ডিজিটাল, ই-কমার্স প্ল্যাটফর্ম "Apsan And JABA"
Jadil Mri
ডিজিটাল, ই-কমার্স প্ল্যাটফর্ম
যুগের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন অনেক কিছুই আমাদের জীবনে সাথে যুক্ত হয়।সেই ধারাবাহিকতায় এখন জনপ্রিয় মাধ্যম হচ্ছে ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্ম।মানুষ জন এখন অনলাইনেই কেনা বেচা করতে অভ্যস্ত হয়ে পড়ছে। বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে যাচ্ছে যে সবকিছু এখন অনলাইন ভিত্তিক, কি না পাওয়া যায়!সবকিছুই অনায়াসে পাওয়া যায় এবং খুব সহজেই।ইদানিং আমাদের দেশেও ই-কমার্স প্ল্যাটফর্ম জনপ্রিয় হচ্ছে।পৃথিবীতে বড় বড় কোম্পানি বা ই-কমার্স প্ল্যাটফর্ম আছে। যেমন- আমাজন ,আলিবাবা,ইবাই,টার্গেট ইত্যাদি।
আমাদের দেশেও অনেকগুলো ই-কমার্স প্ল্যাটফর্ম আছে।যেমন-আজকেরডিল ডট কম,রকমারি ডট কম,এখনি ডট কম,ই-ঘর ডট কম,ব্রাননো ডট কম,প্রিয়শপ ডট কম,দারাজ ডট কম, চালডাল ডট কম,এসো ডট কম,বাগডুম ডট কম,অথবা ডট কম,ক্লিক বিডি ডট কম,আপনজন ডট কম,বিডি শপ ডট কম,পিকাবো ডট কম,কিকসা ডট কম ইত্যাদি।
আমার জানা মতে, আমাদের মান্দিদের দুটো ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্ম আছে।
১."Apsan-আপসান"
২."JABA-জাবা"
"Apsan-আপসান"
Apsan |
আপসান মূলত গারোদের ঐহিত্যগত পণ্য বিক্রয় করে থাকে।আপসান নিজের জাতির অনেক হারানো জিনিশ নতুন রুপে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে।আমি আপসানের ওয়েব সাইট এখন দেখি নাই তবে ফেইবুকে বিশাল গ্রুপ রয়েছে।আপসান ফেইবুক গ্রুপে নিত্যনতুন জিনিশের আপডেট দিয়ে থাকে। আপসান পণ্য নিতে হলে অর্ডার দিতে হবে, অর্ডার দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।আপসান ঢাকা এবং ঢাকার বাইরে পণ্য পাঠিয়ে থাকে তবে ঢাকার বাইরে খরচ ক্রেতার বহণ করতে হবে।আপনারা আপসানে অনেগুলো জিনিশ পাবেন। যেমন-কাপ,আদুরি,দকমান্দা,দামা,দকসারি,টি-শার্ট, ফতুয়া, মালা,ফং,টিস্যু বক্স, জুম্ম বাড়ি, ইত্যাদি।
"JABA-জাবা"
JABA |
ঢাকা অবস্থানরত গারোদের মধ্যে মানসম্মত খাবার নিয়ে হাজির হয়েছে " JABA-জাবা "ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্ম।আপনারা ইচ্ছা করলে "জাবা"র খাবার আগে থেকে জেনে নিতে পারবেন।"জাবা" মূলত গারোদের ঐহিত্য খাবারগুলো পরিবেশনা করে থাকে।ইচ্ছে করলে "জাবা"থেকে যে কোন অনুষ্ঠানেরর জন্য খাবার অর্ডার দেওয়া যাবে।"জাবা"র এখন কোন ওয়েব সাইট বা Apps নাই তবে ফেইবুকে পেজ আছে।আপনারা ফেইবুকে "JABA "লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।ঐহিত্য খাবার গুলো খেতে এখনি যোগাযোগ করতে পারেন বা পেজ থেকে জানতে পারবেন আজকে কোন কোন খাবার গুলো পরিবেশন হবে।
"Apsan এবং JABA" ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্ম ক্ষুদ্র পরিসরে চালু হলেও. আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতে এর পরিসর বাড়বে আরো নতুন নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি হবে।
No comments