শুকরের দাঁত(ওয়াচিং-Wa.ching)(Wagam)ঐতিহ্যের অংশ!
শুকরের দাঁত(ওয়াচিং-Wa.ching)ঐতিহ্যের অংশ!
জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার
ছবি-থানারবাইদ(আচ্চুনি নক) |
করোনাভাইরাসের কারণে সবাই হোম-কোয়ারেন্টিনে আছে।আমিও আছি,বাইরে যাওয়া বারণ।তাই হাতে প্রচুর সময়,নিজের জন্য,পরিবারের জন্য,নিজের জন্য এবং নিজের জন্য!পরিবার ছাড়া কারো সাথে আপাতোত দেখা-সাক্ষাৎ নেই।বাড়িতে থাকার ফলে হাতে প্রচুর সময়,অনেক সময়!তাই যেহেতু সবার হাতে সময় আছে।শুকরের দাঁত(Wa.ching)নিয়ে একটু চিন্তা করি যা আমাদের ঐতিহ্যের প্রতীক।
সাধারণত ঐতিহ্য হলো "বংশপরম্পরায় যেসকল চিন্তা বা বিশ্রুতি বিশ্বাস করে"।
যাইহোক,আমরা নিজেরা নিজেরা একটু চিন্তা করি ও গবেষণা করি।আসলেই কী;এইটা ঐতিহ্য ও সাথে গুরুত্বপূর্ণ কীনা!ছবিতে যা দেখছো, বাংলায় "শুকরের দাঁত" গারো ভাষায় "ওয়াচিং-Wa.ching"।আ'বিমা অঞ্চলে (মধুপুর এলাকায়) অনেক বাড়িতেই আমি ওয়াচিং-Wa.ching দেখেছি।এবং কিছু কিছু পরিবার এখনো তা সংরক্ষণ করে। আমার আচ্চুও(নানা) সংরক্ষণ করে রেখেছে অনেকগুলো ওয়াচিং-Wa.ching।
সেদিন আমার থানারবাইদ গ্রামের পাশে সাইনামারি গারো গ্রামে গিয়েছিলাম। আমার "মৃ" মাহারির বাড়ি, সম্পর্কে আজং-ফাজং(ফুফি -ফুফা) এর বাড়ি।তাদের বাড়িতে সারাদিন ছিলাম।সেদিন খেয়াল করলাম সেখানেও ওয়াচিং-Wa.ching সংরক্ষণ করে রাখা আছে।আগ্রহের সাথে গুণে দেখলাম ২০৮ টার মতো ওয়াচিং-Wa.ching আছে।মানে ২০৮ টার মতো শুকর ;এই বাড়িতে খাওয়া হয়েছে।এই চেয়েও বেশি শুকর হতে পারে কারণ অনেকক্ষেত্রে ওয়াচিং সংরক্ষণ করা হয় না।ওয়াচিং-Waching দেখে শুকর ছোটবড় পরিমাপ করা যায়।
ছবি- সাইনামারি |
ওয়াচিং-Wa.ching নিয়ে কারো কাছে লেখা বা তথ্য আছে কীনা জানার চেষ্টা করলাম।কিন্তুু দেখলাম,কোন তথ্যই পেলাম না।আগে যা শুনেছি তাই জানানোর চেষ্টা করবো।
খেয়াল করেছি, যারা পুরোপুরিভাবে খ্রিষ্টান হয়েগেছে তাঁদের বাড়িতে ওয়াচিং-Wa.ching দেখতে পাওয়া বিরল।আবার যারা আদি ধর্ম "সাংসারেক" এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্ক যুক্ত তাদের বাড়িতেই আমি ওয়াচিং-Wa.ching দেখেছি।
আমি যা জানি আরিকী!অনেক আগে থেকেই গারো পরিবারগুলো ওয়াচিং- Wa.ching সংরক্ষণ করতো।কারণ কতটি ওয়াক(শুকর) খাওয়া হয়েছে বা কতটি ওয়াক বাড়িতে এসেছে তা জানার জন্য সংরক্ষণ করতো। এছাড়াও
প্রতিপত্তি/বিত্তশালী বুঝানোর ক্ষেত্রেও তা সংরক্ষণ করা হতো।যারা নকমা(গ্রাম্য প্রধান) বা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে বা টাকা পয়সার দিক দিয়ে একটু এগিয়ে তাঁদের বাড়িতে ওয়াচিং-Wa.ching সংরক্ষণ করতে দেখেছি।আমার বলার বাইরেও আরো কোনকিছু জন্য বা সংরক্ষণের আলাদা বৈশিষ্ট্য আছে কীনা তা আমার জানা নেই।
প্রতিপত্তি/বিত্তশালী বুঝানোর ক্ষেত্রেও তা সংরক্ষণ করা হতো।যারা নকমা(গ্রাম্য প্রধান) বা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে বা টাকা পয়সার দিক দিয়ে একটু এগিয়ে তাঁদের বাড়িতে ওয়াচিং-Wa.ching সংরক্ষণ করতে দেখেছি।আমার বলার বাইরেও আরো কোনকিছু জন্য বা সংরক্ষণের আলাদা বৈশিষ্ট্য আছে কীনা তা আমার জানা নেই।
ওয়াচিং-Wa.ching সংরক্ষণ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, করে আসছি।কারণ অন্য উপাদানগুলোর মতো এই উপাদান অন্য জাতিগোষ্ঠী থেকে আমাদের কে আলাদা করতে সাহায্য করে।দেশের অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে এমন প্রথা আছে কীনা আমার জানা নেই!
তাহলে আমরা বলতেই পারি ঐতিহ্যগত ভাবে ওয়াচিং-Wa.ching এর গুরুত্ব আছে।এবং ওয়াচিং-Wa.ching সংরক্ষণ আলাদা বৈশিষ্ট্য প্রদান করে।
আপনারাও, আপনাদের মতামত প্রদান করতে পারেন,ওয়াচিং-Wa.ching নিয়ে চিন্তা-ভাবনা কী বা ভিন্নমত?
No comments