অহমিয়া জাতিগোষ্ঠীর সদস্য 'প্রার্থনা কাছারি'র সাথে, আমি!


অহমিয়া জাতিগোষ্ঠীর সদস্য 'প্রার্থনা কাছারি'র সাথে, আমি!

জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার


ছবি-প্রার্থনার সাথে আমি।





জাতীয় আদিবাসী যুব সম্মেলন-২০২০,গত ১৪-১৬ মার্চ'২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সম্মেলনটি হোটেল অর্কিড ব্লু, ইনানী বিচ রোড,ইনানী, কক্সবাজারে অনুষ্ঠিত হয়।'কাপেং ফাউন্ডেশন' যুব সম্মেলনটি আয়োজন করে।সৌভাগ্যক্রমে আমার যাওয়ার সুযোগ হয়।সেখানে ১৬ টি জাতিগোষ্ঠীর প্রায় ৫০ জনের অধিক যুব আদিবাসী অংশগ্রহণ করে।সে-ই ১৬ টি জাতিগোষ্ঠীর মধ্যে 'অহমিয়া' জাতিগোষ্ঠী থেকে একজন যুব প্রতিনিধি অংশগ্রহণ করে।ফলে,  তাঁর সাথে দেখা সাক্ষাৎ কিংবা আগ্রহের বিষয়বস্তুু নিয়েই আজকে কথা বলবো।



যখন জানতে পারলাম 'প্রার্থনা কাছারি' একজন অহমিয়া জাতিগোষ্ঠীর সদস্য তখন থেকে আমার আগ্রহের কমতি ছিল না। কারণ অন্যান্য জাতির সম্পর্কে একটু হলেও কমবেশি জানি।কিন্তুু 'অহমিয়া' আদিবাসী সম্পর্কে আমার জানা ছিল না,ফলে তাদের সম্পর্কে ধারণাও ছিল না।তাই,তাঁর সাথে নিজে থেকে যোগাযোগের চেষ্টা করলাম;সফলতার সাথে কথা বলার সুযোগ হয়েছিল।যদিও সে প্রথমে আমার দিকে সন্দেহ পোষণ করেছিল(আমার কাছে মনে হয়েছে সে সন্দেহ করেছিল) তবে পরবর্তীতে আমি সন্দেহ প্রশমন চেষ্টার কমতি রাখিনি।আবার ছবি তোলতেও একটু বেগ পেতে হয়েছে,শেষমেশ অবশ্য ছবি তুলেছি। সময়ের অভাবে তেমন কথা বলার সুযোগ হয়নি ফলে অনেক তথ্য বা জানার কমতি ছিল।তবুও 'অহমিয়া'জাতিগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন বা পরিচিত হতে পারা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।






যতটুকু তথ্য পেয়েছি..
"অহমিয়া"জাতিগোষ্ঠী দেশের একমাত্র রাঙামাটি জেলায় বসবাস করে।রাঙামাটি সদরের আসাম বস্তি এলাকয় বসবাস করে।সেখানে 'অহমিয়া' জাতির প্রায় দেড় থেকে দুই হাজারের মতো লোকসংখ্যা  হবে।আসাম বস্তিতে দুই বার যাওয়া সুযোগ হয়েছে।কিন্তুু কোনদিন চিন্তায় আসেনি 'অহমিয়া'জাতিগোষ্ঠী এখানে থাকতে পারে। আসাম বস্তি নাম কেন রাখা হয়েছে?অনেকদিন আগে, প্রশ্নের উত্তর পেয়েছিলাম,'আসমীয়রা এখানে বাস করে বিধায় আসাম বস্তি নাম রাখা হয়েছে'।আমি জানি না এইটা সঠিক উত্তর কীনা।আরো জানতে পেরেছি অহমিয়া জাতিগোষ্ঠীর লোকসংখ্যা কম হওয়ার সুবাধে এখনো তেমন সংগঠন গড়ে উঠেনি তবে 'অহমিয়া উন্নয়ন সংগঠন' নামে একটি সংগঠন আছে।'অহমিয়া'জাতিগোষ্ঠী এখনো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী হিসাবে স্বীকৃতি পাইনি।



তবে যাইহোক,কেন আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সেটা নিয়েই কথা বলি।ছোটবেলা থেকেই ভারতের আসাম রাজ্যের নাম শুনেছি। সেখানে গারো জাতিগোষ্ঠী বসবাস করে সেটাও জানি।কিন্তুু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি বা শুনেছি যে 'আসামে' গারোদের নিয়ে অনেকগুলো গান তৈরি হয়েছে এবং অসমীয়া গানে গারোদের ঐহিত্যবাহী পোশাক ব্যবহার করা হয়েছে।আসামের অনেক জনপ্রিয় গান রয়েছে যা শুনতেও ভালো লাগে,দেখতেও ভালো লাগে।কেন জানি আসাম রাজ্য কিংবা অসমীয়দের প্রতি আলাদা ভালোলাগা আছে।



আমার সুস্পষ্ট মনে আছে,
প্রার্থনা কাছারি সে নিজেকে 'অহমিয়া'জাতিগোষ্ঠীর সদস্য বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছিল।তাই আমিও 'অহমিয়া' জাতিগোষ্ঠী লিখেছি।তবে সে এইটাও বলেছে নামের সাথে আসাম,কাছারি এবং রাভাও লিখে।তখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়েগেছি।আমি খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। কারণ অসমীয়া বা রাভা নামে আলাদা জাতিগোষ্ঠী আছে, সে হিসাবেই চিনি,জেনে এসেছি।তাই ইন্টারনেট থেকে জানার চেষ্টা করলাম, সমস্যা সমাধানের চেষ্টা করলাম কাছারি,অহমিয়া, রাভা, অসমীয়া এক নাকী; অভিন্ন।কিন্তু আমি ব্যর্থ হয়েছি।আবার শুনেছি অহমিয়া জাতি নয় কাছারি একটি জাতি!!
খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি।
কারো যদি জানা থাকে এই সম্পর্কে বা বই বা লিঙ্ক থাকে তা দিয়ে আমাকে সাহায্য করতে পারেন।যেন আমি দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পেতে পারি।






যেটাই হোক, প্রার্থনা কাছারির সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। 'অহমিয়া' জাতির সম্পর্কে একটু হলেও জেনেছি।হয়তো ভবিষ্যতে আরো জানতে পারবো।সবচেয়ে ভালোলাগার জায়গাটা হচ্ছে, অহমিয়া জাতিগোষ্ঠীর একজন সদস্যের সাথে দেখা হওয়া ও কথা বলার সুযোগ পেয়েছি।বলতে পারবো 'অহমিয়া' জাতির একজন কে চিনি।

প্রার্থনা কাছারি'র কাছে অনেকগুলো প্রশ্ন ছিল,অনেক কিছু অজানাই রয়েগেল। হয়তো কোন একদিন দেখা হলে, আবার প্রশ্ন করতে পারবো বা সুযোগ হবে।সেই প্রত্যাশায় রইলাম।



আবারো,
ধন্যবাদ, কাপেং ফাউন্ডেশন!



(বি:দ্র-কাপেং ফাউন্ডেশন এর জন্যই সবার সাথে দেখা হয়েছে বিশেষ করে 'অহমিয়া' জাতির সাথে।)

2 comments:

Theme images by saw. Powered by Blogger.