আমার পক্ষ থেকে ধন্যবাদ


, "ধন্যবাদ প্রিয় পাঠক।



A'bima




প্রিয় পাঠক,

আমি ভবিষ্যতে বড় মাপের লেখক হতে পারবো কিনা বা লেখা চালিয়ে যেতে পারবো কিনা, সেটা ঠিক জানি না।তবে, বর্তমানে লেখা লিখি করতেই ভালো লাগছে, মনের স্বাদে তৃপ্তি আসে , তাই লিখছি।
অনেকে অনেক কিছু করে আনন্দ পায়,আমি লেখার মধ্যে সুখ পায়,মনের ভেতর শান্তি লাগে,   লেখার মধ্যে অন্য রকম আনন্দ খুঁজে পায়,আমার মনে হয়,   সব কিছু লেখার মাধ্যমেই প্রকাশ করা যায়।এই যেমন,চাওয়া- পাওয়া,দুঃখ-কষ্ট,প্রেম-ভালোবাসা মানে সবকিছৃ সহজেই প্রকাশ করা যায়।


আমি জানি না,এই লেখা লিখি করে কতটা সফল বা আমার লেখা কেউ পছন্দ করে কিনা !! সাধারণতত, আমি লেখি মনের তৃপ্তি মেটানোর জন্য।



আমি জানি, যে লেখাগুলো লিখছি,সেই গুলো এখনো পরিপূর্ণতা পাইনি।জানা সত্ত্বেও লিখে যাচ্ছি,হয়তো একদিন পরিপূর্ণতা পাবে, কেন না,স্বপ্নের মধ্যেই মানুষ বাঁচে।


তাই,আমিও স্বপ্ন দেখি একদিন একটা বই বের করবো,হয়তো ক্রেতা নাও পেতে পারি, কিন্তুু মনের স্বপ্ন যে পূরর্ন হয়ে যাবে যে,আমার একটা বই আছে, নিবা?



আসলে, যারা আমার লেখা পছন্দ করে বা অপছন্দ করে বা লেখা শিশু শুলভ মনে করে, প্রত্যেক কে আমার পক্ষ থেকে জানাই  আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা দিতে চাই। কারন আমার অনেক গুলো লেখা আছে যেগুলো দশ হাজার ভিউ ছাড়িয়ে গেছে অনেকদিন আগে।এইটা আমার কাছে বড় প্রান্তি, একটা লেখা দশ হাজার ভিউ, নিজে নিজে ভাবতেই অবাক লাগছে।



যদিও আমি বড় মাপের কেউ না, লেখা ভালোবাসি বলে লিখছি,কিন্তুু এত তাড়াতাড়ি অনেকগুলো লেখা দশ হাজার ভিউ হবে, কল্পনার বাইরে।আপনাদের সমর্থন আমাকে সমৃদ্ধ করবে,একটা দায়বদ্ধতা কাজ করছে,আরো ভালো লিখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে।
আমার লেখা এবং ব্লগ দেখার জন্য আপনাদের সকলে কে ধন্যবাদ।



ধন্যবান্তে,
জাডিল মৃ (Jadil Mri)



বিঃদ্র-(রাঙামাটি যাওয়ার পথে ভাবছিলাম)
২০.৮.২০১৯


No comments

Theme images by saw. Powered by Blogger.