'গজনী' গারো গ্রাম।গারো গ্রাম-১১।।জাডিল মৃ।।


'গজনী' গারো গ্রাম।গারো গ্রাম-১১।।জাডিল মৃ।।




ছবি-গজনীর মাঠ
 ছবি-গজনীর মাঠ



'গজনী' একটি অতি-পরিচিত নাম।পরিচিত হবেই নাবা কেন!কারণ গজনী এখন যে পর্যটন এলাকা।প্রতি বছর সেখানে প্রচুর মানুষ শিক্ষা সফর কিংবা আনন্দ ভ্রমণে যা-ই।পর্যটন অবকাশ যাপনের জায়গা হিসাবে যেমন সমাদৃত, তেমনি পিছনের ইতিহাস বেদনাদায়ক।



আমাদের কাছে গজনী অনেক কারণেই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যা পর্যালোচনা বা সারসংক্ষেপ করলেও লেখা দীর্ঘ হবে।কারণ অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার আছে।আমি সেই দিকে যাচ্ছি না।মনের কিছু অব্যক্ত কথাই প্রকাশ করছি।



আমার প্রিয় স্থান/জায়গা গজনী_

আমার কেন জানি,গজনী গারো গ্রামের প্রতি আলাদা ভালোবাসা আছে।গজনী বললেই মন ছটফট করতে থাকে; উত্তেজিত হয়।যে কোন মুহূর্তে যাওয়ার ইচ্ছা পোষণ করি।যতবার আমি গিয়েছি ততবার কোনদিন যাত্রা সময় বা ভ্রমণে অবসাদ মনে হয়নি, ফ্যাকাসে লাগেনি বরং ভালোলেগেছে।কিন্তুু সেখানকার জীবন সংগ্রামের ইতিহাস বা বর্তমান অবস্থা সুখকর নয়।নানা দিক দিয়ে গজনী আজ দিন দিন সৌন্দর্যহীন ও বৈচিত্র্যহীন হয়ে যাচ্ছে।আগের গজনীর সাথে বর্তমান গজনীর আকাশ পাতাল পার্থক্য।কেন পার্থক্য বা কী পরিস্তিতি'তে আছে আমরা তা সকলেই জানি।বর্ডারের রাস্তার ধারে গজনী এবং ছোট গজনী গ্রামটি অবস্থিত।যদিও ছোট গজনীতে এখন পর্যন্ত যাওয়া হয়ে উঠেনি।তবে আপনি চাইলেই দুইটি গ্রাম একসাথে দেখে আসতে পারেন।



বর্ডার বরাবর রাস্তা আগের চাইতে অনেকটা ভালো।বর্ডারের রাস্তা দিয়ে গেলেই অনেক গারো গ্রামের দেখা পাওয়া যাবে(হালুয়াঘাট থেকে জামালপুরের রাস্তা বলছি)।একি রাস্তায় এত সুন্দর সুন্দর গ্রাম এবং যেখানে গারো জাতিগোষ্ঠীর বসবাসের জায়গাগুলো সত্যিই সুন্দর এবং বৈচিত্র্যময়।এই বর্ডার রাস্তা দিয়ে বারোমারি,গজনী,বালিজুরি,হারিয়াকোনা,ছোট গজনী,দিগলাকোণা, সনাথপাড়া আরো কত যে গারো গ্রাম আছে।যা আমার ধারণার বাইরে।



আমি ইতিপূর্বে অনেকবার গজনীতে গিয়েছি, কিন্তুু সম্পূর্ণ গ্রাম ঘুরে দেখা হয়নি।তবে ইচ্ছা আছে গ্রামের সব বাড়িগুলো দেখা।যতদূর অনুধাবন করতে পেরেছি গ্রামের বেশি ভাগ সদস্য গ্রামের বাইরে কাজ করে। তাই মাঝে মাঝে গ্রাম শুণ্য মনে হবে।গ্রামটি উঁচুনিচু পাহাড়ে অবস্থিত বিধায় এত সুন্দর মনোরম পরিবেশ ছিল, যা আজ সবকিছু ফ্যাকাসে হয়ে যাচ্ছে।তবে গ্রামটি সত্যিই সুন্দর,অনেক সুন্দর।পর্যটনকেন্দ্র হওয়ার কারণে গ্রামটি হারাচ্ছে নিজস্বতা এবং গ্রামের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে।অনেক বাড়ি টিকে থাকতে না পেরে অন্যত্র চলেগেছে। যেক'টি বাড়ি আছে তাঁরাও টিকে থাকার সংগ্রামে যুক্ত আছে।তাঁরাও কবে যে হার মেনে যাবে, কে জানে!



ছবি-অবকাশ কেন্দ্রে।





গজনী গ্রাম কেন পছন্দ তার কারণ হচ্ছে, সেই গ্রামের মানুষগুলো আমার মন জয় করেছে।ছোটবেলা থেকেই কিছুটা মেলামেশার সুযোগ হয়েছিল।ফলে যে ক'জন দিদি বা ভাই পেয়েছি সবাই আন্তরিক এবং ভালোবাসাময় ছিল। মনে হতো,সবাই আমাকে আদর স্নেহ করে ভালোবাসে।যা ভেবেছি তাই সত্যি।কোনদিন অনুভব করিনি আমি অন্য কেউ কিংবা আমি ছোট মানুষ।জানি না,এই অনুভূতি কিভাবে প্রকাশ করবো।বড়দের কথাই বলি কিংবা দিদি দাদাদের কথাই বলি আজ পর্যন্ত ভালোবাসার কমতি পাইনি।কেন জানি আলাদা ভালোলাগা কাজ করে।হয়তো আমার ভাবনা ভুল, হয়তো না।
গজনী গ্রামটি কাংশা ইউনিয়ন,ঝিনাইগাতী উপজেলা, শেরপুর জেলায় অবস্থিত।


গজনী ও ছোট গজনী দেখা অসম্পূর্ণ রয়েই গেল।ইচ্ছা আছে,সময় করে আরেকদিন যাবো।এখনোও অনেক তথ্য জানাশুনার বাকি আছে।গজনীর কেউ লেখাটি পড়লে দাওয়াত দিতে পারেন নাহয় একদিন দাওয়াত খেতে যাবো, যেকোন সময়ে....
২৪/২/২০২০ ইং

No comments

Theme images by saw. Powered by Blogger.