শুভ জম্মদিন "Jadil Mri"
শুভ জম্মদিন,"তরুণ লেখক, ব্লগার,সংগঠক,স্বপ্নবাজ,ভবঘুরে,ভ্রমণ পিপাসু,রাজনীতি প্রিয়, সংস্কৃতিমনা,আদিবাসী চিন্তাবিদ, উদ্যোগতা, সাংবাদিক এবং প্রতিষ্ঠাকালীন সদস্য Jumang'kho Rim'na ", Jadil Mri (জাডিল মৃ)।
Jadil Mri |
জম্মদিন আসলে আমার খুব কষ্ট হয়, কেন জানো, জম্মদিন আসা মানে একটি বছর চলে যাওয়া। জীবন থেকে একটি বছর চলে যাওয়া মানে ৩৬৫ দিন, আহা.. ৩..৬..৫...দিন।আমার খুব ইচ্ছা আছে , আমি যেন আরো বেশিদিন বাঁচতে পারি।জীবনে এত কিছু করতে বাকি, এখনি যদি সময় চলে যায়, তাহলে অসমাপ্ত কাজ কবে করবো?অনেক কিছু স্বপ্ন এখনো পূরর্ণ করতে বাকি,টাকা থাকলে সময় থাকে না সময় থাকলে টাকা থাকে না।এই পরিস্তিতি বিরাট সমস্যা আবার এমন অবস্থা হবে যে টাকা আছে সময় আছে কিন্তুু কিছু করার মতো শক্তি থাকবে না।
অল্প সময়ে বহু বসন্ত পার করে ফেলেছি, জীবনে কি করেছি?কি করতে পেরেছি?বলার মতো হয়তো কিছু কাজ করেছি, তাই বলে এমন কাজ করতে পারিনি যা আমাকে পরিপূর্ণ তৃপ্তি দিয়েছে,এখনো অনেক কিছু জায়গায় অতৃপ্তি রয়েগেছে।
আমার জম্মদিন নিয়ে,নিজে উদ্যোগ নিয়ে শুধু মাত্র এক বার অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।আমার মনে আছে,আমি সম্ভবত তখন ক্লাশ নাইনে পড়ি।মা বাবার কাছে আবদার করেছিলাম, যেন এই "পনেরো" বছর জম্মদিন টি পালন করা হয়, ধুমধামের সাথে।সাথে যেন ওয়াক(শুকর) মারা হয় আত্নীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়।আমার আবদার তারা ফেলে দেয়নি,কিছু দিন পর বললো পালন করবে, আমি তো মহাখুশি।আমি তখন আবেগ ধরে রেখেছিলাম কান্না কান্না ভাব, চোখে জল এসে পড়েছিল,মনে হচ্ছিল আমার ইচ্ছা তাদের কাছে দাম আছে,ঠিক তাই, আজ পর্যন্ত আমার ইচ্ছা অনুযায়ী চলছি,কাজ করছি, কোন দিন কোন কিছু বাঁধা দিয়েছে বলে মনে পরে না।তবে একটা বিষয়ে সাবধান করেছিল সেটা নাইবা বললাম।
আমি আমার জম্মদিনের কেক নিজে গিয়ে অর্ডার করেছিলাম।সবকিছু নিজের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম।জম্মদিনের সময় আমি নিজেই গিয়ে কেক নিয়ে এসেছিলাম।আত্নীস্বজন অনেক ছিল এক জমজমাট পরিবেশ। অনেকে অনেক কিছু দিয়েছিল আবার কিছু টাকা পেয়েছিলামম। এত টাকা আমার হাতে থাকবে অবিশ্বাস্য লাগছিল। এই যে জম্মদিন পালন করেছি,পরবর্তী সময়ে আর কোন দিন জম্মদিন পালন করিনি।
আমি আমার জম্মদিনের কেক নিজে গিয়ে অর্ডার করেছিলাম।সবকিছু নিজের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম।জম্মদিনের সময় আমি নিজেই গিয়ে কেক নিয়ে এসেছিলাম।আত্নীস্বজন অনেক ছিল এক জমজমাট পরিবেশ। অনেকে অনেক কিছু দিয়েছিল আবার কিছু টাকা পেয়েছিলামম। এত টাকা আমার হাতে থাকবে অবিশ্বাস্য লাগছিল। এই যে জম্মদিন পালন করেছি,পরবর্তী সময়ে আর কোন দিন জম্মদিন পালন করিনি।
মা বাবাকে বলেছিলাম,"এই শেষ বার আমার জম্মদিন পালন করো",পালন করেছি।পরবর্তীতে জম্মদিনের স্বাদ নেওয়ার ইচ্ছা রইলো না,কেন না, এইটা আমার কাছে বৃথা মনে হয়।অনেকে খুব খুশি হয়ে জম্মদিনে পালন করে, অনেকে অনেক কিছু করে, এই খাওয়া দাওয়া পার্টি মজা মাস্তি....।তবে অন্যের জম্মদিন পালন করি,নিজেরটা করতে একদম ভালো লাগে না।
উপরে যত গুলো নামের পিছনে Tag লাগিয়েছি, তার কারন হচ্ছে, এই সবগুলো বিষয় আমার সাথে যায়।যে সব শব্দ দিয়েছি সব শব্দ আমার পছন্দ তবে কোনটা হতে পেরেছি বা হবো আমি জানি না।আমার আত্নবিশ্বাস সবগুলো না হলেও, হওয়ার চেষ্টা করবো,হয়তো হয়ে যাবো।
জম্মদিন সামনে আসছে, বেশি কিছু বলার নাই।জম্মদিন পালন করবো এই রকম কোন পরিকল্পনা নাই।
তবে প্রার্থনা করবেন, যে tag ব্যবহার করেছি সেটা যেন হতে পারি।
No comments