বই মেলা থেকে কিনতে পারো,বই এর কিছু লিস্ট

JaDil Mri







বই আমাদের পরম বন্ধু,যে কখনো বেইমানী করে না।বই ছাড়া আমরা কখনো সমৃদ্ধ হতে পারবো না।যে যত বই পড়বে সে তত জানতে থাকবে,বুঝতে থাকবে,সমাজ, সভ্যতা,ধর্ম,রাজনীতি ,অর্থনীতি,সংস্কৃতি,ঐহিত্য আরো অনেক কিছু...।বই ছাড়া কোন ভাবে আধুনিক হওয়া বা আপডেট সম্ভব নয়।বই পড়লে অনেক কিছু জানা যায়,শিখা যায়।আমরা অনেকে বই পড়তে ভালোবাসি, কিন্তুু এই রকম লোকের সংখ্যা কম,হাতে গুনা  কয় একজন।আমরা যদি বই না পড়ি জীবনে অনেক কিছু অজানা থেকে যাবে।আমাদের সবার উচিত বই পড়া,অন্য জনকে বই পড়তে উৎসাহ দেওয়া।বই আমাদের কত যে গুরুত্বপূর্ণ সেটা আমি বোঝাতে পারব না।নিজে থেকে বু্ঝে নেওয়াটাই আসল,মুখ্য।সুতরাং, বই মেলা চলছে, বই কিনুন আপন জনকে বই উপহার দিন।আমরা তো  অনেক ভাবে বেহুদা টাকা খরচ করি ।সেটা না হয় বাদ দিয়ে বই কিনি,নিজেরো উপকার হলো অন্য জনকেও সাহায্য করলাম,বই উপহার দিলাম।বই কিনা আর উপহার দেওয়া কত যে আনন্দের বলে বুঝানো মুশকিল।

পৃথিবীতে অনেক ভালো ভালো বই আছে এইটার একখানি অংশও আমরা পড়ি নাই,ফলে চিন্তা বিষয় তাহলে কতটুকু আমাদের বই পড়া উচিত!

নিচে কিছু বই এর লিস্ট দেওয়া হলো যেটা আমাকে দাদা দিয়েছিল,বই মেলা থেকে এইগুলো কিনতে পারো।


১। বিশ্ব ইতিহাস প্রসঙ্গ - জওহরলাল নেহেরু।
২। আমি সুভাষ বলছি - শৈলেশ দে।
৩। বিপ্লবের গান- চিন চিং মাই।
৪। রেড স্টার ওভার চায়না - এডগার স্নো।
৫। মাও সেতুং রচনাবলী ।
৬। জেল ডায়রি- ভগৎ সিং।
৭। ভারতবর্ষে কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম-
সুপ্রকাশ রায়।
৮। বিপ্লবের সপ্নভুমি কিউবা- আনু মাহমুদ।
৯। ফরাসি বিপ্লব থেকে অক্টোবরের বিপ্লব-
হায়দার আকবর খান রনো।
১০। সংস্কৃতির সংঘর্ষ নির্মাণ- প্রবীর ঘোষ।
১১। অলৌকিক নয়, লৌকিক- প্রবীর ঘোষ।
১২। দি রেপ অফ নানকিং - আইরিশ চ্যাং।
১৩। হিটলার- শেখর সেন গুপ্ত।
১৪। পরিবার ব্যক্তি মালিকানা রাষ্ট্রের উৎপত্তি -
ফ্রেডরিক এঙ্গেলস।
১৫। কার্লমার্কস রচনাবলী ।
১৬। দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশনস্ অ্যান্ড দ্য রিমেকিং
অব ওয়ার্ল্ড অর্ডার - অনুবাদ- ড. মোহাম্মদ আবদুর
রশীদ।
১৭। সিরাজ শিকদারের রচনাবলী।
১৮। অটোমান সাম্রাজ্য উত্থান ও পতন -
১৯। আমারে কবর দিও হাঁটু ভাঙ্গার বাঁকে- ডি ব্রাউন।
২০। ইস্পাত - নিকোলাই অস্ত্রভ্স্কি।
২১। মধ্যপ্রাচ্য অতীত ও বর্তমান - ইয়াহ্ইয়া
আরমাজানী।
২২। প্লেটো রিপাবলিক।
২৩। বঞ্চিত-লাঞ্ছিত - ফিওদর দস্তোয়েভস্কি।
২৪। মার্কস বাদের প্রথম পাঠ
২৫। আধুনিক চীন বিপ্লবের ইতিহাস - হো কানন চি
২৬। বিবর্তনের পথ ধরে - বন্যা আহমেদ।
২৭। এনজিওর রাজনীতি, রাজনীতির এনজিও।
২৮। পুঁজিবাদ - কার্ল মার্কস।
২৯। ভরতবর্ষের ইতিহাস-অনুবাদ(মঙ্গলাচরণ
চট্টোপাধ্যায়)
৩০। পৃথিবীর ইতিহাস - ফিওদর করোভকিন (অনুবাদঃ হায়াৎ
মামুদ)।
৩১।  লং ওয়াক টু ফ্রিদম- নেলসন মেন্ডেলা
৩২।  ভিয়েতনাম - উইলফ্রেড বার্টেচ




No comments

Theme images by saw. Powered by Blogger.