আমার বন্ধু ডাক্তার "অস্কার মান্দিক"
আমার বন্ধু ডাক্তার "অস্কার মান্দিক"
Jadil Mri(জাডিল মৃ)
তরুণ লেখক এবং ব্লগার
![]() |
আমাদের ডাক্তার |
আমার বন্ধু ডাক্তার,খুব গর্ব করে বলছি,তাই না!গর্ব তো হচ্ছি বটে কারন ব্যাচের মধ্যে একমাত্র ডাক্তার, যার সাথে মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হয়।ব্যাচের আরো অনেকে ডাক্তার আছে তবে তাদের সাথে তেমন যোগাযোগ নেই,সত্য কথা কি,তাদের সাথে কোন ধরনের সম্পর্ক কথা বার্তা বা জানাশুনা পর্যন্ত হয়নি,শুধু মাত্র দূর থেকে দেখেছি তারপর শুনেছি অমুক সমুক ডাক্তারে চান্স পেয়েছে।যেহেতু একমাত্র ডাক্তারে সাথে সম্পর্ক মানে যাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে,সেই জন্যই কয়েক ইঞ্চি বুক ফুলিয়ে বলছি,আমার বন্ধু ডাক্তার।কি রে,বেশি বলছি নাকি?নাকি আরো কিছু বলবো....
ডাক্তার সাহেব এখনো ডাক্তার ডিগ্রী পাশ করেনি,তবে অতি শীঘ্রয় পাশ করে যাবে।বন্ধু বা নাম ধরে ডাকা যায়,কিন্তুু ডাকি না, অবশ্য আগে নাম ধরেই ডাকতাম, কিন্তুু যখন থেকে ম্যাডিকেলে চান্স পেলো তখন থেকে আমি বা আমরা ডাক্তার বলেই ডাকি।ডাক্তার ডাক্তার বলে আগে থেকে প্রাকটিস করে নিচ্ছি আরিকি।ডাক্তারের সাথে অনেক দিন বাদে দেখা হলো,দেখা হয়ে ভালো লাগলো,সাথে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র OXY MREE এবং আরেকজন ট্রেনিং করছে আর্মিতে লেপ্টেনেন পদে।আজকে শুধু মাত্র ডাক্তার কে নিয়েই কিছু স্মৃতিচারণ করতে চাই।
ডাক্তার সাহেবের সাথে প্রথম দেখা হয় বারোমারি মিশনে,আমরা সবেমাত্র এস,এস,সি পরীক্ষা দিয়েছি। বারোমারিতে সাত দিনের জন্য, সদ্য শেষ হওয়া এস,এস,সি পরীক্ষার্থীদের একটা প্রোগ্রামে হয়েছিল ও প্রতি বছর হয়ে থাকে, যাকে বলে "হেস্টার"।আমরা একি গ্রুপে ছিলাম, তখন থেকেই আমাদের পরিচিয়। শুনতে অবাক হবে হইতো,আমি যে গ্রুপে ছিলাম মোটামোটি সবাই প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়া পথে।সবার সাথে যোগাযোগ না থাকলে মাঝে সাঝে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তাদের মধ্যে ডাক্তার অন্যতম।
সত্যি বলতে কি, ডাক্তার সাহেব খুব সাদাসিধা মানুষ, সহজ,সরল, বিনয়ী, নম্র,ভদ্র,বিশ্বস্তত, সত্যবাদী এবং কিছুটা আবার আবেগী। আমার লেখা পড়ে হয়তো অনেকে ভাবছো, আমি পাম মারছি,বিশাল বড় পাম মারলাম। আসলে কিন্তুু পাম না,তবে যদি কারোর কখনো দেখা হয় বা কারো পরিচিত থাকে থাকলে জিঙ্গেস করে নিতে পারো।আমার কথার সাথে মিল আছে কিনা কিংবা পরীক্ষা করে দেখতে পারো সত্য নাকি মিথ্যা।
কনফিডেন্স নিয়ে বলছি,যা বলেছি একেবারে শতভাগ খাঁটি এবং সত্য কথা বলেছি।
কনফিডেন্স নিয়ে বলছি,যা বলেছি একেবারে শতভাগ খাঁটি এবং সত্য কথা বলেছি।
অনেকের মনে প্রশ্নের উঁকি ঝুঁকি দিতে পারে, আসলে কেন শুধু মাত্র ডাক্তার কে নিয়ে লিখছি?অবশ্যই এইটার কোন কারন আছে,সেই জন্যই তো এত দীর্ঘ বাক্য লাইনের পর লাইন লিখছি। ডাক্তার সাহেবের সাথে আমার এবং আমাদের কিছু স্মৃতি জড়িয়ে আছে, যা সত্যিই স্মরণীয়, সব ঘটনা তো আর বলা সম্ভব না।
যদি বলিও, তাহলে আমার লেখা আরো দীর্ঘ হবে, তখন লেখা পড়ার অনুভূতি হবে বরিং...
তাই, শুধু মাত্র একটি স্মরণীয় ঘটনায় বলতে চাই।
তার আগে, আজকের কিছু কথা শেয়ার করি।আমার ঠিক মনে নেই কখন বলেছিল চান্স পাওয়ার আগে নাকি পরে,যাক সেসব কথা,ডাক্তার বলেছিল, "সে ডাক্তার হলে চাকচিক্য শহরে বা দামী কোন হাসপাতালে কাজ করবে না,কাজ করবে গ্রামে,হত দরিদ্র রোগীদের জন্য, যেখানে কিনা দরিদ্র রোগীরা সব্বোর্চ সেবা পাবে।"
এখন অবশ্য জানি না, এখনো তার মনের বাসনা আগের মতো আছে কিনা।বিস্তারিত কথা বার্তা হলে বা সময় থাকলে জেনে নেওয়া যেতো।তাদের হাতে সময় কম ছিল বলে সবকিছু জানা সম্ভব হয়ে উঠেনি।তবে আমার বিশ্বাস আগে তার যে বাসনা ছিল মনের ইচ্ছা ছিল, সেটা ডাক্তার করবেই।
আজকে সেই জন্য ফাইজিলামি করে বলেছিলাম,"ডাক্তার সাহেব তুমি কোন খানেই চান্স পাবা না,থানারবাইদে হাসপাতাল হচ্ছে,আমার রেফারেন্সে তোমারে চান্স পাওয়াই দিমু"।জানি, ডাক্তার সাহেব কাজ পেয়ে যাবে কোন না কোন একটা জায়গায় বা সরকারিতে পেয়ে যেতেও পারে।সেই জন্যই মশকরা করা আরিকি।সবকিছু বলাও সম্ভব না,যাক গে সেইসব কথা, আসল কথায় আসি..
ডাক্তার সাহেব আর আমি বা আমরা একি ব্যাচের সেটা তো জানা হয়েগেছে নিশ্চিয়। আমরা একি সাথে একি ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম ২০১৬ সালে, অনেক কাহিনী আছে,মূল কথায় চলে যায়।যখন সে ম্যাডিকেলে চান্স পেলো আমরা যারা ব্যাচম্যাট ছিলাম সবাই খুশি,কারন আমাদের একজন বন্ধু ডাক্তার হচ্ছে,ভাবতেই অন্যরকম আনন্দ।যেহেতু সে চলে যাচ্ছে বা যাবে, সেই জন্য ব্যাচেম্যাটরা মিলে বিদায় টাইপের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম।সবাই খুশি চা খাচ্ছি, মজা,মাস্তি,মশকরা করছি।ডাক্তার সাহেব কে কেউ বলছে,আমাকে ফ্রি চিকিৎসা করাতে হবে, ঔষধ ফ্রি দিতে হবে,হাসপাতালে নিলে সুবিধা পাওয়া যাবে, টাকা পয়সা লাগবো না, এই সবকিছু আরিকি।ফাইজিলামি ও আড্ডার শেষ প্রান্তে এসে হঠাৎ করে মেয়েরা ডাক্তার সাহেব কে একটি ছোট উপহার দিলো,অল্প সময়ের কারনে উপহার ছোট ছিল, আমিও ঠিক জানতাম না, সেই উপহারটা আসলে কি?আমরা যারা ছেলেরা ছিলাম কিছুই জানতাম না, মেয়েরা বুদ্ধি করে তার জন্য উপহার এনেছিল, সেহেতু সে চলে যাবে আমাদের ছেড়ে।ফলে, এক সময় আমাদের হাসি তামাশা শেষ হয়েগেল। মেয়েরা বলছে উপহার খুলে দেখতে, আমরাও বলছি খুলো,ডাক্তার এক প্রকার বাধ্য হয়ে উপহার দেখল।সেই উপহারটা ছিল আমাদের ব্যাচের স্মরণিক মুহূর্তের ছবি,যেটা কিনা কোটি টাকা দিয়ে হলেও পাওয়া যাবো না।
নিচে যে ছবিটা আছে, এই সেই ছবি....যেটা ডাক্তার কে উপহার দেওয়া হয়েছিল,ফ্রেমে সুন্দর করে বাধাই করে।
![]() |
১১তম ব্যাচ |
ছবিটা দেখে ডাক্তার চুপ হয়ে গেল,সন্ধ্যা প্রায় শেষের দিকে রাত নেমে আসছে।চারিদিকে চুপচাপ, সবার দৃষ্টি ডাক্তারেরর দিকে, আমি থতমত খেয়েছিলাম।আমি বুঝতে পারছিলামম না কেন ডাক্তার চুপ হয়েগেল।একটু আগে যার মুখে ছিল হাসি, এখন আমি কি দেখতে পাচ্ছি।পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক নিয়মেই চলছিলো,কিন্তুু হঠাৎ উপহার দেখার পর ব্যতিক্রম হয়ে যায়।
এমন পরিবেশ সৃষ্টি হলো,যেখানে ডাক্তার সাহেব কাঁদছে, প্রথমে তো ডাক্তার কাঁদছে তার পর দেখা দেখি আস্তে আস্তে সবার চোখে জল,কেউ চিৎকার করে কাঁদতে না পারলেও চোখের জল ফেলছে,কেউ রুমাল, ট্রিসু দিয়ে চোখ বার বার মুছার চেষ্টা করছে।এক সময় দেখলাম আমার চোখেও জল জমা হয়েগেছে, নিজেকে শক্ত করলাম,হালকা করে চোখের জল মুছে নিলাম।
অনেকক্ষণ ধরে চললো আবেগের সময়,নিরবে কান্না কাটি করলো সবাই।
অনেকক্ষণ ধরে চললো আবেগের সময়,নিরবে কান্না কাটি করলো সবাই।
যখন আবার স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলো আস্তে করে সবাই ডাক্তার কে বিদায় দিলাম, শেষ বাস রাত ৮ টায় বাসে উঠিয়ে দিলাম।
এই যে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছিল, বিচ্ছেদেরর যে বেদনা হয়তো সবাই অনুভব করতে পেরেছিল। সেই জন্য, সেদিন সবার চোখে জল ছিল,সাথে ছিল বন্ধুত্বের ভালোবাসা, আপনজন ছেড়ে যাওয়ার কষ্ট।ডাক্তার ছুটি পেলেই ক্যাম্পাসে যাই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে আসে।মনের যে টান, বন্ধুত্বেরর যে টান, ক্যাম্পাসেরর যে টান, সেই জন্যই বার বার ছুটে যায় তার ফেলে আসা অতীত স্মৃতির কাছে।
ডাক্তার যেখানেই থাকুক ভালো থাকুক, আমরা বিশ্বাস করি তার যে মহৎ পরিকল্পনা ছিল বা আছে একদিন বাস্তাবায়ন হবে।
আমরা গর্বিত একজন বন্ধু ডাক্তার পেয়ে,হয়তো একদিন তার ইচ্ছা বা বাসনা পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো।
ডাক্তারের স্বাস্থ্য বেড়েছে..
শেষ কথা,
বন্ধু ডাক্তার সত্যিই ভালো মানুষ।
বন্ধু ডাক্তার সত্যিই ভালো মানুষ।
১০ আগস্ট, শনিবার, ২০১৯.
No comments