সাক্ষাৎকার;তরুণ উদ্যোক্তা মুনমুন নকরেক।।জাডিল মৃ।।

সাক্ষাৎকার;তরুণ উদ্যোক্তা মুনমুন নকরেক।।জাডিল মৃ।।






এই করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমেই সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় উদ্যোক্তা ও গারো-সহ আদিবাসীদের অনুপ্রেরণাকারী মুনমুন নকরেক।যিনি গারো আদিবাসীদের মধ্য থেকে ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। যত দিন যাচ্ছে 'আপসান' এর জনপ্রিয়তা ও পণ্যের চাহিদা বাড়ছে।কারণ তিনি ক্রেতার আস্থা অর্জনে করতে সক্ষম হয়েছেন।তিনি নিজের জীবনবোধ সম্পর্কে, কাজ সম্পর্কে,বর্তমান অবস্থা সম্পর্কে এবং আরো নানাবিধ বিষয় নিয়ে কথা বলেছেন।সাক্ষাৎকার নিয়েছেন জাডিল মৃ...



জাডিল মৃ:করোনাকালীন সময়ে আপনি কেমন আছেন?

মুনমুন নকরেক:ভাল আছি। তবে সামগ্রিক ভাবে ভালো নেই। করোনার কারণে এত এত মানুষ যেভাবে কর্মহীন হয়ে পড়ছে আর চারিদিকে এত অভাব অনটন ও দুর্ভোগ এসবের কারণে বলতে গেলে আমিও ভালো নেই।



জাডিল:আপনার 'আপসান' ও 'আমানি জুমাং তাঁতের' খবর জানতে চাই।

মুনমুন: 'আপসান' ভালো আছে এবং সে তার মত করে কাজ করছে।তবে 'আমানি জুমাং তাঁত' সবথেকে বেশি ভালো কাজ করছে ও অন্য সবার মন খুব সহজেই জয় করে নিয়েছে।কাজের চাপ খুব বেশি তাঁতে।



জাডিল:এই করোনাকালে ব্যবসার কোন প্রভাব পড়েছে কিনা?

মুনমুন:করোনার সময় আসলে আমি নিজেও সবার নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দিয়েছিলাম প্রথম দিকে।পুরো দু'মাস গ্রামের বাড়িতে ছিলাম। ঐ দু'মাস আমি একমাস অসুস্থ ছিলাম এর পরও মার্কেটিং করেছি ও তাঁতের কাজে জোর দিয়েছি।মূলত তাঁতের উপরই করোনাকালীন সময় আমার পরিবার নির্ভর ছিল।

সেই সাথে আমার অসুস্থতার যাবতীয় খরচ তাঁতের বেচাবিক্রীর টাকায় হয়েছিল।



জাডিল:করোনাকালে মানুষের ক্রয় ক্ষমতা কমেগেছে।সে-দিক থেকে আপসানের চাহিদা কেমন?

মুনমুন:করোনাকালে ক্রয় ক্ষমতা কমলেও আমার কাস্টমারদের রেসপন্স ভালো। লকডাউনে (এপ্রিল -জুন)৭০ হাজারের মত অর্ডার ছিল।জুলাইয়ে এ সপ্তায় প্রায় ২৫হাজারের বেশি বিক্রয় করলাম। আদিবাসী বাঙ্গালী সবার কাছে সমান জনপ্রিয় আমাদের আপসান ও তাঁতের সেবাপণ্য।



জাডিল:সামনে "আপসান" নতুন কোন চমক দেখাবে কিনা?

মুনমুন:আপসান সবসময় নিত্য নতুন সৃষ্টির কাজে ব্যস্ত।সামনে ছেলেদের জন্য নতুন চমক থাকবে। থাকবে মেয়েদের জন্যেও।



জাডিল:'আপসানের' ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাই?

মুনমনু:আপসানের ভবিষ্যৎ পরিকল্পনা হল ঘরে ঘরে আপসান ও তাঁতপণ্য দেশ ও বিদেশে পৌঁছে দেওয়া। এবং দকমান্দার প্রোডাকশনের কাজ দ্রুত  শুরু করা।



ছবি:সংগৃহীত। 



জাডিল:দেখলাম 'মাতগ্রিং' নামে গারো আদিবাসীদের উদ্যক্তা এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটা গ্রুপ খুলেছেন।সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

মুনমুন: মাতগ্রিক অর্থ যোদ্ধা। আমি মনে করি আমরা উদ্যোক্তারা এক একজন যোদ্ধা।  যুদ্ধ করে টিকে থাকতে হয় জয়ী হতে হয়।
আমাদের মান্দিদের উৎসাহ দেবার বা সাহস দেবার মত মানুষের অভাব এখনও অনেক।অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় অনেকের স্বপ্ন কিংবা উদ্যোগ।তাদের ও নিজেদের একটা জায়গা তৈরী করতেই এই গ্রুপ খোলা।যেখানে উদ্যোক্তারা এক হবে।

সেই সাথে উদ্যোক্তা ও ক্রেতাদের সরাসরি সংযোগ ঘটবে।সবাই মিলে ভবিষ্যতে নিজেদের জন্যে কিছু করতে পারবো।



জাডিল:আপনি কী মনে করেন গারো উদ্যোক্তারা ভালো কাজ করছে। তাঁদের কাছ থেকে কেমন প্রত্যাশা করছেন?

মুনমুন: গারোদের মধ্যে উদ্যোক্তা নেই বললেই চলে।যারাই এগিয়ে আসছে বেশির ভাগই নতুনত্ব সৃষ্টির বদলে সোর্সিং করছে।উদ্যোক্তা হতে হলে নিজস্ব কিছু সৃষ্টি থাকা জরুরী।তবে এক দুজন ভিন্নধর্মী কাজ করছে সেটা সত্যি প্রশংসনীয়।আমাদের কাজ করার অনেক সেক্টর আছে যা দিয়েই নতুন নতুন সৃষ্টির কাজ করতে পারে।ভবিষ্যতে এ নিয়ে নিশ্চয়ই নতুন যারা আসবে তারা ভাববে ও কাজ করবে।আশার কথা হল আগ্রহটা বাড়ছে ও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে সমাজে।



জাডিল: নতুন উদ্যোক্তা হতেগেলে কীকী জানাশুনা প্রয়োজন এবং কোন পরামর্শ?

মুনমুন:আমি নিজেও যেহেতু নতুন, প্রতিনিয়ত শিখছি ও জানছি সেহেতু আমি বলবো সবার আগে আমাদের ইগোটা ঠিক করতে হবে। আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।বিশেষ করে আমরা যে কাজটা পারি সব'টা নিয়েই এগোতে পারবো বেশি।এছাড়াও কমোনিকেশন স্কিল বাড়াতে হবে।মানুষের সাথে মিশতে হবে,যোগাযোগ বাড়াতে হবে। অনলাইনে ব্যবসা করতে হলে লেখালেখি ও ফটোগ্রাফি ভাল করতে হবে।খুব ধৈর্য, বিনয়ী ও সঠিক পরিশ্রম করতে হবে। সবচেয়ে বড় কথা প্রচুর পরিমাণে অনলাইনে উদ্যোক্তা সম্পর্কে, উদ্যোগ সম্পর্কে, বাজার সম্পর্কে,স্কিল ডেভেলপ ইত্যাদি সব বিষয়ে স্টাডি করতে হবে। সবসময় লেগে থাকতে হবে।সবার কাছ থেকে শিখার মনমানসিকতা রাখতে হবে।টানা ৫ বছর ব্যবসা না করা পর্যন্ত পিছু পা হওয়া যাবেনা। মনে রাখতে হবে ব্যবসা কেউ করে শিখেনা করে শিখে।


জাডিল: ব্যস্তার মধ্যেও সময় দিয়েছেন।সেই জন্য আপনাকে অসংখ্যক, ধন্যবাদ।

মুনমুন:আপনাকেও ধন্যবাদ জানাই সময় করে আমার মত ক্ষুদ্র উদ্যোক্তার খোঁজ খবর নেওয়ার জন্যে ও সবার কাছে আপসানের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্যে।এভাবেই আপনারা যারা লেখালেখি জগতে আছেন আমাদের সহযোগিতা করবেন।শুভকামনা আপনার জন্যেও।



No comments

Theme images by saw. Powered by Blogger.