দুই হাজার টাকার ইতিকথা!


দুই হাজার টাকার ইতিকথা!
জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার 



ছবি-কক্সবাজার।






জীবনের একটা বাস্তব কাহিনী আপনাদের সাথে  শেয়ার করতে চাই।জীবন মানেই তো বিচিত্র ধরণের ঘটনা।কত কিছুই তো ঘটে!সবকিছু তো আর মনে থাকে না।তবে এমন অনেক কিছুই মনে থাকে,পরবর্তীতে যার কারণে অনেক সময় অনুশোচনা করতে হয়।আবার বাস্তব শিক্ষাও পাওয়া যায়।আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব শিক্ষার গল্পের কথাই আজকে আপনাদের বলবো।



কোন এক বুধবার সন্ধ্যায় খুব তাড়াতাড়ি নিজের রুম থেকে ক্যাম্পাসের দিকে বের হয়েছিলাম।কারণ আমি পরের দিন মানে বৃহঃপতিবার বাড়ি যাবো।আমার সুস্পষ্ট মনে আছে,ক্যাম্পাসে কিছু বাড়তি সময় কাটানোই আমার মূল লক্ষ্য ছিল।সবার আগে গিয়ে আড্ডার জায়গায় একা একাই বসে সময় কাটাছিলাম।সে-ই সময় একাই ভালো লাগছিল। আশেপাশে মানুষজন ছিল না।মাঝে মাঝে একা বসে থাকতেও ভালো লাগে।
অনেকক্ষণ বসে থাকার পরে, আনমনে একা একা হাঁটছিলাম। হঠাৎ করেই একটি ১০ টাকার নোট দেখতে পেলাম।নোটটি নেওয়ার আগে আশেপাশে মানুষ আছে কীনা দেখে নিলাম।চারিদিকে তাকিয়ে দেখি, কেউ নেই।তাই দ্রুততর নোটটি পকেটে নিয়ে নিলাম।মনের ভেতর একটা ভয় হচ্ছিল,আবার খুব খুশি ছিলাম।কারণ ১০ টাকার নোট পেয়েছি, এইটা দিয়ে দু'কাপ চা খেতে পারবো।
চা খেতে খেতে তখন অনেক কিছু কল্পনার সাথে  ভেবে নিয়েছিলাম।বিষয়টা এমন- যদি প্রায়শই মোটা অঙ্কের টাকা কুড়িয়ে পেতাম। তাহলে নিজের টাকায় চা খেতে হতো না,আরো অনেক কিছুই করতে পারতাম।সে-সময় অনেক তৃপ্তি নিয়ে চা খেয়েছিলাম।কিন্তুু এই তৃপ্তি যে আমার কাল হয়ে দাঁড়াবে কে জানতো!!পরে অবশ্য নিজের ভুল শুধরিয়ে নিয়েছি।



কী হয়েছিল সেটাই বলছি...
আমি বাড়িতে গিয়েছিলাম বৃহঃপতিবার বিকালে।দশ টাকা নোটের কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম।পরিকল্পনা ছিল শুক্রবার থাকার পর শনিবার সকাল সকাল চলে আসবো।তাই সকাল সকাল মার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম আচ্চুর(মার বাবা)কাছে।গিয়েই বললাম,আজকে আমি চলে যাবো কিছু টাকা দাও।কিছুক্ষণ প্রাথমিক কথাবার্তা বললেন।আমার খোঁজ খবর নিলেন,পড়াশুনা করি কীনা, প্রেম করি কীনা,ক'টা প্রেমিকা আছে যাবতীয় সবকিছু জিজ্ঞাসা করার পর হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিলেন(উনার ধারণা আমি অনেক বদমাইশ) ।আমি তো মহাখুশি।হাতে বাড়তি টাকা থাকলে কত কিছুই তো করতে ইচ্ছা করে।তৎক্ষনাত আমি কল্পনা করে নিলাম,আমি এইটা করবো সেইটা করবো।
(আপনানা তো জানেন, যারা পড়াশুনা করে তাদের হাতে বাড়তি টাকা থাকলে যা হয় আরিকি!)



এইতো সকালবেলা টাকা নিয়েছি,কাজের জন্য ক্যাম্পাসে যেতে যেতে বিকালে হয়ে গেল।আমি তো সারাদিন খুশি হাতে বাড়তি টাকা আছে যা খুশি তাই করা যাবে।কিন্তুু যখনি যাবো তখনি দেখি দু'হাজার টাকা বাদে সব টাকাই আছে।আমার তো মাথা খারাপ,তৎক্ষনাত টাকা খুঁজতে বের হলাম,কোথাও পেলাম না টাকা।
তখনি আমার মনে পড়লো আমি যে দশ টাকা নোট  পেয়েছিলাম, পেয়েও কাউকে বলেনি। তাই হয়তো দশ টাকার বদলে দুই হাজার টাকা দিতে হলো।যখন টাকা খোয়াগেল তখনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। রাস্তায় পড়া টাকা পেলে আর জীবনেও নিবো না,কুড়িয়ে পেলেও কাউকে না কাউকে দিয়ে দিবো অথবা নিবোই না।


এত বড় শাস্তির পরে নিজেকে শুধরিয়ে নিয়েছি।সবাই হয়তো তাই করবে,যাকে বলে বাস্তব শিক্ষা।


No comments

Theme images by saw. Powered by Blogger.