পাঁচ সদস্য বিশিষ্ট 'সাংসারেক' ধর্মবলাম্বীদের কমিটি গঠন!।।জাডিল মৃ।।


পাঁচ সদস্য বিশিষ্ট 'সাংসারেক' ধর্মবলাম্বীদের কমিটি গঠন!




ছবি-সুসুরেং নকরেক।



পাঁচ সদস্য বিশিষ্ট 'সাংসারেক'ধর্মবলাম্বীদের প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।জানা যায়,শবকচনা গ্রামে (আ'বিমা অঞ্চল ),শনিবার সকাল ১১ টায় প্রাথমিক আলোচনা শুরু হয়। উপস্থিত সবার সিদ্ধান্ত ক্রমে পাঁচ সদস্যের প্রাথমিক কমিটি গঠন করা হয়।যাতে 'সাংসারেক'ধর্ম নিয়ে পরবর্তীতে কার্যক্রম বেগবান করা যায়।প্রাথমিক পাঁচ সদস্যের কমিটি হলেও পরবর্তীতে কমিটির পরিধি বাড়বে বলে জানা যায়।



আলোচনার মাধ্যমে প্রাথমিক কমিটির সদস্যবৃন্দ..
সভাপতি- ওয়ারী এন মারাক
সম্পাদক- সুসুরেং নকরেক
কোষাধ্যক্ষ - জেমস্ ঝুলন নকরেক
শীতল ন্নাল- সদস্য
জেসি দালবত- সদস্য



জ্ঞাতার্থে,
গারোদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।গারোদের মধ্যে বেশিভাগ খ্রিষ্টধর্ম গ্রহণের ফলে 'সাংসারেক' ধর্মের অনুসারী দিন দিন কমে যায়। যা আজ শুণ্যের কোটায় এসে দাঁড়িয়েছে।'সাংসারেক'ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং 'সাংসারেক'ধর্ম নতুন করে প্রসারের উদ্দেশ্যে বর্তমান তরুণ প্রজম্ম 'সাংসারেক'ধর্মের মতাদর্শে বিশ্বাসী হয়ে নিজেদের উদ্যোগে ক'জনের সিদ্ধান্তের মারফতে কমিটি গঠন করা হয়েছে।


বিস্তারিত আসছে....



3 comments:

  1. ভালো...কিন্তু কোন শর্তে আমিও সদস্য হতে পারি,,,!!!!!????

    ReplyDelete
  2. এইটা তো বলতে পারবো না।যোগাযোগ করে দেখতে পারেন।

    ReplyDelete
  3. Ekhon anumanik Sangsarek kotojon achhe?

    ReplyDelete

Theme images by saw. Powered by Blogger.