ভাষার মাস

Ja'dil Mri






সবার কাছে নিজের মায়ের ভাষার মত, দ্বিতীয় কোন ভাষা হতে পারে না;যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।মাতৃভাষা,মায়ের ভাষা এর কোন তুলনা নাই,কোন ভাবেই তুলনা চলে না।নিজ নিজ জায়গা থেকে মাতৃভাষার প্রতি আলাদা একটা দুর্বলতার জায়গা থাকে।যে যাই বলুক, যে নিজের মাতৃভাষায় কথা বলতে পারে না তার জন্য ব্যাপারটা খুবই লজ্জাজনক।
অনেকের মাথায় ভাষা নিয়ে পরিকল্পনা আছে,অনেকে কাজ করছে।কিন্তুু কত জন কাজ করে?কত জন ভাষা নিয়ে চিন্তা করে? আমরা অনেক স্বার্থপর হয়েগেছি।যদি ধরি,আমরা গারোরা আরো ভাষা নিয়ে কোন চিন্তা ভাবনা করি না।এমনেতেই আমাদের কোন বর্ণমালা নাই,আমরা লিখতে পড়তে সচারচর ল্যাটিন শব্দ ব্যবহার করি।কিন্তুু যেটুকুই ব্যবহার করি না কেন,আমাদের ভালোর জন্য সেটা কোন মতেই পর্যান্ত নয়।
যদি চাই, আমরা অনেক কিছু করতে পারি। ইচ্ছা হলো আসল শক্তি।ভাষা নিয়ে অনেক গবেষণা হয়েছে,অনেকে চিন্তা করেছে,আমাদের জন্য কোন মতে সেটা পর্যান্ত নয়।আরো দরকার গবেষণা, ব্যবহার,আমাদের সচেতনতা। আমাদের যদি ভাষায় না থাকে, এমনিতেই সবকিছু হারাচ্ছি।এখন যদি ভাষাও হারিয়ে যায়, আমাদের কোন কিছু কি থাকলো মানে কি থাকবে?ভাষা হলো একটি জাতির প্রতীক।

ভাষার মাসে শুধু মাত্র কথা বললে লেখা লিখি করলে হবে না,দরকার সারা বছর চর্চা এবং অন্যকে অনুপ্রেরণা দেওয়া।

ভাষার জন্য একদল যুবক যুবতী কাজ করছে।বিস্তারিত পরে জানাবো.....
(বিঃদ্র- অনেকে আবার সমালোচনা করবে,আমি নিজেই বাংলাতে লিখি।বাংলাতে যতজন পড়বে তত জন আচিক দিয়ে লিখলে পড়তো না।)

No comments

Theme images by saw. Powered by Blogger.