কাঁচিঝুলি পার্ক...ব্রহ্মপুত্র নদ

কাঁচিঝুলি পার্ক...ব্রহ্মপুত্র নদ

Jadil Mri(জা'ডিল মৃ)
তরুণ লেখক এবং ব্লগার




          ব্রহ্মপুত্র নদ





প্রথম প্রথম যখন ময়মনসিংহ শহরে বিচরণ শুরু করেছিলাম,কোন এক সময় হোস্টেলে থেকেছি, তখন কাঁচিঝুলি পার্কে খুব যাওয়া আসা হতো।মাঝে মাঝে এমনেই যেতাম, হাতে কোন কাজ থাকুক না থাকুক,আড্ডা মারতে আরিকি।সেই দিনের কথা গুলো মনে পড়ছে,তখন সবে মাত্র এস,এস,সি দিয়েছি,ইংরেজি শিখার জন্য একটা কোর্স করেছিলাম,বাইপাস, "নটর ডেম কলেজ,ময়মনসিংহ "।তখন কলেজ সবে মাত্র শুরু হবে মানে আমাদের ব্যাচ থেকেই প্রথম ভর্তি শুরু হবে।যদি এখানে ভর্তি হতাম, ইতিহাস হয়ে থাকতাম,হয়তো বলতে পারতাম,"আমি বা আমরাই প্রথম, এই কলেজে ভর্তি হয়েছিলাম"।মাঝখানে শুনেছিলাম মেয়েরাও ভর্তি হতে পারবে,কিন্তু শেষ পর্যন্ত হলো না,সেটা কি শুধু মাত্র পরিকল্পনা ছিল নাকি গুজব, আমি জানি না।মেয়েরা ভর্তি হতে পারলে,এখানে ভর্তি হওয়ার একটা চান্স থাকতো,আরিকি!হাহাহাহহিহিহিহি।



আমার ঢাকাতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল বিধায় ফলে ময়মনসিংহ থাকা হলো না,যখন ময়মনসিংহ শহরে ছিলাম, পার্কে যেতাম এবং যাওয়া হতো।নতুন নতুন ময়মনসিংহ শহরে আসার সুবাধে অনেক নতুন বন্ধু পেয়েছিলাম, অনেক জনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল এবং ইংরেজী কোর্স করার সুবাধে কিছু বাড়তি সুবিধা হয়ে যায় ।তবে যাদের সাথে সম্পর্ক তৈরি  হয়েছিল, কারো সাথে এখন যোগাযোগ নাই।মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, কিছু কথা হয়, এইটুকুই।




কাঁচিঝুলি পার্কে অতি স্মরণী ঘটনা, আমার মনে আসছে না,হয়তো ছিল না।ময়মনসিংহ শহরে না থাকলেও, এখন প্রায় কাছাকাছি থাকি,চল্লিশ মিনিটের রাস্তা হবে।তবুও পার্কে যেতে টান অনুভব করি না।কেন জানি বিরক্ত লাগে, বার বার মনে হয়,কেন আসছি?বৃথা সময় নষ্ট,এই সেই..। কাঁচিঝুলি পার্কে যাওয়া মানে বিরক্তির সময় শুরু....আমি জানি না কেন এখন বিরক্ত লাগে, ভালো লাগে না।




প্রমিকার  জোরে সেদিন পার্কে গিয়েছিলাম অনেক দিন পর।সত্যি কথা,যাওয়া পর মন ভালো হয়ে গিয়েছিল।কেন জানো, জীবনে যত বার ব্রহ্মপুত্র নদ
 দেখেছি, কোন দিন এত নদীর ভরা যৌবন দেখি নাই।প্রথমে যাওয়ার পথে বিরক্তি আসলেও,নদ দেখে মন ভালো হয়ে যায়। আমার খুব ইচ্ছা ছিল আরো অনেক সময় ধরে থাকি।নদীর এত পানি, আমার জীবনে যত বার পার্কে গিয়েছি কোন দিন এত পানি দেখিনি। নদীর পানি শুকিয়ে যাওয়া দেখেছি,মোটামোটি বড় পানি দেখেছি, কিন্তুু এত যে পানি হবে কল্পনা করতে পারি নাই।ওপারে যেগুলো বাড়ি ছিল সব ডুবেগেছে, সেখানে এখন মানুষের বসবাস করা দায় হয়ে যাবে।একজন মাঝির কাছে শুনেছিলাম,পানি আরো বাড়তে পারে এইবার।কতটুকু সত্য হয় দেখা যাক।


    ব্রহ্মপুত্র নদ-২






সত্যি, ব্রহ্মপুত্র নদে যখন ভরা যৌবন থাকে মানে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এমনেই দেখতে অনেক সুন্দর লাগে,মন ভালো হয়ে যায়,স্থির দৃষ্টিতে থাকিয়ে থাকতে ইচ্ছা হয়,নৌকা থাকে, মানুষ থাকে,মাঝে মাঝে ট্রলার যায়,হয়তো কেউ মাছ ধরে,অসম্ভব সুন্দর পরিবেশ, সবি অবিশ্বাস্য লাগে,প্রেমিক যুগল দেখা যায়,.... আমার সবকিছু ভালো লেগেছিল, সেদিন।।



হয়তো, এখানে ভালো লাগার মতো অনেকে কোন কিছু খুঁজে পাবে না, কিন্তুু আমার কাছে মনে হয়েছে আমি সেই জিনিসটা খুঁজি পেয়েছি।

যদি আবার সময় পাই আমি নদ দেখতে যাবো...কাঁচিঝুলি পার্ক...




No comments

Theme images by saw. Powered by Blogger.