বিরক্তির গুটির মালা
পরাগ রিছিল
বিরক্তির গুটির মালা
গুটি এক.
এমন জামানা এসেছে যে হাতে একটা স্মার্টফোন না থাকলে মানুষ আর স্মার্ট হয়ে ওঠে না! মানুষ স্মার্ট ফোনে ফানি ভিডিওস দেখে একা একাই হেসে ওঠে, আনন্দ পায়। আচমকা হাসি শুনে কখনো চমকে উঠি। কি হলো বলে সেদিকে ফিরে তাকাই। তিন পাত্তি খেলে অনেকে লক্ষ কোটি টাকা কামিয়ে ফেলে! গেমসে গুলাগুলি কর কেউ হয়তোবা যুদ্ধ মাঠের আনন্দ পায়। আশেপাশে থাকলে কখনোবা আমার সাথেই কথা বলল নাকি, ভেবে কখনোবা 'কি?' বলে উত্তর দিয়ে ভুল করে ফেলি!
জানি না আমি! ফোন মানুষকে আনন্দ দিচ্ছে বটে কিন্তু মানুষের দুঃখে ফোনও কি পাশাপাশি দুঃখ পায়?
দু'দিন আগেই একদল তরুণের সাথে চা খেতে খেতে সবাই আড্ডা দেব বলে একত্রে বসললাম। কিছুক্ষণ পর সবাই যার যার স্মার্ট ফোন, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এক তরুণ বিরক্ত হয়ে বলল- "আমরা যখন মানুষের সাথে কথা বলতে বসি তখন যখন কথা না বলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এটা 'এক প্রকার বেয়াদবি'র পর্যায়েই পড়ে।" ক্রোধান্বিত হয়ে "ফোন আমারও তো আছে," বলে পকেট থেকে তিনটা ফোন বের করল। তার তেতে ওঠা দেখে একজন, দুই তিনটা ফোনতো ভিআইপি-দের থাকে বলে তাকে শান্ত রাখার চেষ্টা করল।
স্মার্টফোন নির্জন একাকিত্বের জঙ্গলে নিয়ে মানুষকে বিষাদে পোড়ায়, মেকি যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়...
জানি না আমি! আগুনে পুড়লে, বিপদে ফোনও কি মানুষের সাহায্যে এগিয়ে আসে?
বিরক্তির গুটির মালা
কবি পরাগ রিছিল আর ছবি "থকবিরিম " |
গুটি এক.
এমন জামানা এসেছে যে হাতে একটা স্মার্টফোন না থাকলে মানুষ আর স্মার্ট হয়ে ওঠে না! মানুষ স্মার্ট ফোনে ফানি ভিডিওস দেখে একা একাই হেসে ওঠে, আনন্দ পায়। আচমকা হাসি শুনে কখনো চমকে উঠি। কি হলো বলে সেদিকে ফিরে তাকাই। তিন পাত্তি খেলে অনেকে লক্ষ কোটি টাকা কামিয়ে ফেলে! গেমসে গুলাগুলি কর কেউ হয়তোবা যুদ্ধ মাঠের আনন্দ পায়। আশেপাশে থাকলে কখনোবা আমার সাথেই কথা বলল নাকি, ভেবে কখনোবা 'কি?' বলে উত্তর দিয়ে ভুল করে ফেলি!
জানি না আমি! ফোন মানুষকে আনন্দ দিচ্ছে বটে কিন্তু মানুষের দুঃখে ফোনও কি পাশাপাশি দুঃখ পায়?
দু'দিন আগেই একদল তরুণের সাথে চা খেতে খেতে সবাই আড্ডা দেব বলে একত্রে বসললাম। কিছুক্ষণ পর সবাই যার যার স্মার্ট ফোন, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এক তরুণ বিরক্ত হয়ে বলল- "আমরা যখন মানুষের সাথে কথা বলতে বসি তখন যখন কথা না বলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এটা 'এক প্রকার বেয়াদবি'র পর্যায়েই পড়ে।" ক্রোধান্বিত হয়ে "ফোন আমারও তো আছে," বলে পকেট থেকে তিনটা ফোন বের করল। তার তেতে ওঠা দেখে একজন, দুই তিনটা ফোনতো ভিআইপি-দের থাকে বলে তাকে শান্ত রাখার চেষ্টা করল।
স্মার্টফোন নির্জন একাকিত্বের জঙ্গলে নিয়ে মানুষকে বিষাদে পোড়ায়, মেকি যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়...
জানি না আমি! আগুনে পুড়লে, বিপদে ফোনও কি মানুষের সাহায্যে এগিয়ে আসে?
No comments