একজন মিঠুন চাকমা এবং রেং থিয়েটার।।জাডিল মৃ।।

একজন মিঠুন চাকমা এবং রেং থিয়েটার।।জাডিল মৃ।।


ছবি-সংগৃহীত। 




মিঠুন চাকমা, আমার ক্যাম্পাসের বড় ভাই।এতটা ঘনিষ্ঠ সম্পর্ক না হলেও সম্পর্ক যে আছে সেটা বলাই বাহুল্য বৈকি!আমাদের সম্পর্কের কথা এখানেই ইতি টানছি।মূল কথায় আসি।

মিঠুন দা খুবই আত্নসচেতন এবং থিয়েটারের জন্য নিবেদিত প্রাণ। ইতিমধ্যে অনেকবার দেখেছি প্রমাণও পেয়েছি সে অভিনয়ের জন্য একেবারেই নিবেদিত প্রাণ।থিয়েটারে পড়াশুনা করছে বলেই হয়তো অভিনয়ের নেশা রক্তে রক্তে মিশেগেছে। সে-ই জন্যই তো এই করোনাকালেও অভিনয়ের কথা ভুলে যাইনি।এখনো নিজের প্রচেষ্টায় অভিনয় করে চলছে,অভিনয় করছে,শেখাচ্ছে।সেটা তো অবশ্য ভালো উদ্যোগ।


সে-ই ভাবেই হয়তো নতুন ভাবনা থেকে 'রেং থিয়েটারের' আত্নপ্রকাশ। শো এর মাধ্যমে থিয়েটারের জন্ম ১৪ জুলাই, ২০২০ ;দ.শান্তিপুর পানছড়িতে।রেং চাকমা শব্দ বাংলা অর্থ চিৎকার।অভিনয়ের মাধ্যমে চিৎকার করে মানুষ জন্য কিছু করতে চাই বলেই থিয়েটারের পথচলা শুরু।এই করোনাকালীন সময়ে অনেকে অনেক কিছু করছে।কেউ কেউ নতুন হিসাবের খাতা খুলছে,ব্যবসায় নামছে,উদ্যোক্তা হচ্ছে,নিজের প্রতিভা বিকশিত করছে তা আবার অন্যের মাঝে শেয়ার করছে।জীবনের স্বাভাবিক বৈশিষ্ট্যে উদাহারণ যেমন পাল্টেগেছে সেখানে থিয়েটার শুরু করা বিলাসিতা হতে পারে।তবে আমি সেটাকে বিলাসিতা হিসাবে ধরছি না।যদিও আমরা এই সংকটাপন্ন মুহূর্তের সময় পার করছি/হচ্ছি।তবুও রেং থিয়েটারের যাত্রা জন্য রইল শুভকামনা। হয়তোবা রেং থিয়েটার আরো দুই,তিন বা পাঁচ বছর পরে যাত্রা শুরু করতো/ করতে পারতো। কিন্তুু করোনার জন্য আগেই থিয়েটারের যাত্রা শুরু হলো তা খারাপ কিসের!!আদিবাসীদের থিয়েটার বলতে গেলে নেই,সেটা নিয়ে পড়াশুনা করাটাও কম।তবে কিছু আছে যারা প্রতিষ্ঠিত ও নামডাক আছে।


এই ক'দিন আগে রেং থিয়েটারের প্রথম শো অনুষ্ঠিত হলো।নাটকের নাম ছিল-দ্যা করোনা।রচনা ও নির্দেশনায় মিঠুন চাকমা।অভিনয়ের ছিল রিমন চাকমা,আশীষ চাকমা,সুমেন চাকমা,মিঠুন চাকমা,ধ্রুব চাকমা।যদিও রেং থিয়েটারের প্রথম শো সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো হয়েছে।

দ্যা করোনা'র মূল বিষয়বস্তু ছিল-
মানুষ প্রতিনিয়ত পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, বিপন্ন করে তুলছে।যার ফলে মানুষ পাপের শাস্তি পাচ্ছে। এই করোনার সংকটাপন্ন সময়ে মানুষ যেন মাস্ক পড়ে এবং সচেতন হয়।এবং পৃথিবীকে রক্ষার্থে যেন সবাই সচেতন হয়ে কাজ করে। সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে।

এইটা মূলত আর্ট পারফর্মেন্স ছিল।আপনারা যদি   শো'টি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন।

রেং থিয়েটার নতুন উদ্যোমে যে যাত্রা শুরু করেছে, সে-ই জন্য আস্থা রাখছি।হয়তো ভবিষ্যতে বড় কোন থিয়েটার গ্রুপ হয়ে উঠবে আদিবাসী জাতিগোষ্ঠী'র প্রতিনিধিত্ব করবে কিংবা দেশের জন্য সুনাম বয়ে আসবে সে-ই প্রত্যাশা করছি।থিয়েটারের নাথে সংম্পৃত সবাইকে জানাই শুভ কামনা।


নিচে লিঙ্ক দেওয়া হলো..
https://youtu.be/Oz-43210gtM




No comments

Theme images by saw. Powered by Blogger.