গারো আম্বেং এবং আ'চিক ভাষা নিয়ে কিছু কথা।।ওয়ারি এন মারাক।।

গারো আম্বেং এবং আ'চিক ভাষা নিয়ে কিছু কথা;

ছবি-ওয়ারি এন মারাক




অনেক গারোদেরই সুস্পষ্ট ধারণা নেই যে আম্বেং গারোদের গোত্রের ভাষা এবং আ'চিক গারোদের সংকলিত লেখ্য ভাষা। আম্বেং সুনির্দিষ্ট একটা গোত্রের ভাষা আ'চিক হচ্ছে তিনটি গারো গোত্রের ভাষার সমন্বয়ে একটা লেখ্যরূপ। আম্বেং, আকাওয়ে ও আ'ওয়ের মিশ্রণে লেখ্যরূপ এর নাম আ'চিক। গারোরা যেহেতু তেরোটি গোত্রের ভাষায় কথা বলে সেহেতু তাদের লেখ্যরূপ একটি হওয়া চাই আর সেটি হচ্ছে আ'চিক। আমি আবারও বলছি আ'চিক কোন গোত্রের ভাষা নয় যেমন আম্বেং, দোয়াল, আ'তং গোত্রের ভাষা।
আমি আ'চিক পারিনা বলে দায় এড়ানোর কোন সুযোগ নেই, অবশ্য অনেক বোকা গারোদের পাওয়া যাবে যারা আ'চিক আমার ভাষা নয় আম্বেং আমার ভাষা বলে বুলি আওড়ায় যদিও তাদের ধারণা নাই অথবা ধারণা কম আ'চিক কোন গোত্রের ভাষা নয় বিষয়টি নিয়ে।

একটা উদাহরণ দেওয়া যেতে পারে ;
বাংলা ভাষায় আঞ্চলিক অনেক গুলো ভাষা রয়েছে, যেমন সিলেটি, চাটগাঁইয়া, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, টাংগাইলের ইত্যাদি ইত্যাদি। এতগুলো আঞ্চলিক ভাষায় কথা বলেও বাঙালীদের বাংলা লেখ্য ভাষা শিখে নিতে হয় অফিসিয়ালি আদান প্রদানের জন্য, পড়াশোনার জন্য। অফিসিয়ালি আদান প্রদানের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিটারেচার। আঞ্চলিক গান, আঞ্চলিক সাহিত্য নেই এমন নয় বরং সুনির্দিষ্ট ভাবে নিজের ভাষায় সাহিত্য চর্চার জন্য যার যার ভাষার স্ট্যান্ডার্ড ফরমেশন রয়েছে, বাঙালীদের যেমন বাংলা লেখ্য ভাষা গারোদের তেমনই আ'চিক।


যদিও চাটগাঁইয়া এবং সিলেটি ভাষাকে তাদের স্বাতন্ত্রের কারনে আঞ্চলিক বলে না কিন্তু বাংলা ভাষা। তেমন গারোদের তেরোটি ভাষা গুলোও স্বাতন্ত্রের কারনেই আঞ্চলিক বলা হয়না বলে গোত্রের ভাষা।
আপনি আম্বেং হন বা অন্যান্য গারো গোত্রের ভাষাভাষী হন আ'চিক আমার ভাষা নয় বলে তৃপ্তির ঢেকুর তুলে লাভ নেই। হই শিখে নিন অথবা নিজের অপারগতা স্বীকার করুন।
বাংলা লেখ্য ভাষা যেমন নির্দিষ্ট কোন বাঙালির ভাষা নয় কিন্তু সমগ্র বাঙালির ভাষা তেমনি আ'চিক নির্দিষ্ট কোন গারো গোত্রের ভাষা নয় তথা সমগ্র গারোদের ভাষা। এই সহজ কথা আপনার মগজে ঢুকছে না মানে আপনি নির্দিষ্ট একটা চিন্তার দাসত্ব করছেন, যদি তাও না করেন তাহলে আপনি বুদ্ধিপ্রতিবন্ধী। অবশ্য এদেশীয় আধুনিক গারোদের ভ্রান্ত কিছু ধারণাও রয়েছে, তারা বাংলা মিশ্রিত আম্বেং কে আম্বেং মনে করে, যদি কেউ পিউর আম্বেং বলে তাহলে তাকে আ'চিক বলে। কতটুকু জানার সীমাবদ্ধতা এবং দৈন্যতা থাকলে মানুষ এমন ভাবে।

আ'চিক তোমার মাতৃভাষা নয়, আ'চিক কোন গারোরই মাতৃভাষা হওয়ার কথাও না। তবে হে আ'চিক বেশি ব্যবহৃত হয় এমন এলাকায় কোন কোন গারোদের মাতৃভাষা হতেও পারে তবে তারা আকাওয়ে এবং আ'ওয়ে হওয়ার পসিবিলিটি বেশি।
আম্বেং আমার মাতৃভাষা আ'চিক শিখবো না সেটা তোমার ব্যাক্তিগত ব্যাপার, আ'চিক শিখার বাধ্যবাধকতা কারোর নেই, কারণ আ'চিক শিখে কেউ চাকরি পাবেও না, আহামরি কাজেও আসবে না। অবশ্য যারা নিজের আম্বেং ভাষায় একটা কথা বলতে এবং লিখতে গেলে বাংলার সাহায্য নেয় তাদের কাছে আ'চিক শিখার আশাটাও দূরুহ। কেননা আম্বেং ভাষাটাও তাদের কাছে নিরাপদ নয় অলরেডি হারিয়েও ফেলেছে।

কিন্তু কেউ যদি বলে আমাদের মাতৃভাষা আম্বেং আমরা আ'চিক শিখবোনা অথবা অন্যকে আ'চিক শেখার নিরুৎসাহিত করে তাহলে সেটা না জেনে পাকামো।

এদেশে চাটগাঁইয়া ভাষায় যত বাঙালি কথা বলে সমগ্র গারো মিলেও চাটগাঁইয়াদের সমান হবেনা, কই চাটগাঁইয়ারা তো কোন দিন বলেনাই আমি বাংলা লেখ্য ভাষা শিখবো না, এই ভাষায় পড়াশোনা সাহিত্য চর্চা করবোনা। এমনকি বাংলা ভাষাকে তারাতো কোন দিন চাপিয়ে দিয়েছে বলেওনাই অথচ দেখো চাটগাঁইয়া ভাষা স্বাতন্ত্রতা নিয়ে বিস্তার লাভ করছেই।

তুমি বা তোমরা কেরা? যারা হাজার খানেক জনসংখ্যা নিয়ে এত নেকামো করো! পারোনা তো চুপ করে বসে থাকেন অন্যকে শেখার সুযোগ করে দাও, মনে রাখবেন আম্বেং তোমার মাতৃভাষা আ'চিক তোমার লেখ্যভাষা। আম্বেং প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ একটি ভাষা এক কথায়। কিন্তু যেখানে গারোরা নিজের ভাষায় ঠিক মত কথা বলতে পারছে না সেখানে প্রচলিত লেখ্য ভাষাকে নতুন একটা লেখ্যরূপ দেওয়া লেখ্যভাষায় প্রচলন করা খেলার কথা নাকি!!

আপনি যে গোত্রের ভাষাতেই কথা বলেন না, যে গোত্রের ভাষায় আপনার মাতৃভাষা হোক না, আপনার লেখ্য ভাষা আলাদা এবং সেই ভাষাতেই আপনার সন্তান পড়াশোনা করবে। আপনার গোত্রের ভাষার জন্য আপনার আঞ্চলিক ভাষার জন্য আপনার গোত্রের ভাষাটি আপনার আঞ্চলিক ভাষাটি লেখ্যরূপ দেওয়া এবং সেই ভাষা দিয়ে পড়াশোনা করানো তামাসা ছাড়া কিছুই না।


No comments

Theme images by saw. Powered by Blogger.