নতুন উদ্যমে যাত্রা শুরু "ফ্রান্সিলা নকরেকের" তাঁত শিল্প।। জাডিল মৃ।।


নতুন উদ্যমে যাত্রা শুরু "ফ্রান্সিলা  নকরেকের" তাঁত শিল্প।। জাডিল মৃ।।



ছবি-ফ্রান্সিলা নকরেক।





নতুন উদ্যমে, নিজের উদ্যোগে;নিজস্বতা বজায় রেখে "নকরেক'নি জুমাং তাঁত শিল্পের" যাত্রা শুরু করেছেন ফ্রান্সিলা নকরেক।নতুন এই তাঁত শিল্পটি পীরগাছা মিশন পৌঁছানোর আগে, রাস্তার ধারেই অবস্থিত। যে কেউ রাস্তাধারে বড় সাইনবোর্ডটি  দেখতে পারবেন।ফ্রান্সিলা নকরেক ১৯৯১ সালে প্রথম তাঁতের ট্রেনিং নেন ও কাজ শুরু করেন।তিনি প্রায় ৩০ বছর ধরে তাঁত শিল্পের সাথে জড়িত আছেন।ট্রেনিং থেকেই  তাঁতের সাথে যে সম্পর্ক শুরু হয়েছে, তা আজ পর্যন্ত বলবৎ ও অটুট আছে এবং তিনি তাঁত শিল্প'র সাথেই আছেন।পীরগাছা মিশনের অধীনে তাঁত শিল্পে সাথে প্রায় ২৩ বছর ধরে কাজ করেছেন।এত বছর কাজের ফলে অভিজ্ঞতা যেমন হয়েছে তেমনি নিজের মত করে ইতিমধ্যে তাঁতের কাজ শুরু করে দিয়েছেন। প্রথম সপ্তাহ মার্চ'২০ এর দিকে তিনি ৬ টি মেশিন দিয়ে তাঁতের কাজ শুরু করেছেন।নতুন উদ্যোগের ফলে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলো যা আমাদের কে আশার আলো দেখায়।


ছবি-১.




পীরগাছা মিশনের তাঁত শিল্প আপাতোত বন্ধ, ফলে স্থানীয়/অবস্থানীয় গ্রাহকের চাহিদা বা পণ্যের সংকট দেখা দিয়েছে।এই উদ্যোগের ফলে স্থানীয় /অস্থানীয়দের পণ্যের চাহিদা যেমন মিটবে তেমনি নতুন নতুন উদ্যোগতা তৈরি হতে অনুপ্রেরণা হিসাবে সাহায্য করবে।


ফলে,আমরা বুঝতেই পারছি অভিজ্ঞতা দিক দিয়ে তিনি কতটা সেরা!এতদিন তাঁতের সাথে জড়িত আছেন,আমার ঐহিত্যগত নানা মূল্যবান সম্পদ ধারাবাহিকতার সাথে রক্ষা করে আসছেন।আমাদের নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিস ব্যবহার বন্ধ হয়ে যেত যদি কীনা আবার নতুন করে তিনি শুরু না করতেন।আমরা তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।কারণ আমার জানা মতে এখন আসকিপাড়া, বেদুরিয়া এবং পীরাগাছাতে কিছুসংখ্যক তাঁতের কাজ হয়।এছাড়া আর কোথাও তাঁতের কাজ করে এমন জায়গা জানা নেই।এই নতুন উদ্যোগের ফলে আমরা আশান্বিত হই,আমরা আশ্বস্ত পাই।তাঁতের কাজগুলো হারিয়ে যাইনি,কিছুসংখ্যক কাজ হলেও টিকে আছে।



ছবি-২.



ছবি-৩.




ছবি-৪.



এই নতুন উদ্যোগ 'নকরেক'নি জুমাং তাঁত শিল্প' এগিয়ে যাক,আমাদের ঐহিত্যগত ধারক বাহক পোশাক ধরে রাখুক, সামনে নতুন নতুন পোশাক তৈরি করুক এই প্রত্যাশা করি।

ফ্রান্সিলা নকরেকের জন্য শুভকামনা নিরন্তর।

No comments

Theme images by saw. Powered by Blogger.