন্থ"মৃত্যুঞ্জয়ী বীর"-এর প্রকাশনা উৎসব হতে যাচ্ছে।এ উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আসাদ চৌধুরী সদয় সম্মতি জানিয়েছেন। সভাপতি আসন অংলকৃত করবেন গারো জাতিসত্তার লেখক ও গবেষক থিওফিল নকরেক।
উল্লেখ্য,থকবিরিম বেশ কয়েক বছর ধরে এককভাবে গারো সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছে গত ১৭ ডিসেম্বর ২০১৮ গারো মুক্তিযোদ্ধা নকান্ত সাংমার আত্নজীবনী গ্রন্থ'আমি যুদ্ধের কথা বলছি'প্রকাশিত হয় এবং ডি মাজেন্ড চার্চে প্রকাশনা উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়।প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।
উক্ত থকবিরিম আয়োজিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে আপনার একজন সাংবাদিক এবং ক্যামেরাম্যান পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
No comments