গারোদের ঐহিত্যবাহী পোশাক,"দকমান্দা"।


গারোদের ঐহিত্যবাহী পোশাক,"দকমান্দা"।


ছবি-ফেইসবুক থেকে।



উপরে যে ছবিটি দেখছেন,সুন্দর লাগছে তাই না!সুন্দর তো লাগবেই। কিন্তুু এই সৌন্দর্য যেন নাচের জন্য বা কোন উৎসবের জন্য দকমান্দাটি আলমারিতে পড়ে না থাকে।বর্তমান প্রজম্ম যেন সবক্ষেত্র দকমান্দা ব্যবহারে উৎসাহিত হয়, সেদিকে নজর দেওয়া উচিত।আমাদের মেয়েরা প্রকৃতিগত ভাবেই অনেক সুন্দর 'দকমান্দা'পড়লে আরো কত সুন্দর দেখা যায়।তা ছবি দেখেই বুঝতে পারছেন।
"দকমান্দা" গারোদের ঐহিত্যবাহী পোশাক এইটা যেমন সত্যিই গর্বের,তেমনি অহংকারো বটে!যে কোন কিছু বস্তুই হোক নিজস্বতা থাকা মানেই তো গর্বের বিষয়। সেইজন্য আজকের আলোচনার বিষয়বস্তু "দকমান্দা"কেন্দ্রীক;একটু চিন্তা করতে চাই।
ইন্টারনেট, বিভিন্ন কলাম, ব্লগ,অনলাইন নিউজ,ম্যাগাজিন অনেক জায়গায় 'দকমান্দার' কথা উল্লেখ্য আছে, পেয়েছিও।তবে বিস্তারিত আলোচনা বা লেখা পাইনি।তাই আমার জানার পরিধিও কম,যেমন লিখতে চেয়েছিলাম তেমনটাও হবে না।তবুও দকমান্দা নিয়ে নিজের চিন্তা-ভাবনার প্রতিফলন'টি প্রকাশ করতে চাই।





ছোটবেলা থেকেই "দকমান্দার" প্রতি আলাদা ভালোবাসা আছে।সবসময় দকমান্দার প্রতি আকর্ষণবোধ করি।যে দকমান্দায় বেশি নকশা ও কারুকার্য আছে, সেটাই বেশি পছন্দ করতাম।যদিও দামটা অনেকটা বেশি হয়ে থাকে।ভাবছিলাম,বর্তমানে আমাদের "দকমান্দা" একটি মাত্র প্রতীক যা অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আমাদের কে আলাদা করতে পারে(পোশাকের কথা বলছি)।"দকমান্দা"ছাড়া ঐহিত্যবাহী পোশাক বা পরিধান নেই বললেই চলে।আধুনিকতার সাথে তাল মিলিয়ে এখন পর্যন্ত "দকমান্দার" বিকল্প বা "দকমান্দা"কে আধুনিকায়ন বা মোডিফাই করতে পারিনি।আধুনিকায়ন না হলেও এর চাহিদা ও প্রচলন তা আজো বিদ্যমান রয়েছে,যেটা কে আমরা বলতে পারি অন্ধকারের 'প্রদীপ'।মেয়েদের জন্য "দকমান্দা" আছে কিন্তুু ছেলেদের তো নই!তবে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে "দকমান্দা"পড়েই অংশগ্রহণ করতে দেখেছি।"দকমান্দার" বিকল্প এখন পর্যন্ত ছেলেদের জন্য আলাদা কোন পোশাক উৎপাদন বা ডিজাইন করা হয়নি।তাই ভাবছি যেহেতু মেয়ে-ছেলে উভয় পরিধান করে।তাহলে শুধু মাত্র মেয়েদের ঐহিত্যবাহী পোশাক বলবো নাকী গারোদের ঐহিত্যবাহী পোশাক!সেটা প্রশ্ন রইল।


যাইহোক, ঐহিত্যবাহী পোশাক দিয়েই বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে।যেমন-বিভিন্ন ধরণের   বালিশ কাভার,ব্যাগ,কোট,টেবিল ক্লট প্রভৃতি।কিন্তুু ব্যবহার এখনো প্রসার লাভ করেনি।হয়তো ভবিষ্যতে ভালো ডিজাইন আসবে। ইতিমধ্যে 'আপসান' কাজ শুরু করে দিয়েছে।





উপরে যে স্ক্রিনশট দেখছেন,তা থেকেই অনুধাবন করতে পারি।শুধু মাত্র যে গারোদেরকেই মানাই তা না,গারো ছাড়াও যারা পোশাকটি পড়ে তাদের কেও কত মানাই/মানিয়েছে!আমি চাইবো,বর্তমান তরুণ প্রজম্ম যেন নিজেদের পোশাকের দিকে আরো সচেতন হয়।ছেলেদের ক্ষেত্রে নিজস্বতার ছাপ রেখে এমন কিছু পোশাকের ডিজাইন আশা করছি যেন 'দকমান্দা'র মতো ঐহিত্যবাহী পোশাক এবং অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করা যায়।যারা কাজ করছে বা যারা কাজ করতে আগ্রহী,আমি আহ্বান রাখবো ছেলেদের দিকেও যেন একটু নজর দেওয়া হয়।



No comments

Theme images by saw. Powered by Blogger.