অন্ধকার
অন্ধকার
বর্ণমালা জানা
আমি অন্ধকারে থাকতে পছন্দ করি।আমি অন্ধকারকে আপন করে নিয়েছি। কারন, অন্ধকারে থাকলে আমার খুব শান্তি লাগে।অন্ধকারে কেউ আমাকে দেখবে না, দেখবে না আমার অশ্রু ভরা চোখ।অনেকে অন্ধকারকে ভয় পাই, কিন্তু আমি অন্ধকারকে ভালোবাসি।অন্ধকার আমাকে শান্তি দেয়।এক সময় আমিও অন্ধকারকে ভয় পেতাম।কিন্তু কেন জানি, আমার এখন ভালো লাগে, অন্ধকারকে।
ছোট বেলা থেকে একা থেকেছি। আশে পাশে মানুষের কাছ থেকে, অনেক আপন জনের কাছ থেকে, শুধু তিরস্কার এবং অপমান ছাড়া ভাগ্যে কিছু জুটেনি । অনেক কিছু শুনে বড় হয়েছি, যেগুলো আমাকে সত্যি অনেক কষ্ট দিয়েছিল।প্রতিনিয়ত আমি যন্ত্রণাদায়ক অনুভব করতাম। তাই এখন আলোতে থাকতে ভয় লাগে, যদি কেউ আমাকে দেখে ফেলে আবার যদি মানুষেরা আমাকে কিছু বলে,তিরস্কার করে, সেই ভয়ে আমি আলোতে থাকতে চাই না।আমি অন্ধকারে থাকতে চাই, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে।
অন্ধকার প্রথমে আমাকে আপন করে নিতে চাই নি, কিন্তু পরবর্তী সময়ে আমাকে আপন করে নেয়।যখনি আমার খারাপ লাগে আমার অনেক কান্না পায়, তখনি আমি অন্ধকারে চলে যায় যাতে আমার কান্না কেউ দেখতে না পারে।এখন অন্ধকার আমাকে খোঁজে কারন অন্ধকার আমাকে আপন করে নিয়েছে। এমনকি অন্ধকার আমার সাথে কথাও বলে আমার কষ্টের সময় আমার পাশে থাকে, আমাকে শান্তি দেয়।
আমি যে জায়গায় বড় হয়েছি বা আমাকে যে পরিবেশ বড় করেছে সেই কারনে অন্যান্য বাচ্চাদের মতো আমি গড়ে উঠিনি। সাধারণ বাাচ্চারা যে ভাবে বড় হয়, আমি তার খানি অংশ পর্যন্ত পায়নি। এখন যদি তাদের মতো করে আমাকে ভাবো বা চিন্তা করো তাহলে সেটা আমার ভুল নয়, তোমাদের ভুল তোমরা বুঝতে ব্যর্থ হয়েছো।
আমি যে রকম ভাবে বড় হয়েছি, আমি ভিন্ন। সাধারণ মানুষের মতো না।
আমি এখন অন্ধকার ভালোবাসি..কেন? আমার দোষে?
বর্ণমালা জানা
আমি অন্ধকারে থাকতে পছন্দ করি।আমি অন্ধকারকে আপন করে নিয়েছি। কারন, অন্ধকারে থাকলে আমার খুব শান্তি লাগে।অন্ধকারে কেউ আমাকে দেখবে না, দেখবে না আমার অশ্রু ভরা চোখ।অনেকে অন্ধকারকে ভয় পাই, কিন্তু আমি অন্ধকারকে ভালোবাসি।অন্ধকার আমাকে শান্তি দেয়।এক সময় আমিও অন্ধকারকে ভয় পেতাম।কিন্তু কেন জানি, আমার এখন ভালো লাগে, অন্ধকারকে।
ছোট বেলা থেকে একা থেকেছি। আশে পাশে মানুষের কাছ থেকে, অনেক আপন জনের কাছ থেকে, শুধু তিরস্কার এবং অপমান ছাড়া ভাগ্যে কিছু জুটেনি । অনেক কিছু শুনে বড় হয়েছি, যেগুলো আমাকে সত্যি অনেক কষ্ট দিয়েছিল।প্রতিনিয়ত আমি যন্ত্রণাদায়ক অনুভব করতাম। তাই এখন আলোতে থাকতে ভয় লাগে, যদি কেউ আমাকে দেখে ফেলে আবার যদি মানুষেরা আমাকে কিছু বলে,তিরস্কার করে, সেই ভয়ে আমি আলোতে থাকতে চাই না।আমি অন্ধকারে থাকতে চাই, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে।
অন্ধকার প্রথমে আমাকে আপন করে নিতে চাই নি, কিন্তু পরবর্তী সময়ে আমাকে আপন করে নেয়।যখনি আমার খারাপ লাগে আমার অনেক কান্না পায়, তখনি আমি অন্ধকারে চলে যায় যাতে আমার কান্না কেউ দেখতে না পারে।এখন অন্ধকার আমাকে খোঁজে কারন অন্ধকার আমাকে আপন করে নিয়েছে। এমনকি অন্ধকার আমার সাথে কথাও বলে আমার কষ্টের সময় আমার পাশে থাকে, আমাকে শান্তি দেয়।
আমি যে জায়গায় বড় হয়েছি বা আমাকে যে পরিবেশ বড় করেছে সেই কারনে অন্যান্য বাচ্চাদের মতো আমি গড়ে উঠিনি। সাধারণ বাাচ্চারা যে ভাবে বড় হয়, আমি তার খানি অংশ পর্যন্ত পায়নি। এখন যদি তাদের মতো করে আমাকে ভাবো বা চিন্তা করো তাহলে সেটা আমার ভুল নয়, তোমাদের ভুল তোমরা বুঝতে ব্যর্থ হয়েছো।
আমি যে রকম ভাবে বড় হয়েছি, আমি ভিন্ন। সাধারণ মানুষের মতো না।
আমি এখন অন্ধকার ভালোবাসি..কেন? আমার দোষে?
No comments