এক লক্ষ সাবক্রাইবারের মালিক গারো ইউটিউবার!।।জাডিল মৃ।।
এক লক্ষ সাবক্রাইবারের মালিক গারো ইউটিউবার!
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
তরুণ লেখক এবং ব্লগার
বর্তমান সময়ে হাতে স্মার্টফোন আছে অথচ ইউটিউব দেখেন না বা অনলাইনে ভিডিও দেখেন না,এমন তো হতে পারে না!স্মার্টফোন আছে মানেই তো ইন্টারনেট আছে, ইউটিউব আছে।
কমবেশি আমরা সবাই এখন ইউটিউব দেখি।
ইউটিউবে যে কেউও নিজস্বতা বজায় রেখে চ্যানেল তৈরি করতে পারে।ইউটিউব এখন এমন একটি প্লাটফর্ম যেখানে সারাবিশ্বের ঘটে যাওয়া ঘটনা চলমান অবস্থা কিংবা বিনোদনের এক বিশাল ভান্ডার। কোন কিছু শিখতে এমন কী আপনি কোন কিছু জানেন না তাতে কোন সমস্যা নেই।সমাধানের মাধ্যম এখন ইউটিউব ও গুগল ।আমরা প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় সবকিছুই এখন ইউটিউব থেকে শিখে নিতে পারি।
কমবেশি আমরা সবাই এখন ইউটিউব দেখি।
ইউটিউবে যে কেউও নিজস্বতা বজায় রেখে চ্যানেল তৈরি করতে পারে।ইউটিউব এখন এমন একটি প্লাটফর্ম যেখানে সারাবিশ্বের ঘটে যাওয়া ঘটনা চলমান অবস্থা কিংবা বিনোদনের এক বিশাল ভান্ডার। কোন কিছু শিখতে এমন কী আপনি কোন কিছু জানেন না তাতে কোন সমস্যা নেই।সমাধানের মাধ্যম এখন ইউটিউব ও গুগল ।আমরা প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় সবকিছুই এখন ইউটিউব থেকে শিখে নিতে পারি।
প্রযুক্তি দুনিয়ার সাথে তাল মেলানো যেমন কষ্ট আবার তা না হলেও সমস্যা।যতটুকু পারা যায় প্রতিনিয়ত আপডেট থাকতে হয়।কারণ প্রতিযোগিতার সাথে/সময়ে তাল না মেলানো মানে পিছিয়ে পড়া।পারতপক্ষে আমরা কেউ পিছিয়ে পড়ে থাকতে চাইনা। তাই ইউটিউবেও আ'চিক মান্দিদের(গারো) বিচরণ ব্যাপক হাড়ে বাড়ছে।এখন অসংখ্য গারো ইউটিউবার আছে যারা নিজের মাতৃভাষা আ'চিক (গারো) সহ বাংলা,ইংরেজী, হিন্দি ভাষা দিয়ে ভিডিও বানাই বা বানাচ্ছে।আমাদের এখন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে।যার পরিসংখ্যান আমি জানি না।
বাংলাদেশের চাইতে ভারতের গারো ইউটিউবার অনেকটা এগিয়ে আছে।চ্যানেলের সংখ্যা যেমন অনেক,তেমনি ইউনিক কন্টেন্ট ও ভিডিও কোয়ালিন্টিও ভালো। আবার সাবক্রাইবারের দিক দিয়েও ভালো করছে,অনেক এগিয়ে আছে।বাংলাদেশী গারো ইউটিউবারদের চ্যানেলে এখন পর্যন্ত ৫০ হাজার সাবক্রাইবার দেখিনি বা হয়নি।তবে থাকতে পারে,আমার জানা নেই।আবার ভারতের একটি গারো ইউটিউবার আছে,যার চ্যানেলে এখন পর্যন্ত সাবক্রাইবার ১লাখ ১০ হাজার।সত্যিই বিস্ময়! অবাক লাগছে! আমারও ১ লক্ষ সাবক্রাইবার ধারণার বাইরে ছিল। আমি ভেবেছিলাম হয়তো ৫০/৩০/৪০/৭০ হাজার এর মধ্যে আটকে থাকবে চ্যানেল গুলো।তাহলে আমরা বুঝতেই পারছি প্রযুক্তির ব্যবহার কিংবা যুগের সাথে তাল মিলাতে আমরা কতটা সচেতন হচ্ছি।
উপরে যে স্ক্রিনশট দেওয়া,তাঁর চ্যানেল এর কথাই বলছিলাম।আপনারা চ্যানেলে বিভিন্ন ধরণের ভিডিও দেখতে পারবেন।চ্যানেলে ঘুরে আসতে পারেন,সাবক্রাইব করতে পারেন।আমাদের ইউটিউবার'রা যে ভালো করছে। সেটাই প্রমাণ এই চ্যানেল এবং অন্যান্য চ্যানেলগুলো।আরো অনেক ইউটিউবার আছে যারা ভালো কাজ করছে, সামনে এগিয়ে যাচ্ছে।
আমরা সাধারণ দর্শক হিসাবে ভালো কন্টেন্ট, ভালো ভিডিও কোয়ালিন্টি,ভালো ভিডিও কনসেপ্ট চাই।তাঁর সাথে মাতৃভাষায় তৈরি অনেক অনেক ভিডিও চাই।সবসময় চাই, গারো ইউটিউবার'রা ভলো করুক, ভিডিও শেয়ারিং রাজ্যে প্রভাব বিস্তার করুক।আমি সকলকে অনুরোধ জানাই, গারো ইউটিউবারদের চ্যানেলে সাবক্রাইব করুকক।তাঁদের কে উৎসাহিত করুক,পাশে থাকুন, সাথে থাকুন।একটি সাবক্রাইব, একজন ইউটিউবারের জন্য অমূল্য সম্পদ।
নতুন ইউটিউবার এবং পুরানো ইউটিউবাদের জন্য জন্য রইল শুভ কামনা।
No comments