আদিবাসী দিবসের তারিখ নিয়ে বিভ্রান্তি..

আদিবাসী দিবসের তারিখ নিয়ে বিভ্রান্তি..

Jadil Mri(জাডিল মৃ)
তরুণ লেখক


ছবি:Facebook





ফেইবুকের মারফতে খুব সাংঘাতিক বির্তক দেখছি,যুক্তি পাল্টা যুক্তি এবং নিজ নিজ জায়গা থেকে যুক্তিতে অটল থাকা, সেটা আমি খারাপ চোখে দেখছি না।যে যার মতামত প্রকাশ করতেই পারে, বলতে কিংবা লিখতে পারে, এইটা স্বাভাবিক ভাবে নিচ্ছি। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিত করে লিখছি না বা কাউকে আঘাত করার জন্য কিছু লিখছি না।আমি আমার জায়গা থেকে কিছু বলার চেষ্টা করছি ।এইটা আমার নিজস্ব মতামত,আমার মতো করে বলা কিংবা লেখার চেষ্টা করেছি মাত্র,হয়তো কারো সাথে মতের অমিল থাকতে পারে।


ঢাকার বেশি দূরে না হলেও ঢাকার বাইরে থাকি বিধায় অনেক কিছু জানার সুযোগ হয় না।তারপরেও অনেক কিছু খোঁজ খবর রাখার চেষ্টা করি, সেই মারফতে অনেক দিন আগে জানতে পেরেছিলাম ৫ তারিখ আদিবাসী দিবস পালনের সম্ভাবনা বেশি।আমিও অনেক কনফিউশনে ছিলাম কেন তারিখ পিছানো হয়েছে, কি কারনে? কারন খুঁজতে গিয়ে বুঝলাম এমনি এমনি তারিখ পিছানো হয়নি, কারন আছে বা ছিলো বলেই পিছানো হয়েছে।


এই বছর ,  আদিবাসী দিবস ৯ আগস্ট না হয়ে ৫ আগস্ট ২০১৯ তারিখে  পালন হবে শুধু মাত্র ঢাকায় । বির্তকের জায়গা হচ্ছে ৯ তারিখ বাদ দিয়ে কেন ৫ তারিখ পালন করা হবে।দেখলাম, অনেকে অনেক কিছু বলছে,যা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি, কথা গুলো আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।কারন আমরা হয়তো চিন্তা করি নাই কেন ৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।যদি আমাদের কনফিউশন থাকে, আমরা সরাসরি যারা দায়িত্বে আছে বা কর্মকর্তা বৃন্দ তাদের কাছ থেকে জেনে নিতে পারি বা পারতাম।আমরা কত জন দায়িত্বরত কর্মকর্তা বা যারা সম্পৃক্ত উনাদের কাছে গিয়ে  জিঙ্গাসা করেছি,  কেন তারিখ পিছানো হলো?হয়তো কেউ জিঙ্গাসার প্রয়োজন মনে করিনি বা প্রশ্ন করতে ভুলেগেছি।নিজেরা যদি দায়িত্ব নিয়ে জিঙ্গাসা করতাম তাহলে এত বিভ্রান্তি ভুল বুঝাবুঝি  হতো না।

আমার কাছে মনে হয়েছে, যারা দায়িত্বে আছেন এবং  উনারা সবকিছু চিন্তা ভাবনা করেই কমিটির সবার মতামত নিয়েই তারিখ নির্ধারণ করেছে।আমার বিশ্বাস,যারা আদিবাসী দিবস পালনের সাথে সম্পৃক্ত উনারা এমন কিছু সিদ্ধাত নিবে না, যার কারনে আদিবাসীদের কোন ক্ষতি হয়।

জেনে রাখা ভালো,৯ আগস্ট সারা বাংলাদেশে আদিবাসী দিবস পালন হবে,কিন্তু ঢাকায় এই বার একটু ব্যতিক্রম যা ২০১৩ সালে হয়েছিলো। "বাংলাদেশ আদিবাসী ফোরাম"কতৃর্ক আয়োজিত ৫ তারিখে আদিবাসী দিবস পালন করবে এবং ৯ তারিখে "আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ " কতৃর্ক পালিত হবে।


আপনাদের বোঝার সুবিধার্থে কিছু লেখার আপনাদের জন্য ফেইবুক থেকে তুলে ধরলাম,মোটামোটি এখান থেকেই ধারণা পেয়ে যাবেন...

















বিশ্ব আদিবাসী দিবস সফল হোক....


No comments

Theme images by saw. Powered by Blogger.