বাগাছাসের বিক্ষোভ মিছিল...

বাগাছাসের বিক্ষোভ মিছিল..



আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে,বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত।






বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার আহবায়ক ডন যেত্রার সভাপতিত্বে, সদস্য সচিব শোভন ম্রং এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ,কেন্দ্রীয় সংসদের সহসভাপতি লেখী রিছিল,কেন্দ্রীয় সংসদের যুন্ম সাধারন সম্পাদক প্রেমাতুষ ম্রং,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি নিপণ ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সহসভাপতি সৈকত আরিফ, গারো স্টুডেন্ট ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক যোয়েল হাউই,হাজং স্টুডেন্ট কাউন্সিল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হরিদাশ হাজং,মিসাব এর সুমন মাহাতো সহ প্রমুখ।




সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার আহবান করেন।



সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পল্টন হয়ে প্রেসক্লাব গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।


(বি:দ্র-লেখা নেওয়া)













No comments

Theme images by saw. Powered by Blogger.