আদিবাসী দিবস উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত

আদিবাসী দিবস উপলক্ষে  ফুটবল খেলা অনুষ্ঠিত

Ja'dil Mri(জা'ডিল মৃ)

ছবি:সংগ্রহ



আদিবাসী দিবস উপলক্ষে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, "আদিবাসী ছাত্র সংগঠন"কতৃর্ক আয়োজিত ফুটবল খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।সারাদিন ব্যাপী ফুটবল খেলায় মোট পাঁচটি টিম (সম্মেলিত ৯ম,৮ম,৭ম এবং ১০তম,১১তম,১২তম, ১৩ তম ব্যাচ) অংশগ্রহণ করে।ফুটবল খেলার মাঠে উপস্থিত ছিলে সংগঠনের বর্তমান সভাপতি মি. তমাল চিরান আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মি. হ্নদয় চাকমা। এছাড়াও সংগঠনের সাবেক নেতৃত্ববৃন্দ এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ১২ তম ব্যাচ এবং রানার্স আপ হয়েছে সম্মেলিত ৯ম ব্যাচ।উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মি.হিল্লোল নকরেক,চেয়ারম্যান, ময়মনসিংহ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন।তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।




No comments

Theme images by saw. Powered by Blogger.