"প্রেমিকার জন্য একটি কবিতার বই".
"প্রেমিকার জন্য একটি কবিতার বই"..
জানা
জানা
Jadil Mri(জাডিল মৃ)
তরুণ লেখক এবং ব্লগার
তরুণ লেখক এবং ব্লগার
Jadil Mri |
এই যে শুনো, তোমার জন্য নিয়ে এসেছি একটি কবিতার বই।ভাবছো,"হঠাৎ, কেন কবিতার বই"? হঠাৎ নয় রে বোকা হঠাৎ নয়।বলতে পারো দীর্ঘ দিনের ফসল,অনেক দিন ধরেই ভাবছিলামম কবিতার বই তোমাকে উপহার দিবো।তোমার প্রয়োজনে নয়, আমার প্রয়োজনে দিবো;একটি কবিতার বই।তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমার প্রয়োজনে হলে তোমাকে কেন কবিতার বই দিচ্ছি, সেই প্রয়োজনের ব্যাপারটা পরে বলছি।আগে, কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা যাক,শুনবে তো আমার কথা,নাকি অভিমান করেছো, কবিতার বই দিয়েছি বলে ব্লা ব্লা..... আমি জানি তুমি কবিতা পছন্দ করো না, তবুও দিলাম আরিকি!
আমার বিশ্বাস, তুমি একদিন কবিতা পড়বে মনের সুখে যখন অঝর ধারা বৃষ্টি নামবে হাতে এক কাপ চা সাথে কবিতার বই।এই দৃশ্য ভাবতেই কেমন যেন রোমান্স অনুভব করছি।দেহে সুরসুরি দিচ্ছে, আরে সত্যিই তুমি কবিতা ভালোবাসবে, একদিন কবিতা পড়বে,মনের অজান্তে।
কবি মিঠুন রাকসামের একটি কবিতা মনে পরে গেল..
গারো মদ ও প্রেম-১
গারো মদ আস্তে আস্তে ধরে
প্রেমে পড়ার মতো
গোলাপি নেশা পর্যন্ত ভালো
পাড় মাতাল হলে বিপর্যয়...
...................................
প্রেমে পড়ার মতো
গোলাপি নেশা পর্যন্ত ভালো
পাড় মাতাল হলে বিপর্যয়...
...................................
একদিন এমন হবে..
খোলা আকাশে নিচে একটি মাচাং ঘর থাকবে,ব্যাপারটা অদ্ভুত, তাই না।মাচাং ঘরের ভিত্তি থাকবে বড় বড় গাছের মুর্তা,কাঠ দিয়ে ফ্লোরিং করবো বেড়া হিসাবে কাঠ বা বাঁশ দিয়ে কাজ করাবো।উপরে ছাউনী হিসাবে থাকবে খড় নয়তো শন।যে দিক দিয়ে বাতাস আসবে, সূর্য দেখা দিবে বিশাল বড় একটা কাচের আয়না থাকবে, যে আয়না খোলা যাবে বন্ধ করা যাবে।মাচাং ঘরের সামনে থাকবে ছোট একটা ফুলের বাগান, নানা রঙের ফুল ফুটবে, অনেক গুলো লিচু গাছ থাকবে,আরো থাকবে কদম গাছ।তবে লিচু গাছ থাকতেই হবে,জানতো আমার ফলের মধ্যে লিচু সবচেয়ে প্রিয়।জানতো এই লিচু কেমন যেন আরাম দেয় কেমন তৃপ্তি দেয়।আমি লিচু ফলের মতো এত স্বাদ খুঁজে পাই না।যেমন করে হোক, এই আট দশটা বাড়ির মতো আমার বাড়ি হবে না,হতে হবে ভিন্ন একটু আলাদা একটু বৈশিষ্ট্য পূরর্ণ। বাড়িটার একটি সুন্দর নাম থাকবে,যে নাম আমি এখনো খুঁজতে খুঁজতে হয়রান।নিজের পছন্দ মতো নাম খুঁজে পাচ্ছি না, আচ্ছা তুমি সাহায্য করবে কি নাম দেওয়া যায়।তবে একটি নাম থাকতেই হবে, যে নাম দিয়ে সবাই এক নামে চিনতে পারবে,আমি কোথায় আছি বা আমার আখড়া কোথায় বা বসার জায়গা কোথায়।
যখন বাড়ির কাজ শেষ হয়ে যাবে, জানতো শুধু মাত্র বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করবো।কেন করবো সেটা হয়তো তুমি বুঝবে, যখন বৃষ্টি আসবে তখন যত ময়লা আর্বজনা ধূলিবালি থাকবে সব মুছে পরিস্কার করে দিয়ে যাবে।গাছগুলো পানি পেয়ে এক রকম শক্তি পাবে, সজীবতা ফিরে পাবে,তখন যেন আমার মনে হবে; এই তো কাজ সম্পূর্ণ।
বাড়ির কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমার প্রিয় রং বেগুনী দিয়ে সারা বাড়ি তুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে বা গুজিয়ে ফেলব। মাচাং ঘর এর সামনে থাকবে মস্ত বড় এক বারান্দা,বারান্দার চারিদকে থাকবে ফুলের টপ, কিছু অরকিট বসার মত একটা জয়গা।মাচাং এর ভিতরে থাকবে দেশি বিদেশী বিভিন্ন ধরনের বই, সাথে থাকবে বড় রকমের পড়ার টেবিল যেখানে ছড়িয়ে ছিটিয়ে বই থাকবে। কম্পিউটার তো অবশ্যই থাকবে আরো থাকবে কলম থাকবে ফুলদানি থাকবে আর কিছু ছোট ছোট ফুল ফলের গাছ।আমি কিন্তু সাথে বিছানা রাখব, যেন যেকোন সময় ঘুমিয়ে পরতে পারি।তুমি বুঝবে হয়তো, যখন পড়া জিনিসটা চলে আসে তখন ঘুম পালিয়ে যায় আবার হঠাৎ করে যখন ঘুম চলে আসে, না ঘুমানো পর্যন্ত শান্তি পাওয়া যায় না।
মাচাং এর ভিতরে আরো থাকবে সংগ্রহীত ছোট বড় আর্টের ছবি।কিছু আদিবাসী সংস্কৃতির উপাদান, যতটুকু পারি সংগ্রহের চেষ্টা করবো।মানে আমি এমন কিছু তৈরি করতে চাই, যেন মনে হবে ছোট আকারের লাইব্রেরি এবং জাদুঘর, জ্ঞানের ভান্ডার বা আখড়া, সংগ্রহশালা আরো নানান কিছু।যে যার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করুক না কেন কিন্তুু একটা কিছু নয় বিভিন্ন কিছু যেন মনে হয়।যেন প্রশ্ন জাগে, উত্তর খুঁজে, উত্তর পাওয়ার চেষ্টা করে পরিশেষে যেন সফল হয়।আমি মনে করি,প্রশ্নের জায়গাটা যদি তৈরি করতে পারি। তাহলে হয়তো অনেক কিছু করে ফেলতে পারবো,যেটা কিনা আমাদের জাতির জন্য দরকার অতি দ্রুত।
যখন সব কাজ শেষ হয়ে যাবে, তখন আমি বৃষ্টির জন্য অপেক্ষা করবো।যখন সত্যিই বৃষ্টি আসবে তুমি দকমান্দা পরে এক কাপ চা হাতে নিয়ে আমার পাশে বসবে।আমি চা নিয়ে তোমাকে যে একটি কবিতার বই দিয়েছিলামম, সেই বই তোমার হাতে দিয়ে বলবো আমাকে একটি কবিতা শুনিয়ে যাও।তোমার কোলে মাথা রেখে আমি কবিতা শুনে যাবো আর বৃষ্টি দেখব।মাঝে মাঝে কাপে চুমুক দিয়ে অতিরিক্ত অনুভূতি স্বাদ গ্রহণ করবো।এই যে তোমাকে একটি কবিতার বই দিবো এই জন্য যে তুমি আমাকে কবিতা শুনাবে, সেই বৃষ্টির সময়ে, যে সময়ের অপেক্ষায় আছি।
এইগুলো কল্পনার মাত্র ...
আমি তোমাকে একটি কবিতার বই দিবো, যে বই দিয়ে প্রথমে আমি আমার স্বপ্নের সময়ের জন্য প্রস্তুুতি নিবো।
একটি বাড়ি তুমি আর আমি কবিতা এক কাপ চা।
একটি বাড়ি তুমি আর আমি কবিতা এক কাপ চা।
(বিঃদ্র-এইটা কল্পনা মাত্র,কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়)
বাহ।
ReplyDeleteচেষ্টা করছি
Deleteমাচাং ঘরটা একটা নদীর ধারে হলে আরো ভালো হবে
ReplyDeleteঅসাধারণ হবে,আরো যদি ঝুম চাষ করা যেতো!
DeleteNamjok
ReplyDeleteদারুন
ReplyDelete