উদযাপিত হলো "আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯"
উদযাপিত হলো "আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯"
Jadil Mri( জাডিল মৃ)
ছবি:কনফারেন্স রুম |
প্রতি বছরের ন্যায় এই বারো পালিত হবে "আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯"।কিন্তুু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থী বৃন্দ "আদিবাসী ছাত্র সংগঠন"কতৃত্ব "আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯"উদযাপন করেছে।
বাস্তবতার রিখিকে ৯ আগস্ট পরিবর্তে ৪ তারিখ উদযাপন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্য বৃন্দ,উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
ছবি:কনফারেন্স রুম |
ছবি:কনফারেন্স রুম |
No comments