না বলা কথা

নীল সাংমা






না বলা কথা..

সময়, বিকেলের সোনালী সূর্য
ঢেকে গেছে সদ্য বৈশাখের
কালো অন্ধকার ঝড়ে।
বাতাসে এলোমেলো চুল
যেমনটা নিস্প্রভ জীবন।
তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে বিদ্ধ আমি,
নিভে যাওয়া আলো
আর নীড়ে ফেরা পাখিগুলো
যেখানে জীবনই সবকিছু।
ক্রমশ জমে উঠেছে আড্ডা
চায়ের কাপে আলোকিত চায়ের দোকান,
তবু একপাশটা নীরব থেকেও
সভ্যতার সাথে টিকে থাকার
আপ্রাণ প্রচেষ্টা।

বৃষ্টির আগমনে যখন মুখরিত জীবন,
মৃতেরা নতুন প্রাণ ফিরে পায়
মৃত্যু আর জীবন, পথে পথে
শোনা যায় সবুজের গান।
হেটে আসা পুরনো রাস্তায়,
ঝড়ে যাওয়া বৃক্ষের পাতা
চেনা পথ কখনও অচেনা হয়ে যায়,
তবু শুকনো ক্রন্দনে ঠায় পায়
সোনালী দিনগুলো।
এই থাক আমার বৃষ্টি দিনের কথা
হয়ত ঝড়ো বাতাসে মিশে যাবে
আমার অবচেতন মনের
সহস্র না বলা কথা।

No comments

Theme images by saw. Powered by Blogger.