একজন পিতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন:

একজন পিতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন:








প্রথমেই বলে নিই,নিরব আমার ক্যাম্পাসের ছোট ভাই। তার বাবার অপারেশন অতি জরুরি এবং প্রচুর টাকা দরকার।তাই নিজ নিজ জায়গা থেকে যতটা পারি আমরা সাহায্য করি।পারলে লেখাটি আমরা অনলাইন মিডিয়াতে শেয়ার দিতে পারি এবং যে যতটুকুইই পারি, যেভাবেই পারি সাহায্য করতে চেষ্টা করি।



#copy_post

থাংসেং চিসিম (নিরব) (রোল:১৯১৩২৬৫০,ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ১০ তম ব্যাচ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এর বাবার ব্রেইন এ টিউমার ধরা পড়েছে। বর্তমানে থাংসেং চিসিম(নিরব) এর বাবা "Samorita Hospital ,Panthapath, Dhaka 1215," এ মুমূর্ষু অবস্থায়  ভর্তি আছেন। ডাক্তার বলেছেন জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। ব্রেইন এর  ভিতরে টিউমারের জন্য মোট  ২টি অপারেশন লাগবে।  প্রথম অপারেশন (২৪শে মার্চ ২০২০), ব্রেইনে জমে থাকা পানি বের করার জন্যে!! এবং দ্বিতীয় অপারেশন প্রথম অপারেশনের ৫-৬ দিন পর টিউমার কেটে ফেলার জন্যে। ১ম আর ২য় ২টি অপারেশনে ৬০,০০০+৬০,০০০ = ১,২০,০০০ হাজার টাকার পাশাপাশি অপারেশনের  বিভিন্ন জিনিস কেনা সহ প্রায় ২ লাখ টাকা প্রয়োজন !! এবং ইসিজি, এক্সরে,  এমআরআই,  ১.৫-২ মাসের হাসপাতালে থাকার কেবিন ভাড়া,  বিভিন্ন ঔষধ,  ইত্যাদি ইত্যাদি মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা লাগবে!



থাংসেং চিসিম এর বাবা,ওদের পরিবার এর একমাত্র উপার্জনকারী। আর তিনি খুবই  স্বল্প আয়ে দিয়ে ৩ সন্তান ও স্ত্রী নিয়ে পরিবার পরিচালনা করতেন। এমতাবস্থায় ব্রেইন টিউমার এর চিকিৎসা খরচ বহন করার মতো আর্থিক অবস্থা থাংসেং চিসিমে'র পরিবার এর নেই।

আমরা আদিবাসী ১৩তম ব্যাচ (জাককানইবি), নিরব   চিসিমের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করছি আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারেন অার্থিকভাবে সাহায্য করার চেষ্টা করুন। নিম্নোক্ত নাম্বারগুলোতে অাপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য পাঠানোর চেষ্টা করুন।

যেহেতু করোনাভাইরাসের প্রভাবে আমরা স্ব-শরীরে উপস্থিত থেকে নিরবকে সাহায্য করতে পারছি না।তাই যে যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আপনার সর্বোচ্চ-টা দিয়ে সাহায্য করার চেষ্টা করুন!!

আশা করি আমরা সবাই এগিয়ে এসে আমাদের সর্বোচ্চটা  দিয়ে সাহায্য করার চেষ্টা করবো, যেন নিরবের বাবার অপারেশন সফল হয় এবং সুস্হ হয়ে বাড়ি ফিরতে পারেন।

যোগাযোগ :- ০১৯১৩৭৩০৪০৮(থাংসেং চিসিম নিরব)

বিকাশ :
০১৯১৩৭৩০৪০৮ (থাংসেং চিসিম নিরব)
০১৮২৫৫৯৯৫০৮ (বিলবা নকরেক)
০১৭৩৩৭০৮৩৩৭ (স্মরণ স্নাল)
০১৬৭৯৫১৬৪৮৩

নগদ :
০১৬৭৯৫১৬৪৮৩

No comments

Theme images by saw. Powered by Blogger.