নিঝুম স্কু'র কবিতা



কবিতা
"সময়ের কদর"


নিঝুম স্কু
Voice note



কাপ্তাই লেক





আমি ভাল চাকরি করি, সম্পর্ক করবি? 
বিয়ের পর দাসী হয়ে যাবি,,
আইফোন কিনে দেব, কাছে আসবি?
বিনিময় হিসেবে দেহমজা নিব,
ভালবাসা পাবিনা,
স্বার্থের জন্য খুজে বেড়াস?
তাহলে সত্যিকার মন পাবিনা, 
পারফেক্ট সবকিছু চাস,
বেশ্যা হতেই হবে, ভাল থাকতে পারবিনা,
তুই তো সেদিনই মরে পচে গেছিস,
যেদিন ভুলে সম্পর্ক করলি,
আর শোতে রাজি হইলি!
কুমারীত্ব দান করলি "
তোরা শুরুতেই ব্যর্থ, যেদিন জীবনের গুরুত্ব বুঝিস নাই,
আর বুঝিস নাই জীবনের অর্থ,
তোরা আর কোথায় সফল বল?

মোহে মানুষ স্বত্তা ভুলে যায়,
অস্বীকার করে বসে রক্ত,সমাজ, জাতি, সংস্কৃতি..
দর্শক হাপিয়ে উঠে তাদের ভাবনায়!!
কখনও দেখেছিস? 
শালিক আর কাকে প্রনয় ঘটাতে?
দেখেছিস কোকিল বাসা বানিয়েছে?
পেরেছে নিজের বাসায়, নিজের ছানায় মমতা বিলাতে?
জানা কথা হবার নয়, 
তাহলে তোরা এমন কেন! 
কিভাবে ভাবিস! এসব সমাজ নান্দনিক?!!  হ্যা??
আর অইযে বলেনা ',,
নদী শুকিয়ে যায়,  মানুষ বুড়ো হয়ে আসে,
অভাব পড়লে ভালবাসা পালিয়ে যায়,
আর বিশ্বাস কর,,,,

তোদের মত বাইনচুদ,  সারাজীবন বাইনচুদই থেকে যায়....


No comments

Theme images by saw. Powered by Blogger.