করোনাকালে তরুণ আদিবাসী শিক্ষার্থীদের ভাবনা।।পর্ব-৫।।
করোনাকালে তরুণ আদিবাসী শিক্ষার্থীদের ভাবনা।।পর্ব-৫।।
ছবি:সংগৃহীত। |
গ্রামের অনেক মানুষ এখনো করোনা ভাইরাস সম্পর্কে সচেতন নয়।তারা প্রয়োজনে অপ্রয়োজনে অবাধে বাইরে যাওয়া আসা করে এমনকি বাইরে গেলে মাস্ক ব্যবহার করে না বা করলেও মুখে ঢাকা থাকে না।জীবন মরণ অবস্থা না হলে কেউ টেষ্ট করাইনা এবং মনে করে যে ধরা পড়লে সরকারের মানুষ ধরে নিয়ে যাবে ও গুলি করে মেরে ফেলবে।আবার অনেকে মনে করে করোনা ভাইরাস একটি অভিশাপ।যার কারণে করোনা রোগীকে অন্যরকম করে দেখে।
আমরা জানি যুগ যুগ ধরে তরুণ শক্তি অসাধ্যকে সাধন করে আসচ্ছে।তাই আমার মনে হয় এইসময় তরুণদের অনেক কিছু করার আছে এবং তারাই পারবে এই অবস্থাকে মোকাবেলা করতে। প্রথমত এই সময় সবচেয়ে যেটা করণীয় সেটা হচ্ছে আশেপাশে মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা। সচেতনতার পাশাপাশি কিভাবে প্রতিরোধ করা যায় তা সুন্দরভাবে বুঝিয়ে বলা। সবাইকে বোঝাতে হবে আক্রান্ত ব্যক্তিকে ঘৃনা না করে পাশে দাড়াতে হবে।কিভাবে প্রতিকার করা যায় তা জানানো এবং যেকোন ধরনের সাহায্য প্রয়োজন হলে সাধ্যমতো পাশে দাঁড়ানো। যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কোন ক্লাস নেই বা পড়া নেই সেহেতু নিজেদের skill improve করা যাই বিভিন্ন মাধ্যম থেকে, যেমনঃ বর্তমানে অনলাইনে skill development er বিভিন্ন ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে সেখান থেকে ভবিষ্যতের জন্য নিজকে প্রস্তুত করা । পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজকে যোগ করা।
এছাড়াও করোনাকালীন সময় আমাদের অনেক কিছু শিখাচ্ছে।যেহেতু আমরা নিজেদের কাজের ব্যস্তায় নিজের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিলাম এবং যেহেতু একমাত্র সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করতে পারেন সুতরাং করোনা আমাদের সৃষ্টিকর্তাকে ডাকার কথা মনে করিয়ে দেয়। অপ্রয়োজনে অতিরিক্ত কোনকিছু ব্যবহার না করা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব মেনে চলা।
মৌলী রাকসাম(গারো)
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Good
ReplyDelete