করোনাভাইরাসের প্রাদুর্ভাব!


করোনাভাইরাসের প্রাদুর্ভাব!






সারাবিশ্ব থমকে আছে করোনাভাইরাসের কারণে!কোথাও মানুষ নিশ্চিতে নেই।সবার মাঝেই উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কোথাও গিয়ে শান্তিতে থাকবো কিংবা নিরাপদ জায়গা খুঁজবো, সেই পরিস্তিতিও নেই।কারণ কোথায় কিভাবে জীবাণু আছে,কোথায় ছড়াছে তা আমরা জানি না।যতটা পারা যায় প্রত্যেকের এখন নিরাপদে থাকা উচিত ও সাবধানে থাকা উচিত।যদি সাবধান ও সচেতন না হই, আমাদের সবাইকে বিরাট সংকটের মধ্যে পড়তে হবে।এমন শোচনীয় পরিস্তিতির মধ্যে পড়বো যা আমরা কল্পনাও করতে পারিনা বা পারি নাই।



করোনাভাইরাস সম্পর্কে কমবেশি আমরা সবাই অবগত হয়েছি।এবং কিভাবে প্রতিরোধ করা যায়,নিরাপদে থাকা যায় বিভিন্ন গণমাধ্যম ও সংগঠন মানুষকে সচেতন করছে।কিন্তুু আমরা নিজেরাই যদি সচেতন না হই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব না।যে নিয়মকানুন এবং ভাইরাস প্রতিরোধের যে কার্যকর ভূমিকা রাখা দরকার তা আমাদের সকলের যথার্থ পালন করা দরকার/ উচিত।



ক্রমাগত ভাইরাসের আক্রাতের সংখ্যা বাড়ছে।অন্যান্য দেশে মহামারী হিসাবে চিহ্নিত করা হয়েছে যদিও আমাদের দেশে প্রাদুর্ভাব দেখা দেয়নি।কিন্তুু তা হতে আর কতক্ষণ? এই ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেইজন্যই পদক্ষেপ নেওয়া উচিত।ভাইরাসকে সহজ ভাবে দেখলে নিশ্চিয় আমাদের জন্য মঙ্গল হবে না।তাই..
সবাই ভালো থাকুন,সুষ্ঠ থাকুন এবং নিরাপদে থাকুন।

No comments

Theme images by saw. Powered by Blogger.