ত্রিপুরা গারো ইউনিয়ন-TGU


Ja'dil Mri







ত্রিপুরা গারো ইউনিয়ন

ভৌগলিকগত কারনে গারোরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে।বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য( মেঘালয় বাদে) যেমন-আসাম রাজ্যের কামরুপ,গোয়ালপাড়া, কারবি আংলং জেলায়।পশ্চিম বঙ্গের দিনাজপুর, ডার্জিলিং,কোচবিহার, জলপাইগুড়ি এবং নাগাল্যান্ড রাজ্যে কিছু সংখ্যক গারো রয়েছে। ঠিক তেমনি ভাবে ত্রিপুরা রাজ্যেও গারোদের বসতি রয়েছে।ত্রিপুরা রাজ্যে প্রায় চাঁরটি জেলাতে গারোদের বসতি সম্পর্কে জানা যায়।১৯৭১ সালে আদমশুমারি অনুসারে গারো জনসংখ্যা ছিল ৬,০০০ হাজার।ত্রিপুরা গারো ইউনিয়ন তথ্যমতে এখন জন্যসংখ্যা ১৫,০০০ থেকে ২০,০০০ হাজার।
ত্রিপুরা গারো ইউনিয়ন প্রতি বছর ৬ মে গারো দিবস হিসাবে পালন করে।


No comments

Theme images by saw. Powered by Blogger.