গারোদের দল-উপদল এবং গোত্র-উপগোত্র সমূহের সমাচার।
গারোদের দল-উপদল এবং গোত্র-উপগোত্র সমূহের সমাচার।
গারো জাতিগোষ্ঠীর দল-উপদল এবং গোত্র-উপগোত্র জানাতা যেমন জরুরি তা তেমনি অপরকে বোঝানো তাও জরুরি।কারণ আমি মনে করি দল-উপদল এবং গোত্র-উপগোত্র আমাদের অংকার এবং আলাদা বৈশিষ্ট্য প্রদান করে।তাই আজকে দল-উপদল এবং গোত্র- উপগোত্র নিয়ে আলোকপাত করতে চাই।
গারো জাতিগোষ্ঠীর প্রায় ১৩টি'র মতো দল আছে।যা-র প্রায় প্রত্যেক দলের আলাদা নিজস্ব ভাষা আছে।যে-ভাষাগুলো এক অপরের থেকে ভিন্ন আবার কাছাকাছি।
দল ও উপদলসমূহের নাম
১. আ.ওয়ে বা আ.খাওয়ে
২. আবেং
ক. বাবুল
খ. সমন
৩. আত্তং
৪. আতিয়াগ্রা
৫. কচ্চু
৬. গারাগানচিং
৭. চিবক
৮. চিসাক
৯. দুয়াল
ক. ব্রাক
১০. মাচ্ছি
১১. মাত্তাবেং
১২. মিগাম বা মি.গাম
১৩. রুগা
১. আ.ওয়ে বা আ.খাওয়ে
২. আবেং
ক. বাবুল
খ. সমন
৩. আত্তং
৪. আতিয়াগ্রা
৫. কচ্চু
৬. গারাগানচিং
৭. চিবক
৮. চিসাক
৯. দুয়াল
ক. ব্রাক
১০. মাচ্ছি
১১. মাত্তাবেং
১২. মিগাম বা মি.গাম
১৩. রুগা
গোত্র-
গোত্র কে আ'চিক মান্দি(গারো) ভাষায় বাকদিল বলে। মূলত আমরা পাঁচ ধরনের গোত্র বা বাকদিল পাই।যেমন-
১.সাংমা
২.মারাক
৩.আরেং
৪.শিরা এবং
৫.মোমিন
গোত্র কে আ'চিক মান্দি(গারো) ভাষায় বাকদিল বলে। মূলত আমরা পাঁচ ধরনের গোত্র বা বাকদিল পাই।যেমন-
১.সাংমা
২.মারাক
৩.আরেং
৪.শিরা এবং
৫.মোমিন
উপগোত্র কে আ'চিক মান্দি(গারো) ভাষায় 'মাহারি বা চাচ্চি' বলে।
উপগোত্র বা মাহারি বা চাচ্চি সমূহ সাংমা ও মারাক গোত্রে অন্তর্গত।তবে শিরা, আরেং এবং মোমিন নিজেদের কে স্বাতন্ত্র্য হিসাবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।তাই আমরা পাঁচটি গোত্রের সন্ধান পাই।প্রত্যেকটি গোত্রের আলাদা আলাদা উপত্তির ইতিহাস রয়েছে।বাংলাদেশে এখন বিবাহের ক্ষেত্রে গোত্রের হিসাব না করলেও ভারতীয় গারোরা গোত্রের হিসাব মেনে চলে।বিশেষ-ভাবে সাংমা এবং মারাক উপগোত্রের সংখ্যায় সবচেয়ে বেশি।
উপগোত্র বা মাহারি বা চাচ্চি সমূহ সাংমা ও মারাক গোত্রে অন্তর্গত।তবে শিরা, আরেং এবং মোমিন নিজেদের কে স্বাতন্ত্র্য হিসাবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।তাই আমরা পাঁচটি গোত্রের সন্ধান পাই।প্রত্যেকটি গোত্রের আলাদা আলাদা উপত্তির ইতিহাস রয়েছে।বাংলাদেশে এখন বিবাহের ক্ষেত্রে গোত্রের হিসাব না করলেও ভারতীয় গারোরা গোত্রের হিসাব মেনে চলে।বিশেষ-ভাবে সাংমা এবং মারাক উপগোত্রের সংখ্যায় সবচেয়ে বেশি।
উপগোত্র-
উপগোত্র বা মাহারি বা চাচ্চি সঠিক সংখ্যা কত হবে,তা জানা নেই।মাঝে মাঝে নতুন মাহারি শুনতে পাই,জানতে পাই,তখন খুব অবাক লাগে।এখন পর্যন্ত প্রায় ৩০০ শো'র মতো মাহারির খোঁজ পেয়েছি।মাহারি মনে রাখাও এত সহজ না।অনেক মাহারি বাংলাদেশে নেই,যা ভারতে আছে।
উপগোত্র বা মাহারি বা চাচ্চি সঠিক সংখ্যা কত হবে,তা জানা নেই।মাঝে মাঝে নতুন মাহারি শুনতে পাই,জানতে পাই,তখন খুব অবাক লাগে।এখন পর্যন্ত প্রায় ৩০০ শো'র মতো মাহারির খোঁজ পেয়েছি।মাহারি মনে রাখাও এত সহজ না।অনেক মাহারি বাংলাদেশে নেই,যা ভারতে আছে।
আপনাদের বোঝার সুবির্ধাতে গোত্রের উপগোত্রের(মাহারি বা চাচ্চির) সংখ্যা দেওয়া হলো।
১।সাংমা গোত্র
#সাংমা গোত্র এর অন্তর্গত উপগোত্র বা মাহারি।যেমন-আগল, আগিদক/হাগিদক, আতিওয়ারা,
আমফাং, ওয়াইচিংদাল ওয়াত্রক,ওয়াল, কংকাল, খকনল/ককনাল, খকসি, খকসেপ, গরি, গান্দাই, গিনেই, চাম্বুল, চিকাল, চিচাম, চিমা, চিরান, চিসিক, চিসিম, জলাই, জামদাম, জাম্বাত, জাম্বাল, জেংচাম, জেত্রা, ত্রিসা, তেলসি, থেবংগ্রি, থিগিদি, দোইংনাং, দচিক, দফো, দাওয়া, দাগাল, দাজেল, দাম্বো, দালবত, দারিং, দ্রাংগ্রি, দিও, দিওয়া, দিব্রা, দিব্রু, দিলসি,নকচ্রাম, নংলাদু, নেকলা, নেংওয়া, নেংখ্রা, নেংখুগ্রি, নেংমিনজা, পাকরে, পান্ত্রা, বলদাকগ্রি, বলসাল, বলং, বলসিল, বানজলগ্রি, নাংসাল, বেলা, বাংসি, বাংসিল, বাম-বমচেং, বাবুরি, বারিং, বাংবল, বেংবংগ্রি/বাংবংগ্রি, মৃ, মাংসাং, মাংসেল, মাচো, মানখিন, মান্দা, মিচেং/মেচেং, মিদ্দিক, মেংগংগ্রি, মেজল, রংখাল, রংখুয়াক, রংক্রাম, রংগাপ, রংচল/রংচেল, রংজেং, রংজেরাম, রংদি,রংদু, রংবক, রংমথু, রংরেং, সংসাক, সামফাল, সামিন, স্নাল, সিমসাং, স্কু, হাউই, হাচ্ছা, হাপাং ইত্যাদি। = ১০০টি
আমফাং, ওয়াইচিংদাল ওয়াত্রক,ওয়াল, কংকাল, খকনল/ককনাল, খকসি, খকসেপ, গরি, গান্দাই, গিনেই, চাম্বুল, চিকাল, চিচাম, চিমা, চিরান, চিসিক, চিসিম, জলাই, জামদাম, জাম্বাত, জাম্বাল, জেংচাম, জেত্রা, ত্রিসা, তেলসি, থেবংগ্রি, থিগিদি, দোইংনাং, দচিক, দফো, দাওয়া, দাগাল, দাজেল, দাম্বো, দালবত, দারিং, দ্রাংগ্রি, দিও, দিওয়া, দিব্রা, দিব্রু, দিলসি,নকচ্রাম, নংলাদু, নেকলা, নেংওয়া, নেংখ্রা, নেংখুগ্রি, নেংমিনজা, পাকরে, পান্ত্রা, বলদাকগ্রি, বলসাল, বলং, বলসিল, বানজলগ্রি, নাংসাল, বেলা, বাংসি, বাংসিল, বাম-বমচেং, বাবুরি, বারিং, বাংবল, বেংবংগ্রি/বাংবংগ্রি, মৃ, মাংসাং, মাংসেল, মাচো, মানখিন, মান্দা, মিচেং/মেচেং, মিদ্দিক, মেংগংগ্রি, মেজল, রংখাল, রংখুয়াক, রংক্রাম, রংগাপ, রংচল/রংচেল, রংজেং, রংজেরাম, রংদি,রংদু, রংবক, রংমথু, রংরেং, সংসাক, সামফাল, সামিন, স্নাল, সিমসাং, স্কু, হাউই, হাচ্ছা, হাপাং ইত্যাদি। = ১০০টি
২।মারাক গোত্র
#মারাক গোত্র এর অন্তর্গত উপগোত্র বা মাহারি। যেমন-আজং/হাজং, আজিম, আজি, আনিল, আরেং, আসাক্রা, আপু, ওয়ালগুসি, ককন্যাল, কামা/খামা, খাগরা, কুবি, গরা, গারা, গারে, গিচ্চাক, গিপি, চান্দা, চাম্বুগং, চেব্রা, চিগিচ্চাক, জামগে, জাম্বিল, জিচান, তজু, তিবি-আসিমগ্রি, থাকনি, দকগ্রি, দখুমি, দবু, দ্রং, দমিনি, দলজেল, দরেক, দাংগ, দাজেল, দাদক, দান্দালি, দানিল, দারু, দেংওয়াজং, দিকগিল, দিনাজিক, দিম্বিল, দিলমা, দিমাক, দোমিসেল, নকরেক, নংউরা, নংবাক, নংমিন, নাওয়া, নাফাক, নাবাল, নেংসত, পানখো, পাথাং, পিরা, ফান্তু, বনোয়ারি, বলওয়ারি, বলং, বলসিলগং, বাজি, বানজল, বাবারি, ম্রং, মাজি, মাত্তং, মানদিক, মালসাম, মুরং, মেগাদপ, মেংকি, মেংগেচি, মেজেঙ্গা, রখো, রংখেং, রংমা, রমথু, রংখি, রংগারা, রাকসাম, রাংসা, রিছিল, রিমা, রুরাম, রেমা, রেখিং, রেংচেং, মাপিল, মাৎচক, দকগ্রি, দ’খংসি, দানাল, পেত্তংগ্রি, সিনথাং, স্লেংসি, হাউই = ১০০টি
৩।আরেং মাচং
#আরেং মাচং(গোত্র)এর অন্তর্গত উপগোত্র বা মাহারি।যেমন-দোসিক, নংবাক = ২টি
৪।শিরা গোত্র
#শিরা মাচং গোত্র এর অন্তর্গত মাহারি (উপগোত্র)।যেমন-হাদিমা, দালবত-মাপফ্রু = ২টি
৫।মমিন গোত্র
#মমিন গোত্র এর অন্তর্গত মাহারি বা চাচ্চি।যেমন-অদিপেক, আকস্কি, আদকগ্রি, ওয়ারী, ওয়াগি, ওয়াচেকসি, ওয়াথ্রি, এবাং, কনচিখল, গলদি, গান্দিম, গাবিল, ঘাগ্রা, চেকগেচিৎ, চেরান, চিগিসিল, চিগিৎসিল, ছতজলজা, জংসুগ্রি, জাকগিৎচেত, জেনজিং, ওয়াফাং, তেবিল, তোতিং, দখংসি, দগ্রিং, দালবত, দারুগ্রি, দোবিত, নারিংগ্রি-খিতং, নংসোবাল, নংমিল, নংমিলং, পাবিত, বল, বলদাক, বলতোতু, বারিংগ্রি, বাসুগ্রি, মাচ্চকগ্রি, মাংগি, মেগং, মেংগৎচি, , নংমিলং, পাবিত, বল, বলদাক, বলতোতু, বারিংগ্রি, বাসুগ্রি, মাচ্চকগ্রি, মাংগি, মেগং, মেংগৎচি, ম্রেন্দা, স্নেং, রংগন, রাদা, রিমসু, রুগা, সামব্রাক ইত্যাদি। = ৪৯টি
আরো মাহারি বা চাচ্চি থাকতে পারে,আমার জানা নেই।
আরো মাহারি বা চাচ্চি থাকতে পারে,আমার জানা নেই।
(বি:দ্র-মিগামদের সম্পর্কে লিখি নাই।)
সহায়ক উৎস-
১.গারো সম্প্রদায় ও আরেং-এর ইতিহাস, পলাশ চিছাম।
২.বাকদিল বা গোত্রসমূহ,
fideldsangma.blogspot.com.
৩.Fudandi Fulo tumbaz,ফেইসবুক পেজ।
১.গারো সম্প্রদায় ও আরেং-এর ইতিহাস, পলাশ চিছাম।
২.বাকদিল বা গোত্রসমূহ,
fideldsangma.blogspot.com.
৩.Fudandi Fulo tumbaz,ফেইসবুক পেজ।
No comments