নতুন আঙ্গিকে আসছে"থকবিরিম নিউজ"পোর্টাল
নতুন আঙ্গিকে আসছে"থকবিরিম নিউজ"পোর্টাল
Jadil Mri(জাডিল মৃ)
তরুণ লেখক এবং ব্লগার
"থকবিরিম" সম্পর্কে আমরা হয়তো কম বেশি সবাই জানি,থকবিরিম হচ্ছে গারোদের নির্ভরযোগ্য একটি প্রকাশনা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত অনেক গুলো গবেষণাধর্মী, আত্নজীবনী,গল্প, কবিতা,উপন্যাস প্রভৃতি প্রকাশ করেছে ও প্রকাশ করে চলছে ।ভালো মানের বই প্রকাশ করার সুবাধে আদিবাসী বা বাঙালি সবার কাছে "থকবিরিম " একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।"থকবিরিম"শুধু মাত্র যে প্রকাশনা কাজের সাথে যুক্ত তেমনটা নয়,থকবিরিম বিভিন্ন সামাজিক কাজের সাথে বা অধিকারের ব্যাপারে আপোষহীন।আগে গারো লেখকদের বই ছাপানো খুব দু্ষ্কর ছিল, ছিল কষ্টসাধ্য, কিন্তুু" থকবিরিম " আসার পরে সেই কাজ সহজ হয়েগেছে।থকবিরিমের বইয়ের চাহিদা অকল্পনীয়,সেদিন মাত্র একজন পাঠক বই না পেয়ে হতাশ প্রকাশ করেছে।কারন সব বই বিক্রি হয়েগেছে।
থকবিরিম প্রকাশনী ও সাহিত্য পত্রিকার নতুন পদযাত্রা শুরু হচ্ছে.."নিউজ পোর্টাল " দিয়ে। তারা আরো একধাপ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তারা এই পত্রিকার মাধ্যমে শুধু গারো লেখক, কবি, সাহিত্যিকদের নয়, শুধু মাত্র আদিবাসী নয়, পুরো দেশের মনুষের মঙ্গলার্থে কাজ করবে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে বেশি মনযোগ দিবে। তাদের উদ্দেশ্য একটাই নিজের কথা নিজের মতো করে বলার অধিকার প্রতিষ্ঠা করা। সমাজের অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় প্রতিষ্ঠান করা, আদিবাসীদের মাঝে সংবাদের গুরুত্বকে তুলে ধরা ও সাংবাদিক তৈরি
করা, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবার চেষ্টা করানো বা চেষ্টা করা।
সংবাদের গুরুত্ব আমরা সবাই জানি,সঠিক সংবাদ, আপডেট সংবাদ,ফিচার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে "থকবিরিম নিউজ"পোর্টাল দৃঢ় প্রতিজ্ঞ।
"থকবিরিম নিউজ"পোর্টাল হয়তো আগষ্টের ২০ তারিখ থেকে যাত্রা শুরু করতে পারে।আদিবাসী যারা" থকবিরিম নিউজ"পোর্টালের সাথে কাজ করতে ইচ্ছুক বা নিজের ক্যারিয়া হিসাবে সাংবাদিকতা পেশা গ্রহণ করতে চাই,তাদেরকে "থকবিরিম নিউজ"পোর্টালের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
Email -raksam.net@gmail.com
Email -raksam.net@gmail.com
No comments