"করোনাকালে আদিবাসী ছাত্রীদের ভাবনা" শীর্ষক অনলাইন আলোচনা।
নিউজ ডেস্ক:আগামী ১০ জুলাই ২০২০,শুক্রবার সন্ধ্যা ৭টায়
"করোনাকালে আদিবাসী ছাত্রীদের ভাবনা" শীর্ষক অনলাইন আলোচনা দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। আলোচনা অনুষ্ঠান সরাসরি দেখার জন্য চোখ রাখুন, 'বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ' এর ফেসবুক পেইজে।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করবেন অলিক মৃ, সাধারন সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।এবং আলোচনায় অংশগ্রহণ করবেন, জেমি তনচংগ্যা-শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ম্যোমিনচো রাখাইন-কক্সবাজার সরকারি কলেজ,
সাবিত্রী হেমব্রম, সহ-সভাপতি, আদিবাসী ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটি,প্রমী খীসা-শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এলিজা রাকসাম,শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এই আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশের আদিবাসী নারীদের বর্তমান অবস্থা ও ছাত্রীদের ভাবনা বিষয়ে জানতে পারবো।
No comments